Express Train In Bangladesh || সবচেয়ে কম খরচে উত্তরবঙ্গ থেকে ঢাকায় || Nilsagar Express Train

Описание к видео Express Train In Bangladesh || সবচেয়ে কম খরচে উত্তরবঙ্গ থেকে ঢাকায় || Nilsagar Express Train

Express Train Journey || সবচেয়ে কম খরচে উত্তরবঙ্গ থেকে ঢাকায় || Nilsagar Express Train

নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি বাংলাদেশ রেলওয়ের পরিচালিত একটি আন্তঃনগর ট্রেন। ট্রেনটি ঢাকা ও চিলাহাটির মধ্যে যাতায়াত করে। এই ট্রেনটি প্রথমে নীলফামারী হতে ক্যান্টনমেন্ট এর মধ্যে যাতায়াত করতো পরে তা চিলাহাটি এবং ঢাকা কমলাপুর পর্যন্ত বর্ধিত করা হয়। এই ট্রেনের ভ্রমণ দূরত্ব ৫২৬ কিলোমিটার এবং যাত্রাপথে সময় লাগে ৯ থেকে ১০ ঘণ্টার মতো।সোমবার বাদে প্রতিদিন ঢাকা থেকে ট্রেনে চিলাহাটি এর উদ্দেশ্যে ছেড়ে যায় সকাল 6 টা 40 মিনিটে এবং চিলাহাটি স্টেশন এ পৌছায় দুপুর 3 টা 5 মিনিটে।আবার ওদিকে রবিবার বাদে প্রতিদিন চিলাহাটি থেকে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় রাত 8:00 এবং ঢাকা কমলাপুর স্টেশনে পৌঁছার সকাল 5 টা 30 মিনিটে।



subscribe our channel
the food and travel reviewer

Комментарии

Информация по комментариям в разработке