UKA SCHOOL MAKE DIFFERENT CARRICULUM
FATIMA KHANDAKAR
UPDATED KNOWLEDGE ACADEMY (UKA) SCHOOL
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
প্রিয় অভিভাবক ও সুধীমণ্ডলী!
প্রচলিত অনেক স্কুল/মাদরাসা থাকা সত্ত্বেও UKA School নামের ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠানটির পথ চলা। বাংলাদেশ সরকারের ন্যাশনাল কারিকুলাম অনুসরণ করার পাশাপাশি শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় বিষয় সন্নিবেশ করে সঠিক শিক্ষাদানের মাধ্যমে দক্ষ ও নৈতিকতাসম্পন্ন মানুষ তৈরি করার উদ্দেশ্যে প্রতিষ্ঠা করা হয় Updated Knowledge Academy (UKA) School.
মিশন-ভিশন : দক্ষ ও নৈতিকতাসম্পন্ন দেশপ্রেমিক মানুষ গঠন
স্লোগান : সঠিক জ্ঞান ও জীবনযাপন, সুখময় উভয় জীবন
UKA স্কুলের বিশেষত্ব
• UKA একটি ব্যতিক্রমী অত্যাধুনিক সমন্বিত শিক্ষা প্রতিষ্ঠান।
• নীতিবান ও দক্ষ জনশক্তি গঠনের প্রয়োজনীয় ব্যবস্থা।
• শিক্ষার্থীদের মধ্যে সৌভ্রাতৃত্ববোধ তৈরিতে যথাযথ গুরুত্বারোপ।
• শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকের মধ্যে একটি সমন্বিত ত্রিমাত্রিক সেতুবন্ধন তৈরির মাধ্যমে কাক্সিক্ষত শিক্ষা অর্জনে প্রয়োজনীয় ব্যবস্থা।
• শিল্প-সংস্কৃতি, জ্ঞান-বিজ্ঞান, প্রজ্ঞা ও দক্ষতা, নৈতিকতা, শুদ্ধাচার, মানবিকতা, দেশপ্রেম, ভাষা ও যোগাযোগ, ধর্ম ইত্যাদি শ্রেণি উপযোগী সহশিক্ষা কার্যক্রম।
• কেজি ক্লাস থেকে প্রত্যেক শিক্ষার্থীকে সাধারণ ও মানব শারীরবিজ্ঞান ক্লাস উপযোগী করে শেখানোর ব্যবস্থা।
• মানবিক মূল্যবোধ নিয়ে কাক্সিক্ষত মানের দেশপ্রেমিক হিসেবে গড়ে উঠতে উন্নত চরিত্রের ওপর নম্বর প্রদান এবং নৈতিক মোটিভেশন।
• বাচনিক উৎকর্ষের ওপর গুরুত্বারোপ।
• শিক্ষার্থীদের প্রশ্ন করতে উৎসাহিত করা অর্থাৎ ইউকার শিক্ষকগণ শিক্ষার্থীদের সকল প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার পাশাপাশি তাদের প্রশ্ন করতেও উৎসাহিত করবেন।
• লাইব্রেরি ও ল্যাব ব্যবহার নিশ্চিত করা এবং কারিগরি শিক্ষায় গুরুত্বারোপ।
• ইউকা স্কুল শিক্ষার্থীদের উপস্থিতি, প্রস্থান এবং অন্যান্য বিষয়ে অভিভাবককে নিয়মিত SMS-এর মাধ্যমে নোটিশ প্রেরণ করবে। যাতে করে অভিভাবক তার প্রিয় সন্তানের কর্মকাণ্ড ও অবস্থান নিশ্চিত হতে পারেন।
• যে সমস্ত শিক্ষার্থী সংগীত, অভিনয়, আবৃত্তি, উপস্থাপনা, বক্তব্য, আলোচনা, তিলাওয়াত, বিতর্কসহ বিভিন্ন সহ-পাঠ্যক্রমিক কার্যক্রমে পারদর্শী হবে তাদের পারফরমেন্স অডিও/ভিডিও রেকর্ডসহ স্যাটেলাইট চ্যানেল, সোস্যাল মিডিয়া ও বিভিন্ন মাধ্যমে সম্প্রচারের ব্যবস্থা।
• একটি প্যানেল মেডিক্যাল টিম-এর মাধ্যমে নিয়মিত হেলথ চেক-আপ করে শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ব্যবস্থা।
• গঠনমূলক এবং মানবাধিকারমূলক কাজের সাথে শিক্ষার্থীদের যুক্ত করে উদার মানসিকতাসম্পন্ন প্রকৃত মানুষ গঠনে সচেষ্ট UKA শিক্ষা কার্যক্রম, যাতে করে প্রতিটি শিক্ষার্থী মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত করতে পারে।
