সুখবর। সুখবর। সুখবর
Dhaka Mass Transit Company Limited (DMTCL) এর নিয়ন্ত্রণাধীণ Metro Rail এর মিরপুর কাজীপাড়া ষ্টেশন আজ থেকে চালু হয়েছে।
#MetroRailDhaka
আমি আজ মেট্রোরেল এর কাজীপাড়া ষ্টেশন থেকে আগারগাঁও ষ্টেশন পর্যন্ত ভ্রমণ করলাম।
মাত্র ২-২.৫ মিনিট সময়ের মধ্যে কাজীপাড়া থেকে আগারগাঁও পৌছে গেলাম।
ভাড়া মাত্র ২০ টাকা। এমআরটি দীর্ঘমেয়াদি পাসের জন্য ১০% Discount পাওয়া যাবে।
বর্তমানে আজ থেকে যারা কাজীপাড়া থেকে আগারগাঁও ও কাজীপাড়া থেকে মিরপুর ১০, ১১, ১২ (পল্লবী) সহ উত্তরা দক্ষিন, উত্তরা মধ্য ও উত্তরা উত্তর পর্যন্ত ভ্রমণ করতে চান তারা খুব সহজেই মেট্রোরেল এ করে এ সকল নির্ধারিত স্থানে যেতে পারবেন।
মেট্রোরেল এর ভাড়ার তালিকা:
উত্তরা নর্থ স্টেশন (দিয়াবাড়ি) থেকে আগারগাঁও স্টেশনের ভাড়া হবে ৬০ টাকা। মাঝে মেট্রোরেলের আরও সাতটি স্টেশন রয়েছে। উত্তরা নর্থ স্টেশন থেকে উত্তরা সেন্টার ও উত্তরা সাউথ স্টেশনের ভাড়া একই, ২০ টাকা। এ ছাড়া প্রথম স্টেশন (উত্তরা নর্থ) থেকে পল্লবী ও মিরপুর-১১ স্টেশনের ভাড়া ৩০ টাকা, মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনের ভাড়া ৪০ টাকা এবং শেওড়াপাড়া স্টেশনের ভাড়া ৫০ টাকা।
পল্লবী স্টেশন থেকে মিরপুর-১১, মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনের ভাড়া ২০ টাকা। পল্লবী থেকে শেওড়াপাড়া ও আগারগাঁও স্টেশনের ভাড়া ৩০ টাকা। মিরপুর-১০ নম্বর থেকে ফার্মগেট ৩০ টাকা ও কারওয়ান বাজার স্টেশনে ভাড়া লাগবে ৪০ টাকা। মিরপুর–১০ স্টেশন থেকে শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাড়া ৫০ টাকা। মিরপুর-১০ থেকে সচিবালয় ও মতিঝিল স্টেশনে যেতে ৬০ টাকা লাগবে। আর কমলাপুর স্টেশনে যেতে বাড়তি ১০ টাকা অর্থাৎ ৭০ টাকা ভাড়া দিতে হবে।
ফার্মগেট স্টেশন থেকে উঠে কারওয়ান বাজারে নামলেও এক স্টেশন থেকে আরেক স্টেশনের সর্বনিম্ন ২০ টাকা ভাড়া দিতে হবে। তবে একই ভাড়া দিয়ে যাওয়া যাবে শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন পর্যন্ত। আর ফার্মগেট থেকে সচিবালয় ও মতিঝিল স্টেশনের ভাড়া ৩০ এবং কমলাপুরের ৪০ টাকা।
কমলাপুর স্টেশন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন পর্যন্ত ভাড়া ২০ টাকা। মাঝখানে দুটি স্টেশন—মতিঝিল ও সচিবালয়ের ভাড়াও একই। আর কমলাপুর স্টেশন থেকে শাহবাগ ও কারওয়ান বাজারের ভাড়া ৩০ টাকা, ফার্মগেট ৪০ টাকা, বিজয় সরণি ও আগারগাঁও ৫০ টাকা, শেওড়াপাড়া ৬০ টাকা, কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশন ৭০ টাকা, মিরপুর-১১ ও পল্লবী ৮০ টাকা এবং উত্তরা সাউথ স্টেশনের ভাড়া ৯০ টাকা।
মেট্রোরেলের ভাড়ার তালিকা
মেট্রোরেলের সর্বনিম্ন ভাড়া ২০ টাকা। এরপর প্রতি দুই স্টেশন পর ১০ টাকা করে ভাড়া যোগ হবে। উত্তরা স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত ভাড়া হবে ৬০ টাকা।
