নেপাল ভ্রমণে সতর্ক হউন | যে বিষয়গুলো কোন ব্লগার আগে কোনদিন বলেনি | Nepal Travel Experience

Описание к видео নেপাল ভ্রমণে সতর্ক হউন | যে বিষয়গুলো কোন ব্লগার আগে কোনদিন বলেনি | Nepal Travel Experience

উদ্দেশ্য ছিল মানালিতে ঘুরতে যাওয়ার। পাহাড় ধসের কারণে তা হলো না। হুট করে চলে গেলাম নেপালে। যাওয়ার আগের দিনই বেশ কিছু ব্লগারদের ব্লগ ও দেখেছিলাম। কিন্তু আমি এখন যে কথাগুলো শেয়ার করব সেগুলো এর আগে কোন ব্লগার বলেননি ।

মনের মধ্যে ভালো আশা নিয়েই প্রথমে কাঠমান্ডুতে অবস্থান করলাম। হোটেলে ঢুকে যখন দেখি মেনু কার্ডে খাবারের দাম এতটা বেশি তখনও কিন্তু বুঝতে পারিনি যে পুরোটা ট্রিপেই আমাদেরকে এত বেশি ভোগান্তি পোহাতে হবে।

হ্যাঁ এতক্ষণ ধরে আপনারা ঠিকই পড়েছেন। আমি নেপালের খাবারের দাম নিয়ে কথা বলছি। কোন একটা দেশের খাবারের দাম বেশি হতে পারে। তবে তা লোকাল মানুষদের জন্য একদাম এবং পর্যটকদের জন্য অন্যরকম দাম এটা কিন্তু হওয়াটা একটু অস্বাভাবিক।

যেমন ধরেন ১ লিটার পানির বোতলের দাম ৩০ টাকা। বোতলের গায়ে ৩০ টাকা লেখা থাকলেও আপনার কাছ থেকে নিবে ৬০ টাকা। আর যখন জিজ্ঞেস করবেন এত টাকা দাম কেন তখন তারা কোনভাবেই সদ উত্তর দিতে পারবে না।

একই অবস্থা কোল্ডড্রিক্স কেনার ক্ষেত্রে। যেখানে হাফ লিটার কোল্ড্রিংসের দাম ৬০ টাকা লেখা আছে সেখানে আপনার কাছ থেকে হাতিয়ে নেবে ১২০ টাকা থেকে ১৫০ টাকা।

ফলের দোকানেও একই অবস্থা যখনই বুঝতে পারবে পর্যটক তখনই দাম ডাবলেরও বেশি বাড়িয়ে দিবে।

আমরা মাছে ভাতে বাঙালি। তাই যেখানেই যায় না কেন ভাত খাওয়ার চেষ্টা করি।
আপনারা কি কেউ বিশ্বাস করতে পারবেন একজনের খাওয়ার মত ভাত যার দাম ৩০০ টাকা।
আর যদি কোন কমা মানের রেস্টুরেন্টে যান তাহলে সর্বনিম্ন ২০০ টাকা।
এক প্লেট ফ্রাইড রাইসের দাম ৩৫০ টাকা। এক প্লেট ভেজ বিরিয়ানির দাম ৩৫০ টাকা। যা আপনারা একজনে খেতে পারবেন।
২০ টাকার এক প্যাকেট ইনস্ট্যান্ট নুডুলস রান্না করে দিয়ে আপনার কাছ থেকে হাতিয়ে নিবে দেড়শ টাকা। তবে আমরা ৮০ টাকা তেও পেয়েছি।
এক পিস রুটির দাম ৬০ টাকা।
যেকোনো এক রকম কারি যেমন এগ কারি অথবা ফিসকারী সাথে এক প্লেট সাদা ভাত এর দাম নিবে ৪৫০ টাকা।

