লালনগীতি
এলাহি আলমিন গো আল্লাহ
মূলঃ ফকির লালন সাঁই | Fakir Lalon Shah
গায়ক - শহিদুল বাউল & জহির শাহ
এলাহি আলমিন গো আল্লাহ বাদশাহ আলমপনা তুমি।
ডুবায়ে ভাসাইতে পার
ভাসায়ে কিনার দাও কারো।
রাখো মারো হাত তোমার
তাইতে তোমায় ডাকি আমি।।
নূহ নামের এক নবীরে, ভাসালে অকুল পাথারে
আবার তারে মেহের করে, আপনি লাগাও কিনারে।
জাহের আছে ত্রিসংসারে
আমায় দয়া কর স্বামী।।
নিজাম নামের বাটপার সেতো, পাপেতে ডুবিয়া রইতো
তার মনে সুমতি দিলে, কুমতি তার গেল চলে।
আউলিয়া নাম খাতায় লিখলে, জানা গেল সেই রহমই।।
নবি না মানে যারা, মোয়াহেদ কাফের তারা
সেই মোয়াহেদ দায়মাল হবে, বেহিসাব দোজখে যাবে।
আবার তারা খালাস পাবে
লালন কয় মোর কি হয় জানি।।
আরো সুন্দর সুন্দর লালন গান শুনতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেল টি সাবস্ক্রাইব করেন ধন্যবাদ l
লালনগীতি, বাউল গান , পালাগান , ফোক গান তুলে ধরাই আমাদের কাজ। আমাদের ভিডিও গুলি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদের সাথে থাকবেন। নিজে উপভোগ করুন, অন্যকে উপভোগ করার সুযোগ করে দিন। কমেন্টের মাধ্যমে আপনাদের মুল্যবান মতামত জানাতে ভুলবেন না। ভালো থাকুন, ভালো রাখুন।
আমাদের ভিডিও ভালো লাগলে অনুগ্রহ করে অবশ্যই আমাদের YouTube চ্যালেনটি
ফকির লালন সাঁই ছিলেন একাধারে একজন আধ্যাত্মিক বাউল সাধক, মানবতাবাদী, সমাজ সংস্কারক ও দার্শনিক। তাঁর গানের মধ্যে সন্ধান পাওয়া যায় এক বিরল মানব দর্শনের। লালন শাহ, যিনি লালন ফকির বা লালন সাঁই নামেও পরিচিত, তিনি মৃত্যুর ১২৯ বছর পর আজও বেঁচে আছেন তাঁর গানের মাঝে। তাঁর লেখা গানের কোন পাণ্ডুলিপি ছিল না, কিন্তু গ্রাম বাংলায় আধ্যাত্মিক ভাবধারায় তাঁর রচিত গান ছড়িয়ে পড়ে লোকের মুখে মুখে। ফকির লালন সাঁই কে "বাউল-সম্রাট" বা "বাউল গুরু" হিসেবেও আখ্যায়িত করা হয়ে থাকে। তাঁর গানের মাধ্যমেই উনিশ শতকে বাউল গান বেশ জনপ্রিয়তা অর্জন করে। তিনি প্রায় দু হাজার গান রচনা করেছিলেন বলে লালন গবেষকরা বলেন। ভারত উপমহাদেশে সর্বপ্রথম, তাকে ‘মহাত্মা’ উপাধি দেয়া হয়েছিল।
লালনের গান লালনগীতি বা লালন সংগীত হিসেবে পরিচিত। লালন তার সমকালীন সমাজের নানান কুসংস্কার, সাম্প্রদায়িকতা, সামাজিক বিভেদ ইত্যাদির বিরুদ্ধে তার রচিত গানে তিনি একই সাথে প্রশ্ন ও উত্তর করার একটি বিশেষ শৈলী অনুসরণ করেছেন। এছাড়া তার অনেক গানে তিনি রূপকের আড়ালেও তার নানান দর্শন উপস্থাপন করেছেন।
সমগ্র বিশ্বে,বিশেষ করে বাংলাদেশসহ সমগ্র ভারতীয় উপমহাদেশে লালনের গান বেশ জনপ্রিয়। শ্রোতার পছন্দ অনুসারে বিবিসি বাংলার করা সর্বকালের সেরা ২০টি বাংলা গানের তালিকায় লালনের "খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়" গানটির অবস্থান ১৪তম। আত্মতত্ত্ব,দেহতত্ত্ব,গুরু বা মুর্শিদতত্ত্ব, প্রেম-ভক্তিতত্ত্ব,সাধনতত্ব,মানুষ-পরমতত্ত্ব, আল্লাহ্-নবীতত্ত্ব, কৃষ্ণ-গৌরতত্ত্ব এবং আরও বিভিন্ন বিষয়ে লালনের গান রয়েছে।
