হজের প্রস্তুতি: কী কী জানা উচিত?

Описание к видео হজের প্রস্তুতি: কী কী জানা উচিত?

প্রচুর টাকা-পয়সা ব্যয় ও শারীরিক কষ্ট সহ্য করে হজ থেকে ফেরার পর যদি আলেমের কাছে গিয়ে বলতে হয়, ❛আমি এই ভুল করেছি, আমি ওই ভুল করেছি, দেখুন তো কোন পথ করা যায় কি-না❜, তবে তা দুঃখজনক নয় কি?
আর তাই হজে যাবার সিদ্ধান্ত নেবার পর প্রথম যে কাজ সেটা হচ্ছে - হজে করনীয় ও বিধিনিষেধ সমুহ সঠিকভাবে জেনে নেওয়া।
অনেকেই আছেন যারা মনে করেন যে সবাই যা করবে তাই দেখে দেখে করলেই হজ হয়ে যাবে অথচ হজের কোন একটি আহকাম সঠিকভাবে না হলে হজ বাতিল হয়ে যাবে।
আর তাই উত্তম হচ্ছে - হজের আহকাম সম্পর্কিত বই নিয়ে পড়া অথবা হজ সম্পর্কিত বিভিন্ন স্কলারের লেকচার শোনা। আর এটি হজ সফরের আগে থেকে শুরু করে হজ শেষ না হওয়ার আগ পর্যন্ত নিয়মিতভাবে চালিয়ে যাওয়া যেন অন্তরের ভিতর তা গেঁথে যায়।

#hajj #hajjwithshakur #hajprep #haj

Комментарии

Информация по комментариям в разработке