সমুদ্রকন্যা খ্যাত বিশ্ববিখ্যাত কক্সবাজারের ইতিহাস ও ঐতিহ্য।

Описание к видео সমুদ্রকন্যা খ্যাত বিশ্ববিখ্যাত কক্সবাজারের ইতিহাস ও ঐতিহ্য।

সমুদ্রকন্যা খ্যাত বিশ্ববিখ্যাত কক্সবাজারের ইতিহাস ও ঐতিহ্য। এই জেলার প্রাচীন নাম পালংকী। ১৭৯৯ খ্রিষ্টাব্দে তৎকালিন ইংরেজ অফিসার কাপ্টেন হিরাম কক্স এখানে একটি বাজার বসান, পরবর্তে তাঁর নামেই এই কক্সবাজার নামে উৎপত্তি। কক্সবাজার সদর, রামু, উখিয়া, টেকনাফ, চকরিয়া, পেকুয়া, মহেশখালী ও কুতুবদিয়াসহ ৮টি উপজেলা, ৪টি সংসদীয় আসন, ৪টি পৌরসভা এই কক্সবাজারে। ২,৪শত ৯১ বর্গ কিলোমিটার আয়তনের এই পর্যটন নগরী সমুদ্রকন্যা হিসেবে পরিচিত। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত বুকে ধারণ করা এই কক্সবাজারে বঙ্গোপসাগর ছাড়াও বাঁকখালী, কোহালিয়া, রেজু, মাতামুহুরী, রেজু ও নাফ নদী বহমান। বাকী ইতিহাস দেখুন আমাদের প্রামান্য অনুষ্ঠানে।
সুপ্রিয় দর্শক শুভচ্ছো ও ভালোবাসা নিবেন।
বাংলাদেশের ঐতিহ্য, উন্নয়ন, পর্যটন এবং দেশীয় সংস্কৃৃতি নিখুঁদভাবে উপস্থাপন করায় আমাদের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য।
বাংলাদেশ একটি সম্ভাবনাময় রাষ্ট্র। এ দেশের ঐতিহ্য যেমন গর্ববোধ করার মত, তেমনি উন্নয়ন আর পর্যটন বিশ্বদরবারে আমাদেরকে আলাদা মর্যাদা দিয়েছে। আমরা এদেশের ঐতিহ্য, উন্নয়ন, পর্যটন আর দেশীয় সংস্কৃতি নিয়ে কাজ করার মহাপ্রয়াসে অগ্রসর হচ্ছি। আশা করি আমাদের কাজ আপনাদের ভালো লাগবে, আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।

সাবস্ক্রাইব =    / @dtbangladesh9399  

Комментарии

Информация по комментариям в разработке