Ami Dekhiya Tar Roop, Dilam Prem Jamunai Doob | আমি দেখিয়া তার রূপ,দিলাম প্রেম যমুনায় ডুব

Описание к видео Ami Dekhiya Tar Roop, Dilam Prem Jamunai Doob | আমি দেখিয়া তার রূপ,দিলাম প্রেম যমুনায় ডুব

গান আনন্দ গান প্রানের সুখ গান হৃদয়ের স্পন্দন গান সৃষ্টির একটি দারুন নিদর্শন , আনন্দ আসবেই , নোয়াখালী অঞ্চলের ছেলে রাশেদ যার মনে সুরের সাগর, যে ধারন করে আছে অসংখ্য আদি গান যা আমাদের বাংলাদেশকে আরও সমৃদ্ধ করে আছে আগলে রেখেছে বিশ্বের বুকে ,৩ বোন আর এক ভাই এবং মা বাবার সংসারে অভাব অনটনের ছাপ ,বাবা একটু মানুষিক রোগে ভুগছেন , ক্লাস ৭ পর্যন্ত পরে আর কনটিনিউ করতে পারে নাই রাশেদ , অভাবের সংসারে বাবার অবর্তমানে ছেলেই হাল ধরেছে সংসারেরআমার এক বন্ধুর আছে সে এখন, তাকে আমার বন্ধুর মা গ্রাম থেকে শহরে এনেছে তাকে ভালো একটা স্থানে প্রতিষ্ঠিত করার জন্য , আমার বন্ধুর মাও একজন সঙ্গীতশিল্পী তাই তিনি চেয়েছেন ছেলেটির মঙ্গল , আমার বন্ধুর মা আমাকে যা বললেন রাশেদ যখন গ্রামে গান করতো তখন তার আশে পাশের মানুষ জন তাকে নেশার সংস্পর্শে আসার জন্য চেষ্টা করতো এবং এক পর্যায়ে তাকে ইয়াবা নামক বিষ খাওয়ায়ে দেওয়া হয়। আমার বন্ধুর মা জানতে পেরে তাকে ঢাকা নিয়ে আসেন এবং ট্রিটমেন্ট শুরু করেন, সে এখন ভালো আছে , জন্ডিস ধরা পরেছে যা এখন কিছুটা নিয়ন্ত্রণে , মানুষ আরেকটা প্রতিভা নষ্ট করার জন্য কেমন মরিয়া হয়ে উঠে , মানুষের দাম কমে যাচ্ছে দিন কে দিন , আমাদের রক্ষা করতে হবে আনন্দ আমাদের রক্ষা করতে হবে আদি সংস্কৃতি আমাদের রক্ষা করতে হবে আমাদেরকেই :)
আনন্দ আসবেই ।

Комментарии

Информация по комментариям в разработке