দূর্লভ যেসব রেডিও এখনো বেজে ওঠে || Redio ||
মোফাজ্জল হোসেন। পেশায় একজন ঘড়ির মেকানিক। পুরনো ও নষ্ট ঘড়ি মেরামত করে বিক্রির পর সেই অর্থ দিয়ে কেনেন রেডিও। তার সংগ্রহের রেডিওগুলো রাখার জন্য প্রতি মাসে ১২ হাজার টাকা রুম ভাড়া গুনেন মোফাজ্জল। সংগ্রহ করা নষ্ট রেডিও ভালো করতে একজন মেকানিকও রেখেছেন তিনি।
ফিলিপস, গ্রুন্ডিক, পাই, মারফি, জ্যামিথ, টেলিফোন ক্যান ও বুশ কোম্পানির রেডিওসহ নামি-দামি সব ব্রান্ডের ছয় শ’রও অধিক রেডিও সংগ্রহে রয়েছে তার। সেই সাথে রয়েছে এক শ’ পঁচাত্তর বছর আগেকার রেডিওসহ সবচেয়ে ক্ষুদ্র রেডিও।
মোফাজ্জলের দাবি, তার সংগ্রহে রয়েছে বিশ্বের সব নামি-দামি ব্রান্ডের রেডিও। এসবের আকারে কোনোটা অর্ধগোলাকৃতির, কোনোটা আবার স্যুটকেসের মতো দেখতে। কোনোটা দেখতে অনেকটা কাঠের টুকরোর মতো।
আজ মঙ্গলবার থেকে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশে প্রথমবারের মতো শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘রেডিও সং ফেস্টিভ্যাল’। সেখানে হরেক রকমের কয়েক শ’ রেডিও নিয়ে উপস্থিত হয়েছেন রেডিও সংগ্রাহক মোফাজ্জল হোসেন। তার সেসব রেডিও ঘুরে দেখছেন বিভিন্ন দেশ থেকে আগত অতিথি ও দর্শকরা। অনেকে কলের গান বাজিয়েও শুনছেন। মোফাজ্জলের কাছে সংগৃহীত প্রতিটি রেডিওর রয়েছে এক একটি গল্প। সেসব গল্প ও ঘটনাবহুল রেডিও সংগ্রহের ইতিবৃত্তও জেনে নিচ্ছেন আগতরা।
তিন দিনব্যাপী শুরু হওয়া সম্মেলনে রেডিওর অর্জনগুলোকে তুলে ধরে আগামীর সম্ভাবনা দিক আলোকপাত করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
সম্মেলনে স্বাগতিক বাংলাদেশসহ কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, ফ্রান্স, জার্মানি, পর্তুগাল, মিসর, রোমানিয়া, তুর্কমেনিস্তান, জাপান, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, ভিয়েতনাম, শ্রীলংকা, মালদ্বীপ, নেপালসহ ২২টি দেশের ২১৩ জন রেডিও এবং গণমাধ্যম ব্যক্তিত্ব অংশ নিয়েছেন, যাদের মধ্যে বিদেশি প্রতিনিধি থাকছেন ৬২ জন।
বিশেষজ্ঞ এবং গণমাধ্যম নেতৃবৃন্দ এই সম্মেলনে তাদের অভিজ্ঞতা, চিন্তা-ভাবনা এবং তথ্য পরস্পরের সাথে বিনিময় করবেন।
সমাপনী দিন ৩১ অক্টোবর বাংলাদেশ টেলিভিশনের আয়োজনে সন্ধ্যায় বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ইরান, ভিয়েতনাম, মালদ্বীপ, নেপাল, শ্রীলংকা ও তুর্কেমেনিস্তানের তরুণ শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হবে।
পৃথিবীতে শান্তি ও কল্যাণমুখী শক্তিশালী সম্প্রচার নেটওয়ার্ক গড়ে তুলতে আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার কথা বলেছেন আলোচকরা।
ভিডিও ধারণ ও প্রতিবেদন তৈরি করেছেন Morshed mukul
স্টাফ রিপোর্টার, দৈনিক নয়া দিগন্ত।
Daily Naya Diganta's office YouTube Channel. DMCL's sister concern Daily Naya Diganta is considered as the largest & most popular newspaper in Bangladesh pageviews, contents and unique visits. We will focus on Talkshow, Live Event, Breaking News, Daily Top News, Entertainment, Naya diganta Live, Sports, International news, National News, PM news, Awamilegue News, BNP News, Shekh Hasina's Daily News, Khaleda Zia's Daily News.
Please subscribe our channel
প্রিয় দর্শক বাংলাদেশের বৃহত্তম ও সবচেয়ে জনপ্রিয় সংবাদপত্র দৈনিক নয়া দিগন্তের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। এখানে আমরা টকশো, লাইভ ইভেন্ট, দৈনন্দিন শীর্ষ
নিউজ, বিনোদন, খেলা, আন্তর্জাতিক, জাতীয়, রাজনৈতিক, অর্থনৈতি, সংস্কৃতিক, সামাজিক খরব বস্তুনিষ্ঠতার সাথে পরিবেশন করে থাকে।
এজন্য নতুন নতুন খরব ও ভিডিও পেতে আমাদের চ্যানেল টি সাবস্ক্রাইব করুন।
websit:
http://www.dailynayadiganta.com/
/ nayadiganta
http://nayadigantajobs.com/
Contact Info:
1 R K Mission Road, Dhaka-1203
Telephone: +880257165271
E-mail: [email protected]
Информация по комментариям в разработке