এই সময় গোলাপ গাছের সঠিক পরিচর্যা বিষয়ক আলোচনা /Rose plant care/

Описание к видео এই সময় গোলাপ গাছের সঠিক পরিচর্যা বিষয়ক আলোচনা /Rose plant care/

#Rooftop_Rose_Garden #rooftop_farming

আমাদের পছন্দের অত্যন্ত ফুলগাছ একটি সবাই চেষ্টা করি তা নয় বারবার চেষ্টা করি কিন্তু মরে যায় সেই গাছ বাঁচানোর জন্য এবছর উঠে পড়ে লেগেছে আমরা।

এই সময় সঠিক যত্ন ও পরিচর্যার প্রয়োজন গোলাপ গাছের সেই সঠিক যত্ন কি নিজে হবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

একটু ধৈর্য ধরে দেখুন ও কিছু কিছু জিনিস লিখে রাখুন যারা গোলাপ গাছ করছেন।

ভালো বাগান করা বাধ্যতামূলক হয়ে গিয়েছে আমাদের কাছে সবাই একটা চ্যালেঞ্জের মধ্যে পড়ে গেছি কোনটা করলে ভালো কাজ হবে সেই বিষয়ে খুঁটিনাটি তথ্য আমরা সবসময় দিতে থাকছি।
রোজ দুপুর একটায় নতুন কিছু দেখানো হয় এই চ্যানেলে একটু ফলো করলে ভালো বাজান করা সকলের পক্ষে সম্ভব হবে।

Комментарии

Информация по комментариям в разработке