ফিঞ্চ পাখি বাচ্চা পালন সাবধানতা | Finch baby rearing awareness | dangerous foods for Finches

Описание к видео ফিঞ্চ পাখি বাচ্চা পালন সাবধানতা | Finch baby rearing awareness | dangerous foods for Finches

ফিঞ্চ পাখি বাচ্চা পালন সাবধানতা | Finch baby rearing awareness | dangerous foods for Finches
সাধারণভাবে প্রাপ্তবয়স্ক ফিঞ্চ পাখি পালার নিয়ম এবং খাবারদাবার মেনটেন করা তুলনামূলক সহজ কিন্তু যখন আপনার পাখির এই পাখি গুলোর মত যদি ছোট বাচ্চা থাকে তখন তাদের খাবারদাবারের ব্যাপারে এমন কিছু সাবধানতা আপনাকে মানতে হবে যা সাধারণ বয়স্ক পাখি পালনের ক্ষেত্রে দরকার হয়না। এমন কিছু খাবার রয়েছে যেগুলো মা পাখি খেয়ে বাচ্চাদের খাওয়ালে মা পাখির কিছু হয় না কিন্তু ছোট বাচ্চা পাখি মারা যায়।
ছোট বাচ্চা থাকা অবস্থায় বাজরিগার লাভ বার্ড বা ফিন্স জাতীয় কোন পাখিকে ভুলেও কাঁচা টমেটো , পালং শাক বা পুঁইশাক খেতে দেবেন না। সামনে আসছে শীতকাল এই সময় পালং শাক পুইশাক এভেইলেবল থাকবে। যদিও এই শাকগুলো পাখির জন্য বিষাক্ত নয় তবে কিছু কিছু সময় এগুলো পাখির বাচ্চার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। কারণ এই শাকগুলোর মধ্যে এমন কিছু উপকরণ রয়েছে যা বড় পাখির জন্য নিরাপদ হলেও বাচ্চা পাখির জন্য নিরাপদ নয়। ছোট বাচ্চা থাকা অবস্থায় এই শাক গুলো খাওয়ালে আপনার পাখির বাচ্চাগুলো মারা যাওয়ার সম্ভাবনা আছে। যেহেতু মা পাখি তার মুখে করে খাবার নিয়ে বাচ্চাদের খাবার খাওয়ায় তাই আপনি যদি মা পাখিকে এই শাকগুলো খাওয়ান তবে বাচ্চাগুলো মারা পড়ার সম্ভাবনা আছে। ফিঞ্চ সহ বেশিরভাগ পাখির জন্য কাঁচা টমেটো বিষাক্ত হতে পারে কারণ এর মধ্যে থাকা কিছু খাদ্য উপকরণ পাখি হজম করতে পারে না তাই এক ফুট তৈরিতে বা সবজি খাওয়ানোর ক্ষেত্রে কাঁচা টমেটো পরিহার করবেন। আমার পরামর্শ বাচ্চা থাকা অবস্থায় পাকা টমেটো ও দিবেন না
বিষাক্ত খাবার তালিকা
ফিঞ্চ পাখির জন্য বেশ কিছু খাবার বিষাক্ত । এর মধ্যে রয়েছে পেঁয়াজের পাতা রসুনের পাতা আদা গাছের পাতা

Комментарии

Информация по комментариям в разработке