কয়েকটি লক্ষণ দেখে বুঝতে পারবেন আপনার ওপর যাদু করা হয়েছে কি-না।
এই সময়ে অনেক মানুষকে ব্ল্যাকম্যাজিক/কালো যাদু করা হচ্ছে। যদি কেউ সফল হয়ে যায় বা সুখে থাকে, তাহলে তার ওপর অনেকের বদনজর লাগে। কেউ কেউ আগ বাড়িয়ে তার সফলতা এবং সুখ শান্তি নষ্ট করার জন্য কালো যাদু করে। এটা যেমন শত্রুরা করে, তেমনি খুব কাছের আত্মীয়রাও করে।
আপনার ওপর কালো যাদু করা হয়েছে কি-না সেটা কয়েকটি লক্ষণ দেখে বুঝতে পারবেন।
🔴 বারবার দুঃস্বপ্ন দেখা, স্বপ্নের মধ্যে সাপ, ভয়ংকর জন্তু দেখা। কিংবা বারবার স্বপ্নে দেখবেন আপনি উঁচু পাহাড়/ বিল্ডিং থেকে পড়ে যাচ্ছেন।
🔴 বারবার দুর্ঘটনা ঘটা