কবিতা- "মাসিপিসি"
কবি - জয় গোস্বামী
মূল কাব্যগ্রন্থ - "পাগলী তোমার সঙ্গে"
মূল কাব্যগ্রন্থের প্রকাশকাল -1994
কণ্ঠ - দেবাশীষ।
MASIPISI
MasiPisi by Joy Goswami,
Adhunik Kobita,
Voice- Debasish,
মাসিপিসি কবি জয় গোস্বামী,
Bengali Poem,
Abratti
Bengali recitation,
Adhunik Kobita Abritti,
কবি সম্পর্কে কিছু কথা
------------------------------------------------------
উত্তর জীবনানন্দ পর্বের অন্যতম কবি এবং আধুনিক বাংলা কবিতার জগতে এক অন্যতম প্রধান ব্যক্তিত্ব হলেন জয় গোস্বামী সমস্ত রকম সামাজিক অসঙ্গতি কে তিনি তার কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। এই খ্যাতিমান কবির জন্ম
১০ নভেম্বর ১৯৫৪ খ্রিস্টাব্দে।
মাত্র তেরাে বছর বয়সে তার প্রথম কবিতা লেখার হাতেখড়ি ঘটে , সিলিং পাখা ছিল যার বিষয়বস্তু । উনিশ বছর বয়সে তার প্রথম কবিতা একইসঙ্গে তিনটি ছােটো পত্রিকা যথাক্রমে সীমান্ত সাহিত্য ’ , ‘ পদক্ষেপ ’ ও ‘ হােমশিখা ’ - তে প্রকাশিত হয়েছিল । এরপর বিভিন্ন পত্রিকায় নিয়মিত তার কবিতা প্রকাশিত হতে শুরু করে এবং তার কবিপ্রতিভার স্বাতন্ত্র ফুটে উঠতে থাকে । ১৯৭৬ খ্রিস্টাব্দ থেকে ‘ দেশ ’ পত্রিকায় নিয়মিত তার কবিতা প্রকাশিত হতে শুরু হয় । ১৯৭৭ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় তার প্রথম কবিতা সংকলন গ্রন্থ ‘ ক্রীসমাস ও শীতের সনেটগুচ্ছ ’ । এসময় থেকেই আধুনিক বাংলা কবিতার পাঠক নিজস্ব বৈশিষ্ট্যে উজ্জ্বল এক নতুন কবিকে আবিষ্কার করে ।
জয় গােস্বামী পাঠককুলকে চমকিত করেন একে একে নানান কাব্যগ্রন্থ দিয়ে । সেগুলি হল —
‘ প্রত্নজীব ’ ( ১৯৭৮ ) ,
‘ আলেয়া হ্রদ ( ১৯৮১ ) ,
‘ উন্মাদের পাঠক্রম ’ ( ১৯৮৬ ) ,
‘ ভুতুমভগবান ’ ( ১৯৮৮ ) ,
‘ ঘুমিয়েছ , ঝাউপাতা ? ’ ( ১৯৮৯ )
“ আজ যদি আমাকে জিজ্ঞেস করাে ’ ( ১৯৯১ ) ,
গােল্লা ’ ( ১৯৯১ ) ,
‘ পাগলী তােমার সঙ্গে ( ১৯৯৪ ) ,
'বজ্রবিদ্যুভর্তি খাতা ’ ( ১৯৯৫ ) ,
‘ ওহ স্বপ্ন ’ ( ১৯৯৬ ) ,
‘ পাতার পােষাক ’ ( ১৯৯৭ ) ,
' বিষাদ ’ ( ১৯৯৮ ) ,
'মা নিষাদ ’ ( ১৯৯৯ ) ,
“ তােমাকে আশ্চর্যময়ী ’ ( ১৯৯৯ ) ,
' সূর্য পােড়া ছাই ’ ( ১৯৯৯ )
'জগৎ বাড়ি ’ ( ২০০০ ) ,
‘ হরিণের জন্য একক ’ ( ২০০২ ) ,
‘ সন্তানসন্ততি ’ ( ২০০৮ ) ,
‘ বিকেল বেলার কবিতা ( ২০০৮ ) ,
'মৌতাত মহেশ্বর ’ ( ২০০৫ ) ,
‘ সন্ধ্যাফেরি ও অন্যান্য কবিতা ’ ( ২০০৬ ) ,
“ শাসনের প্রতি ’ ( ২০০৭ ) ,
‘ ভালােটি বাসিব ’ ( ২০০৮ ) ,
'শ্রেষ্ঠ কবিতা ’ ( ২০০৮ ) ,
‘ আত্মীয় স্বজন ’ ( ২০১০ ) ,
'ফুলগাছে কি ধুলাে ’ ( ২০১১ ) ইত্যাদি ।
এ ছাড়া জয় গােস্বামী বহু গদ্যগ্রন্থ , কাব্য , নাটক , উপন্যাস , কবিতা ও মুক্তগদ্য লিখেছেন ।
১৯৯০ খ্রিস্টাব্দে কবি জয় গােস্বামী ‘ ঘুমিয়েছ , ঝাউপাতা ? কাব্যগ্রন্থের জন্য আনন্দ পুরস্কার পান ।
পরবর্তীতে ১৯৯৭ খ্রিস্টাব্দে বজ্রবিদ্যুভর্তি খাতা ’ কাব্যগ্রন্থের জন্য পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি পুরস্কার লাভ করেন ।
১৯৯৭ খ্রিস্টাব্দে পাতার পােষাক কাব্যগ্রন্থের জন্য পান বীরেন্দ্র চট্টোপাধ্যায় স্মৃতি পুরস্কার ।
এরপর ২০০০ খ্রিস্টাব্দে ‘ পাগলী তােমার সঙ্গে কাব্যগ্রন্থের জন্য সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন ।
২০০১ খ্রিস্টাব্দে তিনি আমেরিকায় আইওয়া আন্তর্জাতিক লেখক শিবিরে আমন্ত্রিত হয়েছিলেন ।
এ ছাড়াও এই অনন্য প্রতিভার অধিকারী কবি বহু পদক ও সম্মানে ভূষিত হন । ২০১৪ খ্রিস্টাব্দের নভেম্বর মাসে পঞ্চক মুম্বাই ইনটারন্যাশনাল লিটারারি ফেস্টিভ্যালে গিয়ে গ্রহণ করেছেন ‘ পােয়েট লরিয়েট সম্মান ’ । উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় জয় গােস্বামীকে ২০১৫ খ্রিস্টাব্দে ‘ ডি লিট ' সম্মান প্রদান করেছে ।
#AnuvutirAntarale
#Debasish
#AdhunikKobita
#AnuvutirAntarale
#AnuvutirAntarale
#Debashish
#AdhunikKobita
Информация по комментариям в разработке