👇 পুকুরে ভালো উন্নতজাতের 💯% থাই পাঙ্গাস মাছের পোনা লাগলে নিচের নাম্বারে কল করুন ✅
=============================
মা ও মাটি মৎস্য হ্যাচারী
মোঃ রুহল আমিন
মোঃ মাহমুদুল হাসান
মোবাইলঃ 📲
01781700794
01820252059
ঠিকানা, ধলা, ত্রিশাল, ময়মনসিংহ।
===============================
#পাঙ্গাসমাছচাষপদ্ধতি #পাঙ্গাস_মাছের_খাবার_তৈরি #পাঙ্গাসমাছেরপোনাকোথায়পাওয়াযায়
#পাঙ্গাস_মাছ_চাষে_লাভবান_হওয়ার_কৌশল #মাওমাটিমৎস্যহ্যাচারী #CosmicAgroFarm
থাই পাঙ্গাস মাছের পোনা,পাঙ্গাস মাছের খাবার,কোন মাছ চাষে লাভ বেশি,পাঙ্গাস মাছ চাষের পদ্ধতি,পাঙ্গাস মাছ চাষ,পাঙ্গাস মাছ,মাছ চাষের আধুনিক পদ্ধতি,পাঙ্গাস মাছের পোনা,মাছ চাষে লক্ষ টাকা,পাঙ্গাস মাছের পোনার দাম,পাঙ্গাস মাছের খাদ্য,থাই পাঙ্গাস মাছের খাবার,পাঙ্গাস মাছ চাষের উন্নত কলাকৌশল,পাঙ্গাস মাছ চাষের আধুনিক পদ্ধতি,থাই পাঙ্গাস মাছ চাষ পদ্ধতি,মাছের পোনা কোথায় পাওয়া যায়,মাছের পোনার দাম,পাঙ্গাস মাছের খাবার তৈরী,
fish farming,pangasius fish farming,fish farming business,farming,pangasius,pond fish farming,fish farming in pond,biofloc fish farming,hybrid pangasius culture fish farming business in Bangladesh,fish farming 2023,pangasius fish farming profit,
পুকুরে মাছ চাষ,শিং মাছ চাষ পদ্ধতি,কোন মাছ চাষে লাভ বেশি,মাছ চাষের আধুনিক পদ্ধতি,পাবদা মাছ চাষ পদ্ধতি,পাঙ্গাস মাছ চাষ পদ্ধতি,তেলাপিয়া মাছ চাষ পদ্ধতি,গুলশা মাছ চাষ পদ্ধতি,মাছের পোনা কোথায় পাওয়া যায়,সাকিব এগ্রো,মিশ্র মাছ চাষ,ভিয়েতনাম কৈ চাষ,পুকুরের গ্যাস দুর করার প্রোবায়োটিক,আধুনিক মাছ চাষ,মনোসেক্স তেলাপিয়া চাষ,কোন বয়সে কতটুকু খাদ্য দিবেন,পাঙ্গাস মাছের খাদ্য দেয়ার নিয়ম,
চাষের জন্য স্থান নির্বাচন
বাণিজ্যিক পদ্ধতিতে সফলভাবে মাছ চাষের জন্য পুকুর নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয়। এজন্য আলোচ্য মাছচাষ কল্পে ধান ক্ষেতকে স্বল্প গভীরতায় বেড়ী বাঁধ দিয়ে ঘেরে (Paddy Land Temporarily Converted to Low Depth Pond) পরিণত করা জলাশয় বেশ উপযোগী। তবে যে সকল জলাশয় সহজে শুকানো যায়, প্রয়োজনমত পানি সরবরাহের ব্যবস্থা আছে, উৎপাদিত মাছ ও খাদ্য উপকরণ সহজে পুকুর পাড়ে পরিবহন করার মতো যোগাযোগের ব্যবস্থা আছে এবং সর্বোপরি পর্যাপ্ত সূর্যের আলো দীর্ঘ সময় পুকুরে পড়ে এরূপ পুকুর নির্বাচন করতে হবে। উপযুক্ততা বিবেচনা না করে যে কোনো পুকুরে এ ধরনের অগ্রসর পদ্ধতির মাছ চাষ করতে গেলে সফলতা পাওয়া কঠিন হয়।
পুকুর প্রস্তুতি
চাষের পুকুর অবশ্যই ভালোভাবে শুকিয়ে নিতে হবে। পুকুর শুকানোর পর চুন প্রয়োগ করতে হবে শতকে এক কেজি হারে। পুকুরের তলদেশে যদি কাদা থেকে যায়, তবে চুন কাদার সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। পুকুরে যদি ইতোপূর্বে অধিক ঘনত্বে মাছ চাষ করা হয়ে থাকে তবে চুনের পাশাপাশি শতকে ৫০০ গ্রাম হারে পটাশ সার (Murate of Potash) দিতে হবে। চুন প্রয়োগের ৪-৫ দিন পর পানি দেয়ার ব্যবস্থা করতে হবে। পুকুরের পানির গভীরতা এক মিটার হওয়া উত্তম। পুকুরে কোনো প্রকার জৈব সার দেয়া যাবে না।
