অভিশপ্ত মাথাকাটা দৈত্য ও গ্রামবাসী | Bengali Fairy Tales and Riddles Question | ধাঁধা Point

Описание к видео অভিশপ্ত মাথাকাটা দৈত্য ও গ্রামবাসী | Bengali Fairy Tales and Riddles Question | ধাঁধা Point

অনেক দিন আগের কথা। এক গ্রামে একটি মাথা কাটা দৈতের ছায়া পরেছিলো। গ্রামের লোকজন দৈতের কারনে খুবি আতঙ্কিত ছিল। রাত হতেই তারা সবাই যার যার ঘরে চলে যেতো আর মনে মনে প্রার্থনা করত দৈত যেন তাদের ঘরে প্রবেশ না করে।

(নিতাই)আরে নিতু ঘরের সবগুলো আলো নিভিয়ে দাও। তা না হলে আলো দেখে দৈত আমাদের ঘরে প্রবেশ করতে পারে। নিতু তাড়াতাড়ি সব আলো নিভিয়ে দেয়। তারা দেখতে পায় দুর থেকে একটি মাথাবিহীন দৈত তার মাথাটা হাতে নিয়ে তাদের বাড়ির দিকেই আসছে। একসময় দৈত্যটি তাদের বাড়ির সামনে এলো। তার কাটা মাথাটা বলতে লাগলো।

কই গেলি মুর্খ সব গ্রামবাসী। আমার মাথাটা যারা আলাদা করেছে তাদের কাউকে আমি ছাড়বোনা, এই গ্রামের কাউকেই আমি ছাড়বোনা। এই বলে সে সেখান থেকে চলে যায়। নিতু ও তার স্বামী ঘরের জানালা দিয়ে সবকিছু দেখতে পায়। (নিতাই) প্রভুর কাছে লাখ লাখ শুকুর যে দৈত্যটা আমাদের দেখতে পায়নি। বড় বাচা বেছে গেছি।

পরের দিন সকালে নিতাই ও আর একজন গ্রামবাসী আলাপ করছিল। (দ্বিতীয় ব্যাক্তি) ভাই নিতাই তুমি কি গতরাতে মাথাকাটা দৈতটিকে দেখেছো। (নিতাই) হ্যা ভাই কালকে আমি অল্পের জন্য বেচে গেছি। ওই দৈতটি আমার বাড়ির সামনে এসেই থেমেছিল আর বলছিল যারা ওর মাথা আলাদা করেছে তাদেরসহ এই গ্রামের কাউকেই সে ছাড়বেনা। প্রভুর অনেক কৃপা যে দৈতটি আমাদের দেখতে পায়নি। (দ্বিতীয় ব্যাক্তি) কিন্তু আমি একটা বিষয় বুজতে পারছিনা এই দৈতের মাথা কাটা কেন? (নিতাই) তুমি হয়ত বিষয়টি জাননা। আমার বাবা আমাকে এই দৈত্য সম্পর্কে বলেছে।

অনেক দিন আগে এই দৈতের মাথা কাটা ছিলনা। সে প্রতিদিন আমাদের গ্রামে আসত। আর কাউকে না কাউকে ধরে নিয়ে যেতো। তার এই অত্যাচারে অতিষ্ট হয়ে একদিন কয়েকজন গ্রামবাসী মিলে ওই দৈতকে আক্রমন করে এবং তার মাথা ধর থেকে আলাদা করে ফেলে।
(দ্বিতীয় ব্যাক্তি) তারপর কি হয় ভাই। দৈত্যটি কি মরে যায়?

======================================================

Welcome to the ধাঁধা Point. This channel has been founded for those who love to hear and answer the Bangla puzzle and can also enjoy the story. That's why here the content is decorated with stories and puzzles.

======================================================

► আমাদের সবগুলো ভিডিও একসাথে পাবেন এখানে: https://bit.ly/2EdCVWa

Facebook page: https://bit.ly/2mPVaWh

#দৈত্য #গল্প #ধাঁধাPoint

Комментарии

Информация по комментариям в разработке