শেষ যাত্রায় ভারত সেবাশ্রম সংঘের সহ-সভাপতি স্বামী হিরন্ময়ানন্দ মহারাজ/Swami Hiranmayananda maharaj

Описание к видео শেষ যাত্রায় ভারত সেবাশ্রম সংঘের সহ-সভাপতি স্বামী হিরন্ময়ানন্দ মহারাজ/Swami Hiranmayananda maharaj

চলে গেলেন ভারত সেবাশ্রম সঙ্ঘের সহ সভাপতি

News Story and Video making by Journalist Suprakash chakraborty on 3 December, 2022

ভারত সেবাশ্রম সঙ্ঘের সহ সভাপতি শ্রীমৎ স্বামী হিরন্ময়ানন্দজী মহারাজ দীর্ঘ রোগ ভোগের পরে কলকাতার পিয়ারলেস হাসপাতালে ৯৪ বছর বয়সে আজ শনিবার রাত ১২.৩০ নাগাদ দেহ রাখলেন। তিনি ১৯৫৪ সালে সঙ্ঘে যোগদান করেন। দীর্ঘদিন ধরে তিনি সঙ্ঘের সেবার কাজে নিযুক্ত ছিলেন । তিনি দীর্ঘদিন উত্তরবঙ্গ তথা আসাম ও নাগাল্যান্ডের উন্নয়নের দায়িত্বে ছিলেন।
জনজাতি উন্নয়নে ও শিক্ষা বিস্তারে তার বিশেষ অবদান ছিল।
জাতী সংগঠন তথা হিন্দু মিলন মন্দিরের রুপকার ছিলেন তিনি।
তার মরদের কলকাতার বালিগঞ্জে ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান কার্যালয়ে শায়িত অবস্থায় রাখা থাকবে । আজ বিকাল ৪ টা নাগাদ কেওড়াতলা মহাশ্মশানে অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।
বর্ধমান জেলার রায়না থানার অন্তর্গত ধামাস গ্রামে জন্ম ১৯২৮ সালে। স্নাতকোত্তর পর্যন্ত পড়ে তিনি বর্ধমান জেলাতেই সাংবাদিকতার কাজ শুরু করেন। পরে ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রনবানন্দ মহারাজের আদর্শে অনুপ্রানিত হয়ে তিনি ভারত সেবাশ্রম সঙ্ঘে যোগ দেন।
সঙ্ঘের দ্বিতীয় সভাপতি শ্রীমৎ স্বামী সচ্চিদানন্দ মহারাজের কাছে দিক্ষা নিয়ে তিনি সন্ন্যাস গ্রহন করেন।
সঙ্ঘের উচ্চ সাধক স্বামী প্রজ্ঞানন্দজীর নির্দেশে প্রথমে তিনি রানীবাঁধে সঙ্ঘের জীবন শুরু করেন। পরে তিনি উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় জনজাতী উন্নয়নের কাজ শুরু করেন।
পরে আসাম ও ন্যাগাল্যান্ডে কাজ শুরু করেন।

Комментарии

Информация по комментариям в разработке