বেনাপোল হয়ে কলকাতা | বেনাপোল বর্ডার | Benapole border | বেনাপোল বর্ডার ইমিগ্রেশন | বেনাপোল |

Описание к видео বেনাপোল হয়ে কলকাতা | বেনাপোল বর্ডার | Benapole border | বেনাপোল বর্ডার ইমিগ্রেশন | বেনাপোল |

বেনাপোল হয়ে কলকাতা | বেনাপোল বর্ডার ভারত | Benapole border | বেনাপোল বর্ডার ইমিগ্রেশন | বেনাপল বর্ডার |

★কলকাতা যাওয়ার উপায়, সময় এবং খরচ
বাংলাদেশের ভ্রমণ পিপাসুদের জন্য কলকাতা ভ্রমণ অন্যতম আকর্ষণের জায়গা। এছাড়া ভারতের বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে গেলে কলকাতা হয়েই যেতে হয়। অনেকেই চিকিৎসার প্রয়োজনেও কলকাতা যেতে হয়। ভারতীয় ভিসা হবার পর বিভিন্ন রুটে ঢাকা থেকে কলকাতা যাওয়া যায়। তবে কিভাবে ও কত খরচে বা কোন রুটে কম খরচে বা সহজে কলকাতা যাওয়া যায় সেই ব্যাপারে সবারই কম বেশী একটু দ্বিধা থাকে। আর সেই উদ্দেশ্যেই আজকে কলকাতা যাবার বিভিন্ন উপায় সবার জন্য তুলে ধরা হল।

★বিমানে ঢাকা থেকে কলকাতা
বাংলাদেশ থেকে কলকাতা যাবার সবচেয়ে কম সময়ে, সহজে ও আরামে যাবার জন্যে বিমানে যেতে হবে। ঢাকার শাহজালাল বিমান বন্দর থেকে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে বিভিন্ন ফ্লাইট প্রতিদিনই যাতায়াত করে। বিমানের ক্ষেত্রে কলকাতায় যাওয়ার জন্য বাংলাদেশ বিমান, ইন্ডিগো, স্পাইস জেট, এয়ার ইন্ডিয়া এবং নভোএয়ার উল্লেখযোগ্য।

★ঢাকা টু কলকাতা বিমান ভাড়া:
বাংলাদেশ থেকে এয়ার ইন্ডিয়া এবং স্পাইস জেটের ফ্লাইটে কম খরচে কলকাতা যাওয়া যায়। বিমান সংস্থার উপর নির্ভর করে বিমান টিকেটের মূল্য ৪,৫০০ থেকে ৬,৬০০ টাকা। আর বিমানে চড়ে ঢাকা থেকে কোলকাতা যেতে প্রায় ১ ঘন্টা সময় লাগে।

★ট্রেনে ঢাকা থেকে কলকাতা
বাংলাদেশ-ভারত সরকারের যৌথ উদ্যোগে মৈত্রী এক্সপ্রেস ট্রেনে সরাসরি কলকাতা যেতে পারবেন। মৈত্রী এক্সপ্রেস শুক্র, শনি, রবি ও বুধবার সকাল ৮.১৫ মিনিটে ঢাকার ক্যান্টনমেন্ট স্টেশন থেকে কোলকাতার উদ্দেশ্যে যাত্রা করে। এই ট্রেন দর্শনা বর্ডার দিয়ে গেদে হয়ে কোলকাতার চিতপুরে স্টেশনে যায়। ঢাকা থেকে কোলকাতা যেতে সময় লাগে প্রায় ৯-১৩ ঘন্টা । ট্রাভেল ট্যাক্স সহ এসি সীটের জনপ্রতি ভাড়া ৩,৪০০ টাকা আর এসি চেয়ারের জন প্রতি ২,৫০০ টাকা। তবে ৫ বছরের নীচের বাচ্চাদের ভাড়া অর্ধেক।

★মৈত্রী এক্সপ্রেস ট্রেনের সকল তথ্য

এছাড়া ঢাকা থেকে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে বেনাপোল গিয়ে সেখান থেকে আলদাভাবে কোলকাতা যেতে পারবেন। আর বন্ধন এক্সপেস ট্রেন খুলনা থেকে কোলকাতার উদ্দেশ্যে ছেড়ে যায়। এক্ষেত্রে কোলকাতা-দমদম- বনগাঁও-পেট্রোপোল-বেনাপোল- ঝিকরগাছা-যশোর-খুলনা রুটে বন্ধন এক্সপ্রেস যাতায়াত করে। বন্ধন এক্সপ্রেস খুলনা থেকে দুপুর দেড়টায় রওনা দিয়ে সন্ধ্যা ৭-৮টার মধ্যে কোলকাতায় পৌঁছে। খুলনা ষ্টেশন কাউন্টারে বন্ধন এক্সপ্রেস ট্রেনের টিকেট পাওয়া যায়।

