নিঝুম দ্বীপ কীভাবে যাবেন ? মাত্র ২০০০ টাকায় ট্যুর প্লানিং করুন
দেখে নিন পর্ব-১ এ আমরা কিভাবে ঘুরে আসলাম সম্পূর্ণ দ্বীপ কম খরচেই!
ভিডিও লিংক : • নিঝুম দ্বীপ ভ্রমণ গাইড A to Z সম্পূর্...
নিঝুম দ্বীপে হরিণের দেখা পাওয়া টা কপালের ব্যাপার, অতিরিক্ত মানুষের কারনে, আর প্রচুর হরিণ মেরে ফেলায় এখন আর বনের বাইরে আসে না। তাই আমরাই ভিতরে ঢুকলাম, নামাবাজারের আগে সোয়াখালী নামক জায়গা থেকে হাতের ডান পাশে নেমে গভীর বনে প্রায় ২ঘন্টা যাবার পর এবং আরও প্রায় ১ঘন্টা খোঁজার পর হরিণের এই পালের দেখার পাই। নিঝুম দ্বীপ ট্যুরের বেস্ট ব্যাপারটা ছিল এটাই। অনেকে ঘন্টার পর ঘন্টা থেকেও হরিণ দেখতে পারে না, আমরা হরিণের পাল দেখে আসলাম। মোবাইল দিয়ে জুম করে ভিডিও করা, তাই রেজুলেশন কিঞ্চিৎ বাজে।
নিঝুম দ্বীপ যাওয়ার আগে আমরা ডিটেইল কোন ইন্সট্রাকশন পাই নি, তাই একটু বড় করে লিখছি।
নিঝুম দ্বীপের কোথায় ঘুরবেন:
নিঝুম দ্বীপ জায়গাটা খুব ছোট, ঘোরার জন্য কোন গাইড লাগবে না। অন্তত দুইদিন না থাকলে পুরো দ্বীপ দেখাও সম্ভব হবে না।
১ম দিন আপনি ৩ টি জায়গা ঘুরে দেখতে পারেন - কুমারিকা বীচ, চোয়াখালি বা ছোয়াখালি, পালকির চর।
অনেকেই নৌকা দিয়ে হরিণ দেখার কথা বলবে, সেটা ভোরে যাওয়া ভালো।
কুমারিকা সি বীচ:
নামার বাজার নামে যে যায়গাতে রিসোর্ট হোটেলগুলো, তার থেকে ৫ মিনিট পশ্চিমে হাঁটলেই “কুমারিকা সি বীচ”। প্রথম দেখায় আপনার মনে হবে আরে! কুয়াকাটার চেয়ে বড়, কক্সবাজার থেকে পরিচ্ছন্ন এরকম একটা বীচে বসার কোন চেয়ার বা ছাতা নাই কেন! হাঁটতে হাঁটতেই দেখবেন কিছু পিচ্চি আপনার পিছু নিয়েছে। এরাই মূলত আপনার গাইড।
ছোয়া খালি:
ঘন্টা হিসেবে বাইক ভাড়া করে যাবেন। এই পয়েন্ট থেকে হেঁটে ভিতরে গেলে হরিণের খাল পাওয়া যায়। শ্বাসমূল পেড়িয়ে বেশ খানিকটা ভিতরে যেতে হয়। ৩/৪ ঘন্টা সময় লাগে।
পালকির চর:
এখানেও বাইকেই যেতে হবে। ম্যানগ্রোভ বন আর বীচ একসাথে পাবেন।সন্ধায় গেলে ডুবন্ত সূর্য দেখতে পাবেন।
২য় দিনে যেতে পারেন - চৌধুরির খাল, কমলার চর/দ্বীপ, কবিরাজ চর।
৩ টি জায়গায় নৌকা দিয়ে যেতে হয়। চৌধুরির খাল হরিণ দেখা যায় যদিও বলে, আসলে দেখা যায় না। ভাগ্য খুব ভালো হলে দেখতে পাবেন।
কি কিভাবে খাবেন:
থাকার হোটেলে খাওয়ার ব্যবস্থা নাই। খাওয়ার হোটেলে খেতে গেলে খাবেন তবে মন ভরবে না। বেস্ট হয় নিজেরা বাজার করে হোটেল থেকে চুক্তিভিত্তিক রান্না করিয়ে নিলে। আমরা একটা বড় হাঁস কিনেছিলাম ৪৫০ টাকা দিয়ে, রান্না করিয়েছি ২০০ টাকা দিয়ে (তেল মশলা সব ওনাদের)।
খেজুর রস খেতে পারবেন উচার বাজারে গিয়ে, ঐযে পিচ্চিগুলার কথা বলেছিলাম ওদের বললে ওরাই ম্যানেজ করে দিবে।
পাতলা খেজুর গুড় কিনে আনতে পারেন।
ফিস ফ্রাই ( দামাদামী করে নিবেন অবশ্যই)।
মহিষের দুধ,মাংস পাওয়া যায় না, কেউ বললে প্রতারিত হবেন না। মহিষের দই পাওয়া যায়, তবে নামার বাজারের দইগুলো মহিষের দই না। মহিষের দই খেতে টক, ক্রিমের মতো।
হরিণের মাংস, পাখি খাওয়ার কথা চিন্তাও করবেন না।
কোথায় থাকবেন:
থাকার জায়গাটার নাম নামার বাজার।
নিজেরা তাবু নিয়ে যেতে পারেন, তাবু ভাড়াও পাওয়া যায় ১০০০-১৫০০ টাকায়, সরকারি বনবিভাগ, উপজেলা পরিষদ বাংলো সহ বেশ কিছু রিসোর্ট আছে। ভাড়া ১০০০-১৫০০ টাকার মধ্যে। হোটেল ভাড়া নিয়ে বিস্তারিত চ্যানেলের ১ম পর্বে ভিডিওতে রয়েছে!
