Amdadul Ten Song 2022 l Sylheti Wedding Song
Kancha Daman Jaita Dekho কাঞ্চা দামান যাইতা দেখো
Singer: Dithi Das l দিতি দাস
Starring as Bride & Groom: Amdadu Hoque Jarnel (Amdadul_10 as Tiktok Name) & Najmin Jerin এমদাদুল হক জার্নেল (টিকটকে এমদাদুল টেন নামে পরিচিত) ও নাজমিন জেরিন
Rap & Back Vocal : Mostaque Bahar মোস্তাক বাহার (MB)
Lyric & Tune: Traditional Sylheti Wedding Song l ঐতিহ্যবাহী সিলেটি বিয়ের গীত
Music: Team MB Gallery (Ashim Bhoumik, Yasin Khan & Mostaque Bahar ( অসীম ভৌমিক, ইয়াসিন খান ও মোস্তাক বাহার)
Music Arrangement, Planning, Mix Master & Direction: Mostaque Bahar (MB) l মোস্তাক বাহার
Cast: Jobayed Juwel, Mujammel_11, Ujjal Dewan, Forhad Roi, Ismail Rayhan, Hridoy জোবায়েদ জুয়েল, মোজাম্মেল টুটুল, উজ্জ্বল দেওয়ান, ফরহাদ রনি, ইসমাইল রায়হান, হৃদয়
Dance: Prithi Das, Smriti Das, Anamika Deb Mow, Lima & Ishrat Smriti (Team Dhamali Chunarughat) প্রীতি দাস, স্মৃতি দাস, অনামিকা দেব মৌ, লিমা ও ইশরাত স্মৃতি।
Choreographer: Jobayed Juwel জোবায়েদ জুয়েল
DOP: Juyel Islam l জুয়েল ইসলাম
Edit & Color: Tuhin Islam l তুহিন ইসলাম
Make Up & Costume Planning: Oishi Talukder ঐশী তালুকদার
Stage & Light: Shoilpic, Chunarughat শৈল্পিক চুনারুঘাট
Label: MB Gallery Mix
Production: MB Gallery Production l এমবি গ্যালারি প্রডাকশন
Special Thanks To Mr. Tajul Islam, Fulbari, Chunarugaht, Habiganj (Head of Tajul Islam Shikkha Trust) মোঃ তাজুল ইসলাম, ফুলবাড়ি চুনারুঘাট হবিগঞ্জ (তাজুল ইসলাম শিক্ষা ট্রাস্ট এর প্রধান)
Any Query:
Cell: 01303477391
Email: [email protected]
কাঞ্চা দামান গান লিরিক্স Kancha Daman Song lyrics:
কাঞ্চা দামান যাইতা দেখো
দূর ওই শশুর দেশো
লক্ষ টেকার মতির ঝাঝর
চৌদলের কিনারো
কাঞ্চা দামান গান রেপ লিরিক্স Kancha Daman Rap Lyrics:
মায় কইন দুধের শিশু থাইকোরে সাবধানে - সাবধানে থাইকোরে বা
পূব দেশের মানুষ তারা বড় যাদু জানে - বড় যাদু জানে বুচ্ছনি?
বইনে কইন সোনার ভাই থাইকোরে সাবধানে - অয়োরেবা সাবধানে থাইকো
পম্চিম দেশের মানুষ তারা বাণ মারা জানে - বাণ মারা জানে বুচ্ছনি?
দাদী কইন হাওসের নাতি থাইকোরে সাবধানে - আছাওই দেইখা শুইনা থাইকোরে বা
দক্ষিণ দেশের দেশের মানুষ তারা পানি পড়া জানে - যাদু টোনা জানে যাদু টোনা
দাদী কইন হাউসের নাতি থাইকোরে সাবধানে
ওই দেশের মানুষ তারা ভাত পড়া জানে - যাদু টোনা জানে
সিলেটি শব্দের অর্থঃ
কাঞ্চা = কাঁচা
দামান = জামাই
দেশো = বাড়ি
চৌদল = পাল্কি বিশেষ
কইন = বলেন
বইন = বোন