লালনের গান "লালনগীতি" বা কখনও "লালন সংগীত" হিসেবে প্রসিদ্ধ। লালন মুখে মুখে গান রচনা করতেন এবং সুর করে পরিবেশন করতেন। এ ভাবেই তার বিশাল গান রচনার ভাণ্ডার গড়ে ওঠে। তিনি সহস্রাধিক গান রচনা করেছেন বলে ধারণা করা হয়। তবে তিনি নিজে তা লিপিবদ্ধ করেন নি। তার শিষ্যরা গান মনে রাখতো আর পরবর্তীকালে লিপিকার তা লিপিবদ্ধ করতেন। আর এতে করে তার অনেক গানই লিপিবদ্ধ করা হয় নি বলে ধারনা করা হয়।
বাউলদের জন্য তিনি যেসব গান রচনা করেন, তা কালে-কালে এত জনপ্রিয়তা লাভ করে যে মানুষ এর মুখে মুখে তা পুরো বাংলায় ছড়িয়ে পড়ে। কবি রবীন্দ্রনাথ ঠাকুর লালনের গানে প্রভাবিত হয়ে, প্রবাসী পত্রিকার ‘হারামণি’ বিভাগে লালনের কুড়িটি গান প্রকাশ করেন। মুহম্মদ মনসুরউদ্দিন একাই তিন শতাধিক লালন গীতি সংগ্রহ করেছেন যা তাঁর হারামণি গ্রন্থে সংকলিত হয়েছে। এ ছাড়াও তাঁর অন্য দুটি গ্রন্থের শিরোনাম যথাক্রমে ‘লালন ফকিরের গান’ এবং ‘লালন গীতিকা’ যাতে বহু লালন গীতি সংকলিত হয়েছে। জ্যোতিরিন্দ্রিনাথ ঠাকুর সম্পাদিত ‘বীণা’, ‘বাদিনী’ পত্রিকায় ৭ম সংখ্যা ২ ভাগ (মাঘ) ১৩০৫-এ ‘পারমার্থিক গান’ শিরোনামে লালনের ‘ক্ষম অপরাধ ও দীননাথ’ গানটি স্বরলিপিসহ প্রকাশিত হয়। এ পত্রিকায় ৮ম সংখ্যা ২ ভাগ (ফাগুন) ১৩০৫-এ প্রকাশিত আরেকটি লালনগীতি ‘কথা কয় কাছে দেখা যায় না’ দুটি গানেরই স্বরলিপি করেন ইন্দিরা দেবী। প্রেমদাস বৈরাগী গীত এ লালন গীতি সংগ্রহ করেছিলেন মুহম্মদ মনসুরউদ্দীন এবং তা মাসিক প্রবাসী পত্রিকার হারামণি অংশে প্রকাশিত হয়েছিল।
আপনার লোক-গানের অ্যালবাম ভিডিও আমাদের ইউটিউব চ্যানেল থেকে পাবলিশ করতে যোগাযোগ করুন 👇
[email protected]
আমাদের ভিডিও ভালো লাগলে অনুগ্রহ করে অবশ্যই আমাদের YouTube চ্যালেনটি
✅ SUBSCRIBE & SHARE করবেন আমাদের বিনোদন শুধুৃ মাত্র আপনাদের জন্য
আপনাদের একটি
✅ SUBSCRIBE,
✅ SHARE,
✅ LIKE.
✅ COMMENT
Video link
• Видео
https://godofwa9.blogspot.com/
• মোন ভ্ৰান্তি যায় না এ সংসা রে ll Mon Vjan...
• Видео
/ profile.php
• Видео
https://godofwa9.blogspot.com/
/ profile.php
/ bdbaulnogor
/ bdbaulnogor
~-~~-~~~-~~-~--~-~~-~~~-~~-~
** Thank You For Watching **
♥♥♥সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ♥♥♥
✅ লাইক,✅ কমেন্ট,✅ শেয়ার ও ✅ সাবস্ক্রাইব করার জন্য অশেষ ধন্যবাদ
~-~~-~~~-~~-~--~-~~-~~~-~~-~
✅ Please watch and subscribe
~-~~-~~~-~~-~--~-~~-~~~-~~-~
বিশেষ সতর্কীকরণ: BD Baul Nogor চ্যানেলের ভিডিও অনুমতি ছাড়া অন্য কোন ইউটিউব চ্যানেলে অথবা অন্য কোন ভিডিও শেয়ারিং ওয়েবসাইটে আপলোড করা কপিরাইট আইনের লঙ্ঘন। আমাদের কোন ভিডিও অন্য কোথাও অনুমতি ছাড়া প্রচার করলে কপিরাইট নিয়ম অনুসারে ব্যবস্থা নেয়া হবে।
#BD_Baul_Nogor#লালনগীতি
Информация по комментариям в разработке