তড়িৎ চৌম্বকীয় বল বলতে কী বোঝ নবম শ্রেণী,পদার্থ,অধ্যায় -বল Part -9, ( Electromagnetic Force)

Описание к видео তড়িৎ চৌম্বকীয় বল বলতে কী বোঝ নবম শ্রেণী,পদার্থ,অধ্যায় -বল Part -9, ( Electromagnetic Force)

তড়িৎ চৌম্বকীয় বল বলতে কী বোঝ?
সাধারনত, দুটি চার্জিত বা আহিত কণা তাদের আধানের কারণে একে অপরের ওপর যে আকর্ষণ বা বিকর্ষণ বল প্রয়োগ করে তাকে তড়িৎ চৌম্বকীয় বল বলে।

অথবা

সাধারনত, দুটি চার্জিত বা আহিত কণা যখন স্থিরাবস্থায় থাকে তখন তাদের মাঝে তড়িৎ বল কাজ করে।

কিন্তু এই কণাদ্বয় যখন গতিশীল হয় তখন তাদের মাঝে তড়িৎ বল ছাড়াও আরেকটি বল কাজ করে যা হলো চৌম্বক বল। এই দুইয়ের সমন্বয়ে যে বল তৈরি হয় সেটাই হলো তড়িৎ-চৌম্বকীয় বল।


-------------


মোঃ মনিরুজ্জামান (জুয়েল)
অনার্স -পদার্থ বিজ্ঞান
সরকারী তিতুমীর কলেজ, ঢাকা

Present Address:
Sector -12 , Road -01, Uttara, Dhaka.

-----------

Комментарии

Информация по комментариям в разработке