বৃহত্তর সিলেটের ঐতিহ্যবাহী বিয়ের গীত নিয়ে শুধুমাত্র সিলেটিরা না, বাংলাভাষী সকল দর্শক শ্রোতার বিশেষ আগ্রহ রয়েছে। ঐতিহ্যবাহী এ বিয়ের গীতকে আমরা বিভিন্ন পর্বে ভাগ করে থাকি। যেমন বিয়ের প্রস্তাব, কনে গোছল, পেক খেইল, গায়ে হলুদ, বরযাত্রা, কনে বিদায় প্রভৃতি। এমনকি বিয়ে পরবর্তী সংসার নিয়েও বিভিন্ন মজাদার, চটুল বিয়ের গীত রয়েছে। সিলেট অঞ্চলের বিয়েতে বিয়ের দিন কিংবা বিয়ের আগে ধামাইল নামের একটি মেয়েলি অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। এ অনুষ্ঠানে সাধারণত মহিলারা গীত গেয়ে থাকেন। সিলেটের বেশ কিছু জনপ্রিয় আঞ্চলিক বিয়ের গান রয়েছে, যেগুলো প্রায় সব বাড়ির নারীরাই জানেন। তাই গীতের সঙ্গে প্রায় সবাই গলা মেলাতে পারে। গীতের তালে তালে নারীরা তুলে ধরেন বরের মেজাজ, কনের চালচলন।
বিয়ের দিন বরযাত্রার সময় নিয়ে অসাধারণ একটা গীত 'কাঞ্চা দামান'।
বিয়ের গীতঃ যেকোনো জাতির সংস্কৃতির সঙ্গে বিবাহ নামক সামাজিক রীতি অঙ্গাঙ্গিভাব যুক্ত তার সঙ্গে বিয়ের গানও। অতুল সুর এ দেশীয় বিয়ের ইতিহাস বর্ণনায় বলেছেন কিভাবে সময়ের সঙ্গে সঙ্গে বিয়ের রীতিনীতি ভৌগোলিক অবস্থান এবং সংস্কৃতি অনুযায়ী পাল্টেছে। বিয়ের আচারের মধ্যেই সময়ের সঙ্গে তাল মিলিয়ে গানের ব্যবহারে বদল এসেছে। আবার অর্থ বদলেছে বিয়ের গানেরও। কিন্তু বিয়ের গান বলতে মূলত বোঝায় বিবাহ আচার, কন্যাপক্ষ, বরপক্ষকে নিয়ে বাঁধা গান। বিয়ের গানের সঙ্গে সেই জাতির সংস্কৃতি, ইতিহাস, সাহিত্য, সম্পর্কিত লোকের পরিচয় সম্পূর্ণ উঠে আসত। বিয়ের প্রস্তাব থেকে শুরু করে বিয়ে পরবর্তী প্রতিটি আচার নিয়েই বিয়ের গান বাঁধা হয়। গায়ে হলুদের অনুষ্ঠানে নাপিতের মুখ থেকে পাওয়া খবর থেকে এক পক্ষ অন্য পক্ষকে নিয়ে মজাদার চটুল গান বাধে। বাঙালি বিয়ের গানে আবার হিন্দু-মুসলমান সম্প্রদায়ের মধ্যে আচারের ভিন্নতা অনুযায়ী গান বাঁধা হয় আলাদাভাবে।
সেই প্রাচীনকাল থেকেই এই উপমহাদেশের বিয়েতে নাচগানের প্রচলন ছিল । আর এটা করত অন্তপুরের মহিলারাই । আজ থেকে বিশ পঁচিশ বছর আগেও দেখা গেছে গ্রামের বিয়েতে বিশেষ করে গায়ে হলুদ অনুষ্ঠানে গান গাওয়ার জন্য ‘গীত গাওনি’ মহিলাদের ডাক পড়ত। এখন যদিও এই গানের ধারাটি ক্ষীণ হয়ে এসেছে, তবুও প্রত্যন্ত গ্রামে কোথাও কোথাও এখনো বিয়েতে গান গাওয়ার প্রচলন আছে। এসব গান আঞ্চলিক ভাষায় রচিত এবং প্রজন্ম পরম্পরায় মুখে মুখে প্রচলিত, স্মৃতি ও স্বতঃস্ফূর্ততায় বিকশিত । বয়স্করা যেমন, শিশুদের মা, চাচী, খালা, ফুফুরা যখন বিয়ের অনুষ্ঠানে গান করেন তখন তাদের ঘিরে থাকে শিশুরা। শিশুরা এসব গান শোনে এবং মনের ভেতর গেঁথে নেয়। এরপর যখন তারা বড় হয় তখন নিজেরাই সেসব গান গাইতে শুরু করে। এতে মূল গানের সঙ্গে হয়ত সময় পরিক্রমায় আরো কিছু সংযোজন-বিয়োজন চলে, তবে তাতে মূল গানের রস আস্বাদনে কোনো অসুবিধা হয় না। বিয়ের গীতের রচয়িতা নারী, এই গানে পরিবেশনও করেন মহিলারা। এর শ্রোতাও সাধারণত মহিলা। নারী মনের আবেগ উতকণ্ঠা আনন্দ বেদনা হাসি কান্না সুখ আনন্দের প্রকাশ ঘটে বিয়ের গানে। আবার পাশাপাশি, নতুন দাম্পত্য জীবনের হাসি-ঠাট্টা, পরস্পরকে চেনার আনন্দ মিশে থাকে গানের কথায়, প্রচলিত সুরে। বিয়ের গীত সিলেটি আঞ্চলিক ভাষায় গান
#amdadul_10
#biyergaan
#DithiDas
#KanchaDaman
#বিয়ের_গান
#দিতি_দাস
#কাঞ্চা_দামান
Информация по комментариям в разработке