তবে সবচেয়ে অবাক করা বিষয় হল কোন পণ্যের গায়ে দাম লেখা আছে একরকম আর আপনার কাছ থেকে নিচ্ছে অন্যরকম। কিন্তু সেটা তদারকি করার মত কেউ নেই। আপনি কোথাও কমপ্লেন ও করতে পারবেন না। কারণ এভাবেই তো অরাজকতার সৃষ্টি হয়েছে। আর চলছে বিশাল বড় রকমের সিন্ডিকেট।

চলুন খাবারের কথা তো অনেক হলো এবার যাওয়া যাক ট্যাক্সি ভাড়ার দিকে।
কাঠমান্ডু থেকে যখন পোখরার টুরিস্ট বাস্ট টপেজে নামলাম, তখন ট্যাক্সি ঠিক করে হোটেলে আসতে আমাদের খরচ হলো ৪০০ নেপালি রুপি। আর দূরত্ব কতটুকু জানেন আড়াই কিলোমিটার। আর ওখানে এমনই সিন্ডিকেট যে একজন ট্যাক্সি আলা একটা ভাড়া বলে দিলে আপনি বারগেন করেও ভাড়াটা আর কমাতে পারবেন না।

একটা চায়ের দোকানের গল্প বলি। এক কাপ দুধ চা কিনেছিলাম ৩০ টাকা দিয়ে। ঠিক আধা ঘন্টা পরে ওই দোকান থেকেই যখন আবার এক কাপ চা কিনতে যায় তখন তিনি বলে ৫০ টাকা দিতে হবে। আমি যখন বললাম আমি তো একটু আগেই ৩০ টাকা দিয়ে কিনেছি তখন সে বলল ঠিক আছে তাহলে তাই দিন।

এক কথায় বলতে গেলে যার কাছে ঠিক যেরকম পারছে সেরকম করে গলা কাটছে।

সারাংকোট গিয়েছিলাম। সেখানকার এক্সপেরিয়েন্স আরো ভয়াবহ। যখন আমরা কেবল কারের টিকিট কাটি তখন ওখানে বাচ্চাদের জন্য বয়স নির্ধারণ করা ছিল। আমার সামনে দিয়েই যারা নেপালি তাদের বাচ্চাদের টিকিট তারা কাটতে বলেনি। কিন্তু আমার বাচ্চা তাদের চেয়ে ছোট হওয়ার পরেও টিকিট কাটতে হয়েছে। আপনি কোন রেস্টুরেন্টে ঢুকে শুধু স্ন্যাক্স আইটেম খেতেই আপনার খরচ পড়ে যাবে ৪০০ থেকে ৫০০ টাকা এক জনের জন্য। ওই যে ভিউ দেখতে দেখতে খাবার এনজয় করবেন। কিন্তু তার দাম কি এতটা হওয়া উচিত?

খুব অবাক হয়েছি। আমি জানতাম যে নেপাল পুরোটাই টুরিস্টদের ওপর আর্থিক ভাবে নির্ভরশীল। তাই বলে যে যেভাবে পারছে সেভাবে টাকা হাতিয়ে নিচ্ছে এটা দেখে আমি খুব অবাক হয়েছি।

ভিডিওটি আমি জাস্ট সতর্কতার জন্য করেছি। আমরা নেপালে যাওয়ার আগে যে বিষয়গুলো জানতাম না সেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাজে আসবে।

আর ভিডিওটির মাধ্যমে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আর হ্যাঁ চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না।

#NepalTravel
#ExploreNepal
#NepalAdventure
#VisitNepal
#NepalVlog
#Himalayas
#TrekkingInNepal
#NepalTourism
#MountEverest
#NepalDiaries
#BeautifulNepal
#NepalCulture
#NepalJourney
#NepalHike
#NepalVacation
#NepalExplorer
#NepalHimalayas
#NepalAdventures
#NepalScenery
#NepalTrek
#ScamInNepal

Комментарии

Информация по комментариям в разработке