মাত্র 10 মিনিটে তৈরি খুব সহজে খিরসা পাটিসাপটা রেসিপি।Easy patisapta recipe made in just 10 minutes.

Описание к видео মাত্র 10 মিনিটে তৈরি খুব সহজে খিরসা পাটিসাপটা রেসিপি।Easy patisapta recipe made in just 10 minutes.

আসসালামুয়ালাইকুম।
RF kitchen.এ আপনাদেরকে স্বাগতম।
আজকে নিয়ে এসেছি অনেক সহজেই খুবই অল্প সময়ে কিভাবে পারফেক্ট পাটিসাপটা পিঠা বাসায় বানিয়ে নিতে পারবেন সেই রেসিপি নিয়ে। আর এই পাটিসাপটা পিঠা দেখতে যেমন সুন্দর খেতেও তেমন মজা।

উপকরন:-
১. একটি মিক্সিং বোল নিতে হবে।
২. এক কাপ আতপ চালের গুড়া।
৩. ১/৪ কাপ ময়দা।
৪.১ টেবিল স্পুন গুঁড়া দুধ।
৫.১/৩ কাপ চিনি।
৬.১/২ চা চামচ লবণ।
৭.১/২ থেকে একটু বেশি পানি।
৮. ২ কাপ দুধ।
৯. ২টা এলাচ।
১০. ১/৩ কাপ চিনি।
১১. দুই চা চামচ চালের গুড়ার সঙ্গে এক টেবিল চামচ পানি দিয়ে গুলিয়ে সে মিশ্রণটুকু।

Комментарии

Информация по комментариям в разработке