Most Beautyfull Flower Bramha kamal And Nisi poddo !! ব্রহ্মকমল ও নিশি পদ্ম !! অজানা রহস্য

Описание к видео Most Beautyfull Flower Bramha kamal And Nisi poddo !! ব্রহ্মকমল ও নিশি পদ্ম !! অজানা রহস্য

🏔️ পাহাড়ের রাজা ব্রহ্মকমল
🌙 রাতের রানী নিশি পদ্ম।

🏔️🌿#ব্রহ্মকমল🌿🏔️
(Saussurea obvallata)

উত্তরাখন্ড এর কেদারনাথ ও বদরিনাথের পথে হেকুন্ড সাহেব এ পাওয়া যায় এই বিরল ফুলটি। হিমালয়ের এই বিশেষ ফুলের নামকরণ করা হয়েছে ব্রহ্মার নামে। শোনা যায় মাত্র ২ ঘণ্টার মধ্যে এটি পরিধি হয়ে যায় ৮ ইঞ্চি। মাত্র কয়েক ঘণ্টা ফুটে থাকে এই ফুল। বছরে মাত্র একবার সূর্যাস্তের পর ফোটে এই ফুল। হিমালয়ে ফুলের রাজা বলে মনে করা হয় এই ব্রহ্মকমলকে। উত্তর মায়ানমার, দক্ষিণ-পশ্চিম চিন ও ভারতের উত্তরাখণ্ড— মূলত এই তিন অঞ্চলেই দেখা পাওয়া যায় ব্রহ্মকমলের। হিমালয়ে ৪৫০০ মিটার উচ্চতায় বরফঢাকা অঞ্চলে পাথরের খাঁজে খাঁজে ফুটতে দেখা যায় ব্রহ্মকমল। আয়ুর্বেদ ও তিব্বতি চিকিৎসা শাস্ত্রে এই ফুলের ব্যাপক ব্যবহার হয়ে থাকে। ক্ষতস্থান সারাতে এই ফুলের জুড়ি নেই। পুরানে এই পবিত্র ফুলে উল্লেখ পাওয়া যায়। কেদারনাথ, বদ্রীনাথের মন্দিরে দেবতাকে এই ফুল উৎসর্গ করা হয়ে থাকে। ব্রহ্মকমল উত্তরাখণ্ডের রাজ্য ফুল ও এই ফুল বর্ষায় জুন থেকে আগস্টে ফোটে।

👵কথিত রয়েছে এই ফুল দেখে মোহিত হয়েছিলেন দ্রৌপদী। আবার পৌরাণিক মতে, হাতির মাথা লাগানোর পরে, গণেশের প্রাণ প্রতিষ্ঠিত হয়েছিল ব্রহ্মকমলের জলে স্নান করে। যে কারণে, এই ফুলকে ‘জীবনদায়ী’ পদ্মও বলা হয়।

🌙🌿#নিশিপদ্ম / #নাইট_কুইন🌿🌙
(Epiphyllum oxypetalum)

