#

Описание к видео #

Our Friday Tour...

চুনাখোলা মসজিদ বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদ থেকে প্রায় এক মাইল উত্তর-পশ্চিমে অবস্থিত। এটি একগম্বুজবিশিষ্ট বর্গাকৃতির মসজিদ। চুনাখোলা গ্রামে অবস্থিত বলেই এর এরূপ নামকরণ হয়েছে। প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক মসজিদটির ব্যাপক মেরামত ও সংস্কার করা হয়েছে।

বাসস্ট্যান্ড থেকে ষাট গম্বুজ মসজিদ সাত কিলোমিটার এবং খানজাহান আলীর (রহ.) সমাধিসৌধ থেকে ৩ কিলোমিটার দূরে পশ্চিমে ষাট গম্বুজ মসজিদ চত্বর। রিকশাভাড়া ৩০ টাকা। ষাটগম্বুজ মসজিদের উত্তর-পশ্চিম দিকেরে পথ ধরে ঘোড়া দিঘির পাস দিয়ে সোজা পশ্চিমের পথে যেতে হাতের বামে চোখে পড়বে বিবি বেগনী মসজিদ। আরেকটু ভিতরে গেলে চুনাখোলা মসজিদ দেখতে পাওয়া যায়

বিবি বেগনি মসজিদ:

বিবি বেগনি মসজিদ বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ এর পশ্চিমে সিকি মাইলেরও কম দূরত্বে ঘোড়াদিঘির পাড়ে অবস্থিত একটি বৃহদাকার এক গম্বুজবিশিষ্ট মসজিদ। স্থানীয়ভাবে এটি বিবি বেগনি মসজিদ নামে পরিচিত। বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক মসজিদটি ব্যাপক সংস্কারসহ মসজিদের মূল পরিকল্পনার আদলে পুনঃনির্মিত হয়েছে।
মসজিদটি বিবি বেগনি নামে একজন নারী কর্তৃক নির্মিত, যাঁর পরিচয় সুনির্দিষ্টভাবে জানা যায় নি। স্থানীয় একটি জনশ্রুতি মতে, তিনি ছিলেন খান জাহানের পত্নীদের একজন।

Комментарии

Информация по комментариям в разработке