বাংলা সাহিত্যের প্রাচীন ও মধ্যেযুগ

Описание к видео বাংলা সাহিত্যের প্রাচীন ও মধ্যেযুগ

বিসিএস প্রস্তুতিঃ বাংলা সাহিত্যের প্রাচীন যুগ ও মধ্যযুগ (Bangla literature bcs preparation)

 Posted onAugust 6, 2023  ByHello BCS

বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ২০০ মার্কসের মধ্যে  বাংলা অংশ হতে ৩৫ মার্কস এসে থাকে। আবার লিখিত পরীক্ষায় ৯০০ মার্কসের মধ্যে বাংলা ১ম অংশ হতে ১০০ এবং ২য় অংশ হতে  ১০০ করে মোট ২০০ মার্কসের প্রশ্ন করা হয়। বাংলা ১ম অর্থাৎ বাংলা সাহিত্য অংশের প্রশ্নে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ, মধ্যযুগ ও আধুনিক যুগের থেকে বিভিন্ন প্রশ্ন আসে।

তাই বাংলা সাহিত্যের পরিপূর্ণ প্রস্তুতির জন্য প্রাচীন যুগ মধ্য যুগের যত খুঁটিনাটি বিষয় রয়েছে সেগুলো সম্পর্কে ধারণা রাখা প্রয়োজন। আজকের আর্টিকেলে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ ও মধ্যযুগ সম্পর্কে আলোচনা করবো। 

বাংলা সাহিত্যের প্রাচীন যুগ

বাংলা সাহিত্যের মধ্যযুগ

বাংলা সাহিত্যের অন্ধকার যুগ

বাংলা সাহিত্যের প্রাচীন যুগ (৬৫০-১২০০) 

৬৫০ খ্রিস্টাব্দ থেকে ১২০০ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ বলা হয়।  

 চর্যাপদ

মাত্রাবৃত্ত ছন্দে রচিত বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নির্ভরযোগ্য ঐতিহাসিক নিদর্শন ‘চর্যাপদ’ মূলত একটি গানের সংকলন। বৌদ্ধ ধর্মমতের [৪০তম বিসিএস] উল্লেখ থাকা এই গ্রন্থটি বাংলা সাহিত্যের প্রাচীনতম গ্রন্থও প্রথম কবিতা সংকলন নামেও পরিচিতি লাভ করে। চর্যা শব্দের অর্থ ‘আচরণ’।

পুঁথি আবিষ্কার

→ ১৮৮২ সালে প্রকাশিত ‘Sanskrit Buddhist Literature in Nepal’ গ্রন্থে রাজা রাজেন্দ্রলাল মিত্র সর্বপ্রথম নেপালের বৌদ্ধতান্ত্রিক সাহিত্যের কথা প্রকাশ করেন।

→ রাজেন্দ্রলাল মিত্রের পর তারই পদাঙ্ক অনুসরণ করে নেপালে পুঁথি সংগ্রহের চেষ্টায় যান মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। তিনবার তিনি নেপালে যান, ১৮৮৭-৯৮ খ্রিস্টাব্দে ২(দুই) বার এবং শেষবার ১৯০৭ খ্রিস্টাব্দে। হরপ্রসাদ শাস্ত্রী পুঁথি সাহিত্য সংগ্রহের জন্য গিয়েছিলেন তিব্বত ও নেপালে। 

চর্যাপদ বাংলার বাইরে পাওয়ার কারণ:

→ বাংলার পাল বংশের রাজারা ছিলেন বৌদ্ধ ধর্মের। তাদের আমলে চর্যাগীতিকাগুলোর বিকাশ ঘটেছিল। পাল বংশের পরপরই বাংলাদেশে বাংলায় পৌরাণিক হিন্দুধর্ম ও ব্রহ্মাণ্যসংস্কার রাজধর্ম হিসেবে গৃহীত হয়, ফলে বৌদ্ধ সিদ্ধাচার্যেরা এ দেশ থেকে বিতাড়িত হয়। এমনকি সেন রাজাদের প্রতাপের কারণেই বাংলাদেশের বাইরে গিয়ে তাদের অস্তিত্ব রক্ষা করতে হয়েছিল। 

বন্ধুরা বাকি আলোচনা পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।

#bangla #word #gtaonline #gta #gta5online #এমসিকিউ #mcqquestion#word#gk#exam#multiplechoicequestion#education#sound#md.aliahmed# jobknowledge.

Комментарии

Информация по комментариям в разработке