পোনা মজুদ
পোনা মজুদের জন্য পরিচিত মৎস্য খামার থেকে ভালোমানের পাংগাস (১৮-২০ সেমি), তেলাপিয়া (৬-৮ সেমি) এবং শিং মাছের (৭-৮ সেমি) পোনা সংগ্রহ করতে হবে। সাথে কার্প জাতীয় মাছের পোনা ছাড়তে হবে ১৪-১৬ সেমি আকারের। এ আকারের পোনা পাওয়া নিশ্চিত করা এবং চাষে অধিক লাভবান হবার জন্য ধানি পোনা সংগ্রহ করে নিজস্ব পুকুরে উপযুক্ত আকার পর্যন্ত বড় করে নিতে হবে। চাষের সফলতা অনেকাংশে নির্ভর করে ভালোমানের উপযুক্ত আকারের পোনার ওপর। একটি এক একর পুকুরে পোনা ছাড়ার পরিমাণ নিম্নে দেয়া হলো:
অন্যান্য পরিচর্যা
পুকুর/ঘেরের পানির পরিবেশ ভালো রাখার জন্য (অবস্থা বুঝে) ঘেরের পানি আংশিক পরিবর্তন করতে হবে এবং প্রতি ১৫ দিন অন্তর শতকে ২৫০ গ্রাম হারে চুন ও খাদ্য লবণ একত্রে বা পর্যায়ক্রমে প্রয়োগ করতে হবে। এ ছাড়াও অবস্থা বুঝে শতকে ২৫০ গ্রাম হারে পটাশ সারও প্রয়োগ করতে হতে পারে। এ সকল পদক্ষেপ ছাড়াও ঘেরের তলদেশে জমে থাকা ক্ষতিকর গ্যাস অপসারণের জন্য ২-৩ দিন পর পর দুপুরের সময় পানিতে নেমে অথবা হররা টেনে পানির তলদেশ আলোড়িত করার ব্যবস্থা করতে হবে। পুকুরে গ্যাস সৃষ্টির প্রধান কারণ খাদ্যের উচ্ছিষ্টাংশ জমা হওয়া। খাদ্য প্রয়োগের সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন প্রয়োজনের অতিরিক্ত খাদ্য কোনো ভাবেই প্রয়োগ করা না হয়। মাছ চাষে পুকুরের পানি অধিক সবুজ, পুকুরের তলদেশে ক্ষতিকর গ্যাস সৃষ্টি হওয়া ও পানিতে দ্রবীভূত অক্সিজেনের স্বল্পতা দেখা দিলে অনেক সময় কিছু মাছ মারাও যেতে পারে। পুকুরের সার্বিক পরিবেশ ভালো রাখার জন্য জিওলাইট, একুয়াম্যাজিক এবং ক্ষতিকর গ্যাস হতে মাছ রক্ষার জন্য গ্যাসনেক্স ব্যবহার করা যেতে পারে। অক্সিজেনের অভাব হলে পুকুরে পানি দেবার ব্যবস্থা করতে হবে। পুকুরের পানি অধিক সবুজ হয়ে গেলে পুকুরে খাদ্য প্রয়োগ কমিয়ে দিতে হবে। তুতে বা অন্যান্য কিছু রাসায়নিক দ্রব্য (Blue Lagoon) ব্যবহার করে সাময়িকভাবে সবুজভাব (Phytoplankton) দূর করা গেলেও তা ক্ষণস্থায়ী হয়। পুকুরে অধিক ঘনত্বে মাছ থাকলে খাবার দিলে মাছ পানির উপরের স্তরে চলে আসে বিধায় শিকারী পাখি দ্বারা মাছ ধরে নেবার সম্ভাবনা থাকে। সেজন্য পুকুরের উপর নেট দ্বারা আবৃত করে দেয়া যেতে পারে। এভাবে ৮-৯ মাস চাষের পর পাংগাস মাছ গড়ে প্রায় ১০০০-১১০০ গ্রাম ওজনের হয়। এসময় পাংগাস মাছসহ অন্যান্য মাছ বাজারে পাঠানোর উপযুক্ত হয়ে ওঠে।
তেলাপিয়া ও দেশি মাগুরের মিশ্র চাষ তেলাপিয়া ও দেশি মাগুরের মিশ্র চাষ
পেরিফাইটন বেইজড পদ্ধতি পেরিফাইটন বেইজড পদ্ধতিতে মিশ্র মাছ চাষ
✓ Cosmic Agro Farm Social Acunt : / @agriculturefarmbd
Информация по комментариям в разработке