এক অবহেলিত খরগোশের গল্প | Rescue A Baby Rabbit | খরগোশ পালন অবহেলা অযত্ন

Описание к видео এক অবহেলিত খরগোশের গল্প | Rescue A Baby Rabbit | খরগোশ পালন অবহেলা অযত্ন

আপনারা যারা শখের বশে খরগোশ কিনে দুইদিন পর সখ মিটে গেলে ওদের অব্যবহৃত জুতার মতো ফেলে রাখেন তাদের সতর্ক করা। খরগোশ ভালো লাগলে ওদের আপনি বলতে পারেন কিন্তু দুইদিন পর শখ মিটে গেলেই তাদের উৎস হিসেবে ফেলে রাখবেন এটা কোন মানবিকতার মধ্যে পড়ে না। যারা খরগোশকে বদ্ধ ঘরে রাখেন বা খরগোশের খাঁচা প্রতিদিন দুইবার করে পরিষ্কার করেন না তারা এই ভিডিওটি দেখে শিক্ষা নিন। আপনার অলসতার জন্য এই বোবা প্রাণী গুলো কেন কষ্ট করবে। কেন ওরা আলো বাতাস থেকে বঞ্চিত থাকবে। খরগোশ পালা পাখি পালার থেকে কিন্তু অনেকটাই আলাদা। এরা না পারে কোন শব্দ করতে। না পারে তাদের খুদা লাগ্লে কিংবা সমস্যা হলে আপনাকে বোঝাতে। তাই খরগোশ কিনবার আগে ওদের যত্ন করতে পারবেন কিনা এটা মাথায় রেখে তারপর খরগোশ কেনার চিন্তা করবেন। আর ওদের জন্য যদি 200 300 টাকা দিয়ে একটা খাঁচা কিনতে না পারেন তবে আপনার খরগোশ পালনের অধিকার নেই। আর যে সমস্ত ছোট বাচ্চারা বায়না ধরে খরগোশ কিনার তারা বেশিরভাগ সময় এদের পালার কোনো নিয়ম-কানুন ই জানে না। ফলাফল স্বরূপ কিনে দেয়ার দুই-তিন মাসের মধ্যে বাচ্চা গুলো মরে যায়। আপনি খরগোশ পালতে গেলে এদের খাচা প্রতিদিন দুইবার করে পরিষ্কার করে দিতে হবে। সপ্তাহে দুই চার দিন তাদের শরীর মুছে দিতে হবে। দিতে হবে পর্যাপ্ত খাবার। মনে রাখবেন এরা কোন বাজারের বস্তু বা খেলনা নয় যে যখন ইচ্ছা কিনলেন আর যখন খুশি ফেলে রাখলেন। আপনার কাছে সময় না থাকলে কখনোই খরগোশ কিনবেন না। আপনি যদি নিজেই অগোছালো হয়। আপনার নিজের জীবন যাপনই যদি স্বাভাবিক না হয় তবে অযথা বোবা প্রাণী গুলোকে কিনে কষ্ট দিবেন না।

এই খরগোশ গুলো সুস্থ হওয়া পর্যন্ত আপনাদের প্রতিটা ধাপ আমি দেখাবো। তাই সবাইকে সচেতন করতে । ভিডিওটি সবার সাথে শেয়ার করার অনুরোধ করছি।

Комментарии

Информация по комментариям в разработке