২৬৫ কিলোমিটার রেলপথ ৬ ঘণ্টায় ৪৭ টি রেল স্টেশন পার হয়ে ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে নোয়াখালী রেল স্টেশন পর্যন্ত যাওয়ার ভিডিওটি ছোট আকারে দেওয়া হলো । ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে নোয়াখালী রেল স্টেশন পর্যন্ত উপকূল এক্সপ্রেস ট্রেনে ভ্রমণ করতে হবে । এছাড়াও ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে মহানগর প্রভাতী এক্সপ্রেস, মহানগর গোধূলী এক্সপ্রেস অথবা তূর্ণা এক্সপ্রেস ট্রেনে লাকসাম রেল স্টেশন হয়ে নোয়াখালী কমিউটার অথবা সমতট লোকাল ট্রেনে ভ্রমণ করা যায় ।
ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে নোয়াখালী রেল স্টেশন, এই রেলপথের স্টেশন সমূহ যথাক্রমে – ঢাকা কমলাপুর, তেজগাওঁ, বনানী, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা বিমানবন্দর, টঙ্গী জংশন, পুবাইল, আড়িখোলা, ঘোড়াশাল ফ্ল্যাগ, ঘোড়াশাল, জিরানদী, নরসিংদী, আমীরগঞ্জ, খানাবাড়ী, হাঁটুভাঙ্গা, মেথিকান্দা, শ্রীনিধি, দৌলতকান্দি, ভৈরব বাজার জংশন, আশুগঞ্জ, তাল শহর, ব্রাহ্মণবাড়িয়া, পাঘাচং, ভাতশালা, আখাউড়া জংশন, গঙ্গাসাগর, ইমামবাড়ী, কসবা, মন্দবাগ, সালদানদী, শশীদল, রাজাপুর, সদর রসুলপুর, কুমিল্লা, ময়নামতি, লালমাই, আলীশ্বর, লাকসাম জংশন, দৌলতগঞ্জ, খিলা, নাথেরপেটুয়া, বিপুলাশার, সোনাইমুড়ী, বজরা, চৌমোহনী, মাইজদী কোর্ট, হরিনারায়নপুর ও নোয়াখালী রেল স্টেশন ।
আমার ভিডিও দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং বিশেষ ধন্যবাদ বাংলাদেশ রেলওয়ে কে । নিরাপদ ও আরামদায়ক হোক আপনার ভ্রমণ, শুভ কামনা রইলো ।
The 6-hour journey video Dhaka Kamalapur Rail Station to Noakhali Rail Station is given in small size.
Dhaka Kamalapur Rail Station to Noakhali Rail Station Intercity trains are Upakul Express or Mohanagar Provati Express, Mohanagar Godhuli Express, Turna Express & Mail.
Thank you very much for watching my video and thanks to the Bangladesh Railway.
Информация по комментариям в разработке