সাবেক এমপি দবিরুলের কঠোর সমালোচনায় সারজিস আলম । Sarjis Alam I Thakurgaon

Описание к видео সাবেক এমপি দবিরুলের কঠোর সমালোচনায় সারজিস আলম । Sarjis Alam I Thakurgaon

#trendingvideo #news #thakurgaon #খবর #qoutamovement #sarjisalam #hasnatullah #ঠাকুরগাঁও #সারজিস
ছাত্র জনতার আন্দোলের পর প্রথমবার ঠাকুরগাঁওয়ে জনসভায় যোগ দিতে আসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম। শনিবার বিকালে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রেরণায় শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস দমনের প্রতিবাদে মতবিনিময় সভায় বক্তব্য দেন তিনি।

সেখানে তিনি বলেন ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ইতিহাসের সামনের সারিতে ঠাকুরগাঁও জেলা, জেলার শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে এ জেলার মানুষ। মিছিল-মিটিংসহ রণক্ষেত্রে পরিণত হলেও তারা পিছপা হননি।

এ সময় সারজিস আলম বলেন, সারাজীবন ধরে শুধু নৌকায় ভোট দেওয়াটা সংখ্যালঘু ভাইবোনদের সবচেয়ে বড় দুর্বলতা। তারা এমন দুর্বলতা নিজেরাই সৃষ্টি করেছেন।

দীর্ঘ বক্তব্যের মাঝে ঠাকুরগাঁওয়ে দুই আসনে মেম্বার থেকে সংসদ সদস্য একই পরিবারের উল্লেখ্য করে তিনি বলেন, দবিরুল এমপি তার এলাকায় পরিবারতন্ত্র কায়েম করেছে। সব জায়গায় তার পরিবারের সদস্য। এসব করেই জায়গা-জমি দখল করে নিয়েছে।

কেন্দ্রীয় সমন্বয়ক আরও বলেন, দেশে যা কিছু হবে ছাত্র-জনতার রায়ের মাধ্যমে হবে। এখানে মামলা মামলা খেলা চলছে। টাকার বিনিময়ে নাম দেওয়া হয় ও নাম কাটা হয়। সব জায়গায় টাকা দিতে হয়। টাকা ছাড়া কোনো কাজ হয় না। এসব আর করতে দেওয়া হবে না।


সীমান্তের ঘটনার কথা তুলে সারজিস আও বলেন, সীমান্তে ফেলানীর মতো আর কাউকে দেখতে চাই না। রাষ্ট্র সংস্কারের আগে নিজেদের পরিবার সংস্কার করতে হবে। আলাদা পেশায় যোগদানের পাশাপাশি ভালো রাজনীতিবিদও হতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন ঢাবির সমন্বয়ক সজিব ভূইয়া, জহির রায়হান, আবু সাঈদ স্বপনসহ স্থানীয় ছাত্র-জনতা।




সাবেক এমপি দবিরুলের কঠোর সমালোচনায় সারজিস আলম । Sarjis Alam I Thakurgaon


বাংলাদেশের খবর
Bangla News Today
Northbengal News Today
উত্তরবঙ্গের সংবাদ
বাংলাদেশের ভাইরাল সংবাদ

Комментарии

Информация по комментариям в разработке