সন্তানপ্রাপ্তি ,বিবাহ ,চাকরি ,দাম্পত্যশান্তি সকল মনোস্কামনা পূর্ণ হবে এই মন্দিরে এলে | SAFOR

Описание к видео সন্তানপ্রাপ্তি ,বিবাহ ,চাকরি ,দাম্পত্যশান্তি সকল মনোস্কামনা পূর্ণ হবে এই মন্দিরে এলে | SAFOR

#safor
বাবা বড়কাছারী মন্দির হল গ্রামবাংলার লৌকিক ধ্যানধারণা ও বিশ্বাসে প্রতিষ্ঠা পাওয়া হিন্দুদের পূজার্চনার স্থল। পরমেশ্বর শিব এখানে পূজিত হন। বর্তমানে এটি স্থানীয় মানুষের গ্রামীণ জীবনচর্যায় এক বিশেষ স্থান অর্জন করেছে। এটি পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার বিষ্ণুপুর থানার বাখরাহাটের নিকটস্থ ঝিকুরবেডিয়া গ্রামে অবস্থিত।প্রতি শনি ও মঙ্গলবার বেশ ধুমধাম সহ পূজা হয়। বহু দূরদূরান্ত হতে ভক্তমানুষেরা আসেন নিজের নিজের মনস্কামনা নিয়ে পুজো দিতে। তারা এক ছোট্ট কাগজে তাদের প্রার্থনা দরখাস্তের আকার লিখে মন্দিরের গায়ে বেঁধে দেন। দুঃখকষ্ট লাঘব হয়, মনোবাঞ্ছাও পূরণ হয়। জনসমাগম বৃদ্ধির কারণে বর্তমানে প্রতিদিনই হাজার হাজার মানুষ আসেন পুজো দিতে। সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তরের আর্থিক সহায়তায় মন্দিরের প্রবেশদ্বারে একটি তোরণ নির্মাণ সহ সংস্কারের কাজ স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে সম্পন্ন হয়েছে। আসল পূজাস্থান তথা মন্দিরটি সামান্য বেদী বা মঞ্চের আকারে হলেও তোরণটি নির্মাণে বাংলার চার চালা স্থাপত্য রীতি ব্যবহার করা হয়েছে।

সফর .এই চ্যানেলের মাধ্যমে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সমস্ত তীর্থক্ষেত্র -জাগ্রত মন্দির জনপ্রিয় জায়গা গুলো আপনাদের সামনে নিয়ে আসবো.. চাক্ষুষ ভ্রমণের সাথে সাথেই আপনারাও সেই সব মন্দির ধর্মীয় স্থান সহ ভ্রমণের জায়গা সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে পারবেন.
সাথে থাকবেন ,ভ্রমনের এই চ্যানেলটি আপনাদের অবশই সঠিক তথ্য , ঠিকানা জানাবে ।
If you find this video helpful, then please like, comment & share
And Dont Forget to Subscribe !
   / @safor5094  
Keep Support! :)

Copyright © Safor
All Rights Reserved

Комментарии

Информация по комментариям в разработке