নামেই বোঝা যায় রাতের বেলায় ফোটে ফুলটি! ঠিক যেমন করে অপার সৌন্দর্য ও কষ্ট নিয়ে ফোটে বারবনিতারা। রাতের সাথে রয়েছে নাইট কুইন ফুলের বিশেষ সম্পর্ক। সন্ধ্যা থেকেই একটু একটু করে ফোটার প্রস্তুতি নিতে নিতে গভীর রাতে তার অপার সৌন্দর্য নিয়ে হাজির হয় ফুলটি এবং রাত শেষ হওয়ার সাথে সাথে ভোরের আলোয় মিলিয়ে যায় এর সৌন্দর্য। 'এক রাতের রানী' নাইট কুইন ফুলকে বলা হয় সৌভাগ্যের প্রতীক।
বলা হয়, যাঁর বাড়িতে এ ফুল ফোটে তাঁর বাড়িতে সৌভাগ্য বয়ে নিয়ে আসে ফুলটি! এর কারণ হতে পারে এই যে, নাইট কুইন ফুল বহু সাধনার ফসল হয়! এ ফুলের জন্য অপেক্ষা করতে হয় বছরের পর বছর! দুর্লভ এ ফুলটি কার বাড়ির গাছে কখন ফুটবে তা বলতে পারে না কেউই! এ কারণে কারো বাড়িতে নাইট কুইনের কলি দেখা গেলেই প্রতিদিন বাড়তে থাকে দর্শনার্থীর সংখ্যা! নাইট কুইন ফোটার এই দুর্লভ ক্ষণটি হেলায় হারাতে চায় না কেউই! সন্ধ্যা থেকে ভোর, কেবল এতটুকুই আয়ু এই ফুলের। নাইট কুইন মূলত বর্ষাকালীন ফুল। গ্রীষ্মের শেষে বা বর্ষার শুরুতে এই ফুল ফোটে। তবে এই ফুল মাঝে মাঝে বছরের যেকোনো সময় ফুটতে দেখা যায়। প্রথমে গাছে একটি-দুটি করে ফুল আসলেও প্রতি বছরে ফুলের সংখ্যা বাড়তে থাকে। একটি গাছে একসাথে ৫০-৬০টি পর্যন্ত ফুল ফুটতে পারে। দারুণ সুগন্ধী ফুল নাইট কুইন মূলত সাদা হয়। তবে মাঝে মাঝে বেগুনী বা মেরুন পাপড়িযুক্ত নাইট কুইনের দেখা মেলে। অভিজাত সৌন্দর্যের প্রতীক নাইট কুইন একটি ক্যাকটাস প্রজাতির গাছ। নাইট কুইন মোটামুটি দুর্লভ প্রজাতির ফুল।

👵 নাইট কুইন ফুলকে জড়িয়ে নানা গল্প প্রচলিত আছে। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত গল্পটির পটভূমি হলো দুহাজার বছর আগে, বেথেলহাম নগরীতে। তখন নগরীর প্রত্যেকটি বাড়িতে নাইট কুইন গাছ ছিল। এক রাতে প্রতিটি বাড়ির প্রতিটি গাছ আলো করে ফুটে উঠল নাইট কুইন। ফুলে ফুলে ছেয়ে গেল পুরো শহর। এ ঘটনায় নগরবাসী খুবই কৌতূহলী হয়ে উঠল যে, প্রকৃতি তাদের সাথে কোন খেলায় মেতে উঠল! পরে সবাই আসল ঘটনা বুঝতে পারল। সেই রাতে বেথেলহামের একটি ঘোড়ার আস্তাবলে জন্ম হয়েছিল এক মহাপুরুষের। তিনি যিশুখ্রীষ্ট। সে রাতে বেথেলহামের সব নাইট কুইন আনন্দে মেতে উঠেছিল যিশুখ্রীষ্টের আগমন উপলক্ষে। এ কারণেই নাইট কুইন ফুলটি 'বেথেলহাম ফ্লাওয়ার' নামেও পরিচিত। মূলত এ কারণেই ফুলটিকে সৌভাগ্য ও পবিত্রতার প্রতীক হিসেবে গণ্য করা হয়।


❌অনেকে নাইট কুইন বা নিশি পদ্মকে ব্রহ্ম কমল বলেন যা ভুল। একটা কথা জানা দরকার স্থানীয় নাম এক ফুলের হাজারটা হতে পারে, আবার এক নাম হাজার ফুলের হতে পারে কিন্তু বৈজ্ঞানিক নাম একটাই হয়। হিমালয়ের ব্রহ্মকমল বহু প্রাচীন নাম।
ছবিগুলি ও কিছু তথ্য সংগৃহিত।#ব্রহ্মাকমল #NightQueen # আলতুফালতুজিনিশ

Комментарии

Информация по комментариям в разработке