নিঝুম দ্বীপ যাবেন কিভাবে:
প্রতিদিন ঢাকার সদরঘাট থেকে এম.ভি তাসরিফ-১, তাসরিফ-২ এবং এম.ভি ফারহান-৩, ফারহান-৪ ছেড়ে যায়। তাসরিফ-১ ও তাসরিফ-২ বিকাল ৫:৩০ মি. ও সন্ধ্যা ৬.০০ টায় হাতিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়।
হাতিয়া থেকে ঢাকায় ফেরত যাবার লঞ্চ ছাড়ে দুপুর ১২ টায়। এটাতে করে চাইলে ভোলা যেতে পারেন।
খরচ:
সব মিলিয়ে ঢাকা-নিঝুম দ্বীপ-ঢাকা ৪০০০ টাকা বাজেট লাগে। এখানে দই, রস, ডাবের খরচ ধরা হয়েছে। স্পিড বোটে না গেলে খরচ আরো ১০০০ টাকা কম লাগবে।
⚠️ ফিরার সময়ে অবশ্যই সকাল সকাল রওনা দিবেন। বিকালের পর মেঘনা মাঝে মধ্যেই উত্তাল থাকে।
অবশ্যই মাস্ক পরবেন।
হাতিয়াসহ নিঝুম দ্বীপে বিদ্যুৎ নাই, সোলারে চলে। পাওয়ার ব্যাংক অবশ্যই পর্যাপ্ত চার্জ দিয়ে নিবেন।
ভ্রমনে যেয়ে যেখানে সেখানে ময়লা ও অপচনশীল প্যাকেট ফেলা থেকে বিরত থাকুন।
ধন্যবাদ।
Tag :
#NijhumDwip
#নিঝুম_দ্বীপ
#হাতিয়া_নোয়াখালী
#Hatia_Noakhali
#নিঝুম_দ্বীপের_হরিণ
#নিঝুম_দ্বীপ_ভ্রমন
#নোয়াখালীর_চর
#হাতিয়া
#Travel_Vlog
#ম্যানগ্রোভ_বন
#হরিণ
#চৌধুরীখাল_নিঝুম_দ্বীপ
#NizumDip
#Nijhumdip
Kw :
Nijhum dwip, Nijhum dip, Hatia Noakhali, Nijhum Island, Hatia island, Nijhum dwip histry, নিঝুম দ্বীপ, নিঝুম দ্বিপের হরিণ, হাতিয়া-নোয়াখালী, নিঝুম দ্বীপ হাতিয়া নোয়াখালী,
নিঝুম দ্বীপের হরিণ, নিঝুম দ্বীপ কিভাবে যাব, নিঝুম দ্বীপের স্বপ্ন, নিঝুম দ্বীপ নোয়াখালী, নিঝুম দ্বীপ কোথায় অবস্থিতনিঝুম দ্বীপ হোটেল, নিঝুম দ্বীপ ক্যাম্পিং, নিঝুম দ্বীপ হাতিয়া উপজেলা নোয়াখালা, নিঝুম দ্বীপ ভ্রমণ, নিঝুম দ্বীপ কিভাবে যাব, নিঝুম দ্বীপ হোটেল, নিঝুম দ্বীপ হাতিয়া উপজেলা নোয়াখালী,
BG music Credit :
Music: Power Music Factory
Channel URL : / powermusinijhumdip
Информация по комментариям в разработке