চাঁদ কি দিয়ে তৈরি ? How The Moon is made ? প্রকাশ করলেন বিজ্ঞানীরা ।

Описание к видео চাঁদ কি দিয়ে তৈরি ? How The Moon is made ? প্রকাশ করলেন বিজ্ঞানীরা ।

চাঁদ কি ধাতু দিয়ে তৈরি বা সেটির অস্তিত্ব ঠিক কত বছর আগে থেকে এসেছে তার ব্যাখ্যা দিলেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীরা জানালেন যে চাঁদ যে ধাতু দিয়ে তৈরি সেটি পৃথিবীর মতোই লোহা, নিকেল, দিয়ে তৈরি। চাঁদের মাটি Regolith বলে। যে মাটির Reflective Particles আছে অর্থাৎ এই মাটির সূর্য রশ্মি কে প্রতিফলিত করার ক্ষমতা আছে । তাই রাতের বেলায় পূর্ণিমার দিন যখন ১৪ দিন দিন থাকে তখন আমরা পৃথিবী থেকে চাঁদকে উজ্জ্বল গোল থালার মত দেখি। আবার ১৪ দিন পর যখন সূর্য রশ্মি থেকে না চাঁদে তখন -২০০ ডিগ্রি সেন্ত্রিগ্রদে ঠান্ডা হয়ে যায় চাঁদ । তখন আমরা চাঁদকে আর আকাশে দেখতে পাই না।
#moonlight
#moon
#luner
#lunersurface
#howmoonismade
#moonexploration
#moonsoil
#regolith

Комментарии

Информация по комментариям в разработке