‘মূত্রথলি ও মূত্রনালীর সংক্রমণ’ নারীদের সমস্যা ও তার প্রতিকার। Health Tips।

Описание к видео ‘মূত্রথলি ও মূত্রনালীর সংক্রমণ’ নারীদের সমস্যা ও তার প্রতিকার। Health Tips।

‘মূত্রথলি ও মূত্রনালীর সংক্রমণ’ নারীদের সমস্যা ও তার প্রতিকার।
video Link:    • ‘মূত্রথলি ও মূত্রনালীর সংক্রমণ’ নারীদ...  
নারীর মূত্রনালীর দৈর্ঘ্য ছোট এবং যোনিপথ, মূত্রপথ ও মলদ্বার কাছাকাছি অবস্থানের কারণে পুরুষের তুলনায় নারীরা এই সংক্রমণে বেশি আক্রান্ত হয়ে থাকেন। আনুমানিক ৬০ শতাংশ নারী তাদের জীবদ্দশার কোন না কোন সময় এই মূত্রথলি বা নালীর সংক্রমণের শিকার হন এবং ২৫ শতাংশ নারীদের ক্ষেত্রে ছয় মাসের মধ্যেই পুনরায় এই সংক্রমণে সংক্রমিত হওয়ার সম্ভাবনা থাকে। মূত্রথলি ও নালীর এই সংক্রমণকে মেডিক্যালের পরিভাষায় ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা সংক্ষেপে ইউটিআই বলা হয়। ঘন ঘন প্রস্রাব হওয়া, প্রস্রাবের সময় মূত্রনালীতে জ্বালাপোড়া হওয়া,তলপেটে ব্যথা অনুভূত হওয়া,প্রস্রাবে দুর্গন্ধ ও প্রস্রাব ঘোলাটে হওয়া,জ্বর হওয়া (সাধারণত কেঁপে কেঁপে জ্বর আসা), প্রস্রাব করার পর আবার প্রস্রাব হবে এমন অনুভূতি হওয়া। এছাড়া বর্তমানে মূত্রথলি ও মূত্রনালীর সংক্রমণ রোধে ক্র্যানবেরির ব্যবহার বিশ্বে ব্যাপকভাবে পরিচিতি লাভ করেছে যা আমাদের দেশে এখনও অনেকেরই অজানা। ক্র্যানবেরিতে বিদ্যমান প্রত্রন্থোসায়ানিডিন্স ও ফেনলিক উপাদানের মিশ্রণ ক্ষতিকারক ব্যাকটেরিয়াগুলোকে মূত্রথলি ও মূত্রনালীর দেয়ালের গায়ে আটকে থাকতে দেয় না ফলে ক্ষতিকারক ব্যাকটেরিয়া স্বাভাবিক নিয়মে প্রস্রাবের সঙ্গে বের হয়ে যায়।

Комментарии

Информация по комментариям в разработке