এপেনডিসাইটিস কি? এর কারণ, লক্ষণ ও তার ঘরোয়া সমাধান!!

Описание к видео এপেনডিসাইটিস কি? এর কারণ, লক্ষণ ও তার ঘরোয়া সমাধান!!

তলপেটে হঠাৎ করে ব্যথা উঠলেই অনেকে মনে করে থাকেন এপেন্ডিসাইটিসের ব্যথা। পেটে ব্যথা এপেন্ডিসাইটিস ছাড়াও বহুবিধ কারণে হতে পারে। তবে এমন কিছু লক্ষন রয়েছে যেগুলো দেখে সহজেই আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার #এপেনডিসাইটিস হয়েছে নাকি অন্য কোন সমস্যা। আজকের এই ভিডিওতে এমনই কিছু গুরুত্তপুর্ন তথ্য জানতে পারবেন এবং এর থেকে মুক্তি পাওয়ার উপায়ও।

এপেন্ডিসাইটিস কি?

#এপেন্ডিক্স হচ্ছে ২ থেকে ২০ সে.মি. দৈর্ঘের নলাকার একটি অঙ্গ। এটি বৃহদন্ত্রের সাথে সংযুক্ত অবস্থায় থাকে। যদি কোনো কারণে এপেন্ডিক্সের মধ্যে ইনফেকশন হয়, তখন এটি ফুলে যায় এবং প্রদাহ হয়। একেই এপেন্ডিসাইটিস বলে।

এপেন্ডিসাইটিস কেন হয়?

অনেক ক্ষেত্রে এ্যাপেন্ডিসাইটিস জন্ম বা বংশগত কারণেও হয়ে থাকে। পরিবারে পূর্বে কারো এই রোগটি হয়ে থাকলে তবে শিশুদের এই রোগটি হতে পারে। ফাইবার জাতীয় খাবার কম খেলে এবং রিফাইন্ড কার্বোহাইড্রেট সমৃদ্ধ বেশি খেলে এপেন্ডিসাইটিস হওয়ার ঝুঁকি বেড়ে যায়।

এপেন্ডিসাইটিস এর লক্ষণ কি কি?

এপেন্ডিসাইটিসের ব্যথা প্রায়ই পেটের ডান পাশে উৎপন্ন হয়। সাধারণত নাভির কাছাকাছি অংশে অস্বস্তি হয় যা আস্তে আস্তে পেটের নীচের অংশে যেতে থাকে। তীক্ষ্ণ ব্যথার সাথে সাথে যদি পেট ফুলে যায় তাহলে সেটা এপেন্ডিসাইটিসের কারণে হতে পারে।

বমি বমি ভাবের সাথে পেটে ব্যথা হয় ও সাথে সাথে বমিও হয় এবং কিছু সময় পর যদি প্রশমিত না হয় তাহলে তা এপেন্ডিসাইটিসকেই নির্দেশ করে।

এপেন্ডিসাইটিস হলে হজমের সমস্যা হতে দেখা যায় যেমন- ডায়রিয়া হতে পারে অথবা কোষ্ঠকাঠিন্য হতে পারে।

এপেন্ডিসাইটিসের ফলে নিম্নমাত্রার জ্বর হতে পারে যা ১০০ ডিগ্রী ফারেনহাইটের নীচে থাকে। আবার শরীর ঠাণ্ডাও হয়ে যেতে পারে।

এপেন্ডিসাইটিস হলে অবহেলা না করে দ্রুত বিশেষজ্ঞ #চিকিৎসকের_পরামর্শ নিতে হবে।

----------------------------------------------------------------------------
গুরুত্বপূর্ণ সকল স্বাস্থ্য টিপস পেতে আমাদেরকে Follow করতে পারেন।
Facebook:   / healthbartacom  
Twitter:   / bartahealth  

Комментарии

Информация по комментариям в разработке