২৫ মার্চ: কী হয়েছিল সেই রাতে?

Описание к видео ২৫ মার্চ: কী হয়েছিল সেই রাতে?

Sarabangla News Presents :

৪৭ থেকে ৭০- মাত্র তিরিশ বছরেই পাকিস্তানি শাসনকে ছুঁড়ে ফেলে বাঙালি। সত্তুরের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠতা পেলেও ক্ষমতা ছাড়তে অস্বীকৃতি জানায় পশ্চিম পাকিস্তানি শাসকরা। ৫২ থেকে ধীরে ধীরে জমতে থাকা অপমান আর ক্রোধের বারুদ এবার যেন স্ফুলিঙ্গে রূপ নিল। ৭ মার্চ রেসকোর্স ময়দানে জাতির পিতার সেই আহ্বান- ‘এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ বাঙালিকে চুড়ান্তভাবে প্রস্তুত করে তোলে। আর্কাইভ
এরপরই আসে ২৫ মার্চের কালরাত। গণহত্যার কালিমায় লিপ্ত সেই রাতে পাকিস্তানি সেনাবাহিনী হত্যা করে হাজারো বাঙালিকে। ১৯৭১ সালের ২৫ মার্চ থেকে শুরু হওয়া অপারেশন সার্চলাইট শিরোনামের এই অভিযানের মাধ্যমে পাকিস্তানি সেনাবাহিনী পরিকল্পিত গণহত্যা চালায়। উদ্দেশ্য ছিলো, ১৯৭১ এর মার্চ ও এর পূর্ববর্তী সময়ে সংঘটিত বাঙালি জাতীয়তাবাদী আন্দোলন দমন।
আরও বিস্তারিত জানতে ভিজিট করুন :

✔ Website : https://sarabangla.net/​​
✔ twitter :   / sarabangla_news​  
🌍 Facebook Page:   / ​  

Комментарии

Информация по комментариям в разработке