★বাসে ঢাকা টু কলকাতা
বাসের ক্ষেত্রে শ্যামলী, বিআরটিসি স্ক্যানিয়া, গ্রিন লাইন, দেশ ট্রাভেলস, সোহাগ, সৌহার্দ্য ও রয়েল কোচ বাসে ঢাকা থেকে কলকাতা যেতে পারবেন। এসব বাসের মধ্যে বিআরটিসি, সোহাগ, শ্যামলী ও গ্রিন লাইনের সার্ভিস ভালো। তবে শুধুমাত্র শ্যামলী পরিবহণ এনআর বাস সরাসরি কলকাতায় যায়। আর অন্য সকল পরিবহণের বাসে করে ঢাকা থেকে কলকাতা যেতে হলে বেনাপোল এসে বর্ডার পার হয়ে ইন্ডিয়ার অংশে পৌঁছে অন্য বাসে চড়তে হয়। পেট্রাপোল হয়ে কোলকাতা যেতে প্রায় ৪ ঘণ্টার মতো সময় লাগে।

ঢাকা টু কলকাতা বাস ভাড়াঃ নন এসি বাসের জন প্রতি ভাড়া ৭০০-৯০০ আর এসি বাসের ভাড়া ১৫০০-১৯০০ টাকা।

★কম খরচে ঢাকা থেকে কলকাতা
কম খরচে যাওয়ার ক্ষেত্রে সরাসরি না গিয়ে ভেঙ্গে ভেঙ্গে কলকাতা যেতে হবে। প্রথমে বেনাপোল আসতে হবে। ঢাকা থেকে বাসের ক্ষেত্রে- হানিফ, সোহাগ, রয়েল কোচ, এস আলম, ঈগল বা সৌদিয়া এর এসি বা নন এসি বাসে ঢাকা থেকে বেনাপোল যাওয়া যাবে। ঢাকা থেকে শুধু বেনাপোল পর্যন্ত নন এসি বাস ভাড়া ৫০০-৫৫০ টাকা আর এসি বাস ভাড়া ১০০০-১৩০০ টাকা। তবে কম খরচে যেতে হলে নন এসি বাসেই ঢাকা থেকে বেনাপোল পৌছাতে হবে।

বেনাপোল পৌঁছে বেনাপোল ষ্টেশন থেকে বেনাপোল ইমিগ্রেশন যেতে ২০-৩০ টাকা খরচ হবে। তারপর বেনাপোলে বর্ডার পার হয়ে অটোতে ৩০-৪০ রুপি খরচ করে হরিদাসপুর ভারতীয় ইমিগ্রেশন দপ্তরে যেতে হবে। ইমিগ্রেশন শেষ হলে অটোতে শেয়ার জনপ্রতি ২৫-৩০ রুপিতে বনগাঁও রেল ষ্টেশন যেতে হবে। তারপর বনগাঁও ষ্টেশন থেকে জনপ্রতি ২০-৩০ রুপি দিয়ে লোকাল ট্রেনের টিকেট কেটে শিয়ালদহ ষ্টেশনে চলে যান বা বনগাঁও থেকে দমদম ষ্টেশন। শিয়ালদহ বা দম দম ষ্টেশন থেকে মেট্রো রেলে এসপ্ল্যানেডে (কলকাটা নিউ মার্কেট স্টপেজ) বা পার্ক স্ট্রীটে যেতে ভাড়া ১০ রুপি।

বনগাঁও থেকে ট্রেনে করে এইভাবে কলকাতা যেতে সময় লাগবে প্রায় ২ ঘন্টা। সব মিলিয়ে কম খরচের মধ্যে ঢাকা থেকে কলকাতা যেতে ৭০০-৭৫০ টাকা খরচ হবে। এছাড়া চাইলে ইমিগ্রেশন শেষে ট্রেনে না গিয়ে বাসে ননএসি/এসি ১৫০-২৮০ রুপিতে কলকাতা যেতে পারবেন। তবে বাসে গেলে ট্রেনের চেয়ে সময় অনেক বেশি লাগবে। প্রায় ৪ থেকে ৪.৩০ ঘন্টার মত।

Комментарии

Информация по комментариям в разработке