হযরত মোহাম্মদ (সঃ) এর দেহ মোবারক চুরির ঘটনা। theft of the body mubarak of Hazrat Muhammad (S.)

Описание к видео হযরত মোহাম্মদ (সঃ) এর দেহ মোবারক চুরির ঘটনা। theft of the body mubarak of Hazrat Muhammad (S.)

হযরত মোহাম্মদ (সঃ) এর দেহ মোবারক চুরি হবার ঘটনা। theft of the body mubarak of Hazrat Muhammad (S.)

হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র দেহ চুরি করার ঘটনা ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ এবং মর্মস্পর্শী বিষয়। বিভিন্ন ইসলামিক ঐতিহাসিক গ্রন্থে এমন কয়েকটি ঘটনার উল্লেখ পাওয়া যায় যেখানে তাঁর পবিত্র দেহ চুরি করার চক্রান্ত হয়েছিল। তবে আল্লাহর কৃপায় এসব প্রচেষ্টা ব্যর্থ হয়।

লাশ চুরির প্রচেষ্টার ঐতিহাসিক ঘটনা

১. ফাতেমিদ শাসনের সময়:
প্রথম প্রচেষ্টাটি ঘটে ফাতেমি শাসনের সময়। ফাতেমি খলিফারা তাঁদের প্রভাব বাড়ানোর জন্য হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র দেহ কায়রোয় নিয়ে যাওয়ার ষড়যন্ত্র করেন। তবে এই চক্রান্ত ভেস্তে যায়।

২. সুলতান নূরউদ্দীন জঙ্গি ও ষড়যন্ত্র রোধ:
একটি উল্লেখযোগ্য ঘটনা ঘটে সুলতান নূরউদ্দীন জঙ্গির শাসনামলে। দুই ভণ্ড ব্যক্তি মদিনায় এসে নিজেকে মসজিদের খাদেম হিসেবে পরিচয় দেয় এবং রাসুল (সা.)-এর দেহ চুরির পরিকল্পনা করে। তবে সুলতান স্বপ্নে রাসুল (সা.)-কে দেখতে পান এবং জানতে পারেন এই চক্রান্তের কথা।
সুলতান দ্রুত মদিনায় গিয়ে দুই চোরকে শনাক্ত করেন এবং তাদের বিচার করেন।

৩. মদিনায় কড়া নিরাপত্তা ব্যবস্থা:
এইসব ঘটনার পর মসজিদে নববীর নিরাপত্তা জোরদার করা হয়। সুলতান নূরউদ্দীন জঙ্গি রাসুল (সা.)-এর কবরের চারপাশে সীসার প্রাচীর তৈরি করেন, যাতে ভবিষ্যতে কেউ তাঁর দেহ চুরি করার চেষ্টা করতে না পারে।

Комментарии

Информация по комментариям в разработке