"মাধবদী সেচ্ছাসেবী সংগঠন ফোরাম আয়োজিত কক্সবাজার সফর – ২০২৫” এর অংশ হিসেবে আমরা মাধবদী পৌরসভার ৪০টিরও বেশি সংগঠনের সম্মানিত সদস্যদের মিলনমেলা, ভ্রাতৃত্ব আর ভালোবাসার এক আবেগঘন যাত্রায় অংশ নিয়েছিলাম। তবে এই আনন্দযাত্রার সাথে যুক্ত হয়েছিল একটি মহৎ উদ্দেশ্য - আমাদের প্রিয় সাগরকন্যা কক্সবাজার সমুদ্র সৈকতকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা।
আমাদের ৫০ জনেরও বেশি সদস্যের দুটি দল প্রায় ৪ কিলোমিটার সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে। পলিথিন, কোকের বোতল, পেপসি, আরসি, কোকা কোলার বোতল এবং অন্যান্য আবর্জনা যা সৈকতের সৌন্দর্য নষ্ট করছিল, আমরা সেগুলো পরিষ্কার করেছি।
যারা সমুদ্র সৈকতকে নোংরা করেন এবং অসুন্দর করে তোলেন, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই: আমাদের এই পৃথিবী আমাদেরই ঘর। আমরা যদি সবাই মিলে সমুদ্র সৈকতকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি, তাহলে আমাদের সাগরকন্যা আরও সুন্দর থাকবে। এতে দেশ-বিদেশ থেকে আরও বেশি পর্যটক ভ্রমণে আসবে এবং আমরা একটি সুস্থ ও সুন্দর পরিবেশ উপভোগ করতে পারব।
আসুন, আমরা সবাই মিলে আমাদের পরিবেশকে পরিচ্ছন্ন রাখার শপথ নিই। এই ভিডিওটি আমাদের সেই প্রচেষ্টারই একটি অংশ।
Madhabdi Volunteer Forum, Cox's Bazar, Clean-up Drive, Sea Beach, Bangladesh, Volunteering, Environmental Protection, Tourist Spot, Plastic Waste, Beach Cleaning, Community Service, Save the Ocean, Narsingdi, Madhabdi Pourashava, 2025, Travel, Tourism, Awareness, Pollution, Responsible Tourism, সাগরকন্যা, কক্সবাজার, মাধবদী সেচ্ছাসেবী সংগঠন ফোরাম, পরিচ্ছন্নতা অভিযান, সমুদ্র সৈকত, বাংলাদেশ, স্বেচ্ছাসেবা, পরিবেশ সুরক্ষা, পর্যটন, প্লাস্টিক বর্জ্য, বিচ ক্লিনিং, পরিবেশ দূষণ, নরসিংদী, মাধবদী পৌরসভা, সচেতনতা, ভ্রমণ।
#মাধবদীসেচ্ছাসেবী_সংগঠনফোরাম #কক্সবাজার_পরিচ্ছন্নতাঅভিযান #সাগরকন্যা #পরিবেশবান্ধব #স্বেচ্ছাসেবা #কক্সবাজার #পরিচ্ছন্নতা #সমুদ্রসৈকত #পরিষ্কার_পরিচ্ছন্নতা #ভ্রমণ #পর্যটন #বাংলাদেশ #Madhabdi_VolunteerForum #CoxsBazar_CleanUp #SaveThe_Ocean #Clean_Beach #Volunteer_Work #CoxsBazar #Bangladesh_Tourism #Environmental_Protection
Информация по комментариям в разработке