• সম্মানিত অভিভাবকদের অবস্থান করার জন্য স্কুল কম্পাউন্ডে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত সুপরিসর ওয়েটিং স্পেস।
• আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধা সমৃদ্ধ স্কুল।
• শিশুদের খেলাধুলা, নিরাপত্তা ও সার্বক্ষণিক পর্যবেক্ষণের ব্যবস্থা।
• গুণগত মান রক্ষা এবং প্রতিটি শিক্ষার্থীকে যথাযথ তত্ত্ব¡াবধানের জন্য সীমিত আসন বিন্যাস।
• পর্যাপ্ত সহশিক্ষাক্রমিক কার্যাবলি পরিচালনার মাধ্যমে নানামুখী দক্ষতা ও নৈতিক মান বৃদ্ধির ব্যবস্থা।
• উন্নত পরিবেশ ও মানসম্পন্ন সমৃদ্ধ লাইব্রেরি (অনলাইন ও অফলাইন)।
• আদর্শ লিডারশীপ, গবেষক, লেখক ও আলোচক তৈরির লক্ষ্যে বিশেষ ব্যবস্থা। ক্যাম্পাসভিত্তিক ত্রৈমাসিক/ষাণ¥াসিক পত্রিকা ও বার্ষিকী প্রকাশ।
• শিশুদের আগ্রহ ও দক্ষতা অনুযায়ী উচ্চ শিক্ষা গ্রহণের জন্য গাইডলাইন ব্যবস্থা/ড্রিম ডায়েরি প্রবর্তন।
• ১০ম শ্রেণির মধ্যে মুসলিম শিক্ষার্থীদের সম্পূর্ণ কুরআনের অনুবাদ কমপক্ষে একবার পড়িয়ে দেওয়ার ব্যবস্থা।
• Class One থেকে Class Eight পর্যন্ত মুসলিম শিক্ষার্থীকে এক থেকে দেড় পারা অর্থসহ হিফয করার ব্যবস্থা।
• সচেতন ও উন্নত চরিত্রবান দেশপ্রেমিক মানুষ গঠনের বিশেষ প্রোগ্রাম।
• আইসিটি সমৃদ্ধ (স্মার্ট টিভি, স্মার্ট বোর্ড, ফানিল বোর্ড) ডিজিটাল শ্রেণিকক্ষ।
• সুসজ্জিত ও সমৃদ্ধ কম্পিউটার ল্যাব।
• অত্যাধুনিক সাউন্ড সিস্টেম। সিসিটিভির মাধ্যমে ক্লাস ও প্রশাসনিক কার্যক্রম মনিটরিং ব্যবস্থা।
• Class One থেকে মুসলিম শিক্ষার্থীদের কুরআন ও সুন্নাহর মৌলিক বিষয় শেখানোর ব্যবস্থা এবং অন্যান্য ধর্মের শিক্ষার্থীদের তাদের ধর্মের মৌলিক বিষয় শিক্ষা দেওয়ার ব্যবস্থা।
• ৬ষ্ঠ শ্রেণি থেকে প্রত্যেক শিক্ষার্থীকে জীবনঘনিষ্ঠ কর্মমুখী কারিগরি প্রশিক্ষণ (কম্পিউটার/ইলেক্ট্রিক/মোবাইল ইত্যাদি) ও সনদ প্রদান।
• শিক্ষার্থীদের সঠিক পাঠদান এবং মান উন্নয়নের জন্য বিভিন্ন স্তরের মনিটরিংয়ের ব্যবস্থা।
• শুদ্ধ ও প্রমিত উচ্চারণে বাংলা, ইংরেজি ও আরবি ভাষা গুরুত্বের সাথে শিক্ষা দেওয়া এবং তিন ভাষায় শুদ্ধ উচ্চারণে সুন্দর করে কথা বলা নিশ্চিত করতে বিশেষ প্রশিক্ষণ।
• ‘নিজের কাজ নিজে করি’ স্লোগানের মাধ্যমে শিশুদের নিজ নিজ কাজ করার প্রতি উৎসাহিত করার পদক্ষেপ।
• সকল শ্রেণি ও ধর্মের শিক্ষার্থীর জন্য উপযোগী পরিবেশ বজায় রাখার উদ্যোগ।
• অনলাইন গাইডেন্স-এর ব্যবস্থা/বিশেষ ক্ষেত্রে গুগল ক্লাসরুমের বাস্তবায়ন।
• আগ্রহীদের জন্য ডে-কেয়ার/বিশেষ ক্লাস পরিচালনা এবং শ্রেণিকক্ষেই পাঠ আয়ত্ত করার ব্যবস্থা।
• ভালো ফল অর্জনে বিশেষ গাইডলাইন (বিশেষ ক্লাস, মডেল টেস্ট, অভিভাবকদের সাথে মতবিনিময়, কর্মশালা, বিশেষ নোট ও প্রশিক্ষণ)।
ইউকা স্কুলে আমাদের সন্তানদের বিজ্ঞান সম্মত পদ্ধিতিতে সঠিক জ্ঞান এবং ব্যবহারিক জীবনে প্রয়োগ করার দক্ষতা অর্জনের ব্যবস্থা রয়েছে।
সর্বদায় আপনাদের সহযোগিতা ও পরামর্শ একান্ত কাম্য।
আপডেটেড নলেজ একাডেমি(ইউকা)স্কুল
ভাবন-১২, রোড-এভিনিউ/৮, ব্লক-এম, বনশ্রী, ঢাকা।
পরামর্শ : 01755309907
Информация по комментариям в разработке