ছাদ কৃষি Chad Krishi

Описание к видео ছাদ কৃষি Chad Krishi

ছাদ বাগান । ছাদ কৃষি পদ্ধতি । ছাদ বাগানের মাটি তৈরি। বর্তমানে আমাদের দেশে ছাদ বাগান খুবই জনপ্রিয়। ছাদ বাগানে সবজি চাষ করা হচ্ছে। ছাদ বাগানের জন্য উপযুক্ত গাছ নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ। কারণ ছাদে সকল প্রজাতির গাছ লাগানো যায় না। এজন্য ছাদে গাছ লাগানোর ক্ষেত্রে আপনাকে যথেষ্ট সচেতন হতে হবে। বিশেষ করে আপনি এক্ষেত্রে যারা অভিজ্ঞ তাদের পরামর্শ নিতে পারেন। টবে ও ছাদে ফুল ফল ও সবজির চাষ করা সব থেকে বেশি লাভজনক। ছাদ কৃষি সাধারণত অধিকাংশ ব্যক্তিই সৌখিনতা বসত করে থাকেন। এজন্য এখানে সাধারণত কেউ খুব বেশি লাভ লস হিসাব করে না। তবে টবে গাছ লাগানোর নিয়ম-নীতি আপনাকে অবশ্যই অনুসরণ করতে হবে। অন্যথায় আপনি ভালো ফলন পাবেন না।
ছাদ বাগানের মাটি তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ। টবের মাটি প্রস্তুত প্রণালী সঠিক না হলে আপনার গাছ ভালভাবে বেড়ে উঠতে পারবে না। ছাদে বাগান করার সহজ পদ্ধতি হচ্ছে সঠিকভাবে ছাদ বাগানের মাটি প্রস্তুত করা। ছাদ কৃষি চাষ পদ্ধতি এবং সাধারণ মাটিতে চাষ পদ্ধতি একই। কিন্তু ছাদে চাষাবাদ করলে পরিচর্যা বেশি করা লাগে। গাছে নিয়মিত পানি দিতে হয়, আগাছা পরিষ্কার করতে হয়, রাসায়নিক অথবা জৈব সার প্রয়োগ করতে হয়। এছাড়াও অনেক ছাদে দেখা যায় যে গাছের পাতায় প্রচুর পরিমাণে ধুলোবালি জমে। এগুলি পরিষ্কার করে দিতে হয় অন্যথায় গাছ বৃদ্ধি পেতে পারে না। গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণে সার প্রয়োগ করতে হয় অন্যথায় গাছ মাটি থেকে প্রয়োজনীয় পরিমাণ ভিটামিন সংগ্রহ করতে পারে না। গাছের জন্য ভিটামিন খুবই প্রয়োজনীয় একটি উপাদান।

ছাদ বাগান থেকে আপনি অনায়াসেই আপনার দৈনন্দিন শাকসবজি এবং ফলমূল এর চাহিদা পূরণ করতে পারেন। এজন্য ছাদ বাগানের উপকারিতা অনেক। এছাড়াও আপনার জরুরি মুহূর্তে যে কোন সময় যে কোন ধরনের শাকসবজি অথবা মসলা জাতীয় উপাদানের প্রয়োজন হতে পারে। যেগুলি তৎক্ষণাৎ বাজার থেকে ক্রয় করা সম্ভব হয় না। এ সকল ক্ষেত্রে আপনি আপনার প্রয়োজনীয় উপাদান অনায়াসেই আপনার ছাদ বাগান থেকে সংগ্রহ করতে পারেন। ছাদ কৃষি প্রকল্প দিন দিন আমাদের দেশে বৃদ্ধি পাচ্ছে। ছাদ বাগানের ফল গাছ টাটকা এবং ফরমালিন মুক্ত হয়। ছাদ বাগানের জনপ্রিয়তা বৃদ্ধি পাবার এটি একটি মূল কারণ। অনেকেই বলেন ছাদে বাগান করলে ছাদের কোন ক্ষতি হয় কিনা। এটি আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আপনি যদি সঠিকভাবে টব প্রস্তুত করেন তাহলে আপনার ছাদের কোনই ক্ষতি হবে না।

ছাদ বাগানের উপকরণ আপনি অনায়াসেই আপনার বাড়ির কাছের বাজার থেকে সংগ্রহ করতে পারবেন। যেমনঃ সার, প্রয়োজনীয় কীটনাশক, এছাড়াও বিভিন্ন ধরনের যন্ত্রপাতি। ছাদ বাগান করার আগে আপনাকে আপনার ছাদ বাগানের ডিজাইন সঠিকভাবে করতে হবে। কোথায় কোন গাছ লাগাবেন এগুলির পরিকল্পনা আগে থেকেই করে ফেলতে হবে। ছাদ কৃষির মাটি তৈরি করার পদ্ধতি সম্পর্কে ধারণা নিতে হবে। ছাদে কি কি ফল চাষ করা যায়, টবে কি কি ফুল চাষ করা যায় এগুলি বিষয় সম্পর্কে আগে থেকেই ধারণা নিতে হবে। টব বানানোর পদ্ধতি সম্পর্কেও ধারণা নিতে হবে। টপ বানানোর জন্য আপনি চাইলে টায়ার, টিউ, ড্রাম, মাটির পাত্র, প্লাস্টিকের বোতল, ভাঙ্গা বালতি ইত্যাদি ব্যবহার করতে পারেন।

Комментарии

Информация по комментариям в разработке