উত্তরা নর্থ থেকে:
উত্তরা সেন্টার ২০ টাকা,
উত্তরা সাউথ ২০ টাকা,
পল্লবী ৩০ টাকা,
মিরপুর-১১ নম্বর ৩০ টাকা,
মিরপুর-১০ নম্বর ৪০ টাকা,
কাজীপাড়া ৪০ টাকা,
শেওড়াপাড়া ৫০ টাকা এবং
আগারগাঁও ৬০ টাকা।
উত্তরা সেন্টার থেকে:
উত্তরা নর্থ ২০ টাকা,
উত্তরা সাউথ ২০ টাকা,
পল্লবী ২০ টাকা,
মিরপুর-১১ নম্বর ৩০ টাকা,
মিরপুর-১০ নম্বর ৩০ টাকা,
কাজীপাড়া ৪০ টাকা,
শেওড়াপাড়া ৪০ টাকা এবং
আগারগাঁও ৫০ টাকা।
উত্তরা সাউথ থেকে:
উত্তরা সেন্টার ২০ টাকা,
উত্তরা নর্থ ২০ টাকা,
পল্লবী ২০ টাকা,
মিরপুর-১১ নম্বর ২০ টাকা,
মিরপুর-১০ নম্বর ৩০ টাকা,
কাজীপাড়া ৩০ টাকা,
শেওড়াপাড়া ৪০ টাকা এবং
আগারগাঁও ৪০ টাকা।
পল্লবী থেকে:
উত্তরা সাউথ ২০ টাকা,
উত্তরা সেন্টার ২০ টাকা,
উত্তরা নর্থ ৩০ টাকা,
মিরপুর-১১ নম্বর ২০ টাকা,
মিরপুর-১০ নম্বর ২০ টাকা,
কাজীপাড়া ২০ টাকা,
শেওড়াপাড়া ৩০ টাকা এবং
আগারগাঁও ৩০ টাকা।
মিরপুর-১১ নম্বর থেকে:
পল্লবী ২০ টাকা,
উত্তরা সাউথ ২০ টাকা,
উত্তরা সেন্টার ৩০ টাকা,
উত্তরা নর্থ ৩০ টাকা,
মিরপুর-১০ নম্বর ২০ টাকা,
কাজীপাড়া ২০ টাকা,
শেওড়াপাড়া ৩০ টাকা এবং
আগারগাঁও ৩০ টাকা।
মিরপুর-১০ নম্বর থেকে:
মিরপুর-১১ নম্বর ২০ টাকা,
পল্লবী ২০ টাকা,
উত্তরা সাউথ ৩০ টাকা,
উত্তরা সেন্টার ৩০ টাকা,
উত্তরা নর্থ ৪০ টাকা,
কাজীপাড়া ২০ টাকা,
শেওড়াপাড়া ২০ টাকা এবং
আগারগাঁও ২০ টাকা।
কাজীপাড়া থেকে:
মিরপুর-১০ নম্বর ২০ টাকা,
মিরপুর-১১ নম্বর ২০ টাকা,
পল্লবী ২০ টাকা,
উত্তরা সাউথ ৩০ টাকা,
উত্তরা সেন্টার ৪০ টাকা,
উত্তরা নর্থ ৪০ টাকা,
শেওড়াপাড়া ২০ টাকা এবং
আগারগাঁও ২০ টাকা।
শেওড়াপাড়া থেকে:
কাজীপাড়া ২০ টাকা,
মিরপুর-১০ নম্বর ২০ টাকা,
মিরপুর-১১ নম্বর ২০ টাকা,
পল্লবী ৩০ টাকা,
উত্তরা সাউথ ৪০ টাকা,
উত্তরা সেন্টার ৪০ টাকা,
উত্তরা নর্থ ৫০ টাকা এবং
আগারগাঁও ২০ টাকা।
আগারগাঁও থেকে:
শেওড়াপাড়া ২০ টাকা,
কাজীপাড়া ২০ টাকা,
মিরপুর-১০ নম্বর ২০ টাকা,
মিরপুর-১১ নম্বর ৩০ টাকা,
পল্লবী ৩০ টাকা,
উত্তরা সাউথ ৪০ টাকা,
উত্তরা সেন্টার ৫০ টাকা এবং
উত্তরা নর্থ ৬০ টাকা।
আমারা যারা কাজীপাড়ায় বসবাস করি তাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয় এটি।
আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এই মহৎ, যুগউপযোগী ও আধুনিক যোগাযোগ ব্যবস্থা চালু করার জন্য সরকার ও সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি।
এ সংক্রান্ত সকল আপডেট পেতে এবং আমার আজকের ভ্রমণের সম্পূর্ণ ভিডিও দেখতে আমার ফেইজবুক পেইজ ও ইউটিউব চ্যানেল ভিজিট করে পাশে থাকুন।
ধন্যবাদ।
Apple's Guide
Facebook Page Link: https://www.facebook.com/profile.php?...
আমার ইউটিউব চ্যানেল লিং: / applesguide
Информация по комментариям в разработке