যাদের সন্তান হয় না। বন্ধ্যা নারী ৭ দিন রোজা রেখে আমলটি করুন সন্তান হবেই ইনশাআল্লাহ্‌

Описание к видео যাদের সন্তান হয় না। বন্ধ্যা নারী ৭ দিন রোজা রেখে আমলটি করুন সন্তান হবেই ইনশাআল্লাহ্‌

যাদের সন্তান হয় না। বন্ধ্যা নারী ৭ দিন রোজা রেখে আমলটি করুন সন্তান হবেই ইনশাআল্লাহ্‌ #Protidiner_Amol

যে নারীদের সন্তান হয় না তাদের আজ একটি আমলের কথা বলে দিব। যে আমল করলে ইন শাহ আল্লাহ্‌ সন্তান হবে।

আল্লাহ তাআলা বান্দাকে তাঁর সুন্দর সুন্দর নামের জিকির বা আমল করার কথা বলেছেন।আল্লাহ তাআলার গুণবাচক নামসমূহের মধ্যে-

বাংলা উচ্চারণ- ‘আল-মুসাওয়িরু’
বাংলা অর্থ- আকৃতিদাতা, আকৃতি গঠনকারী।

যেভাবে আমলটি করবেন-
১। স্বামী-স্ত্রী উভয়ে সহবাসের পূর্বে আল্লাহ তাআলার এ গুণবাচক নাম ‘আল-মুসাওয়িরু’এর জিকির ৭ বার পাঠ করলে আল্লাহর রহমতে নেক সন্তান লাভ করবে।

২। যে স্ত্রী লোকের সন্তান হয় না (বন্ধ্যা) কিংবা সন্তান গর্ভে নষ্ট হয়ে যায়, সে নারী (বন্ধ্যা) ৭ দিন রোজা রেখে প্রত্যেক দিন ইফতারের সময় আল্লাহ তাআলার গুণবাচক এ নাম ‘আল-মুসাওয়িরু’ ২১ বার পড়ে পানিতে ফুঁ দিয়ে ঐ পানির দ্বারা ইফতার করে এবং ইফতারের পর এই পবিত্র নামটি ২১ বার পড়ে, আল্লাহ তাআলা তাকে নেক সন্তান দান করবেন। সন্তান গর্ভে আসলে আল্লাহ তাআলা সে সন্তানকে হিফাজত করবেন।

নামটি পড়ার আগে ও পরে দরূদ শরীফ পড়ে নিবেন।

প্রিয় বোন এই আমলটি ৭ দিন করুন। ইন শাহ আল্লাহ্‌ নেক সন্তান হবে।

ভিডিও টি ভাল লাগলে শেয়ার করে দিবেন !
পরের ভিডিও পেতে Subscribe করে রাখতে পারেন

Комментарии

Информация по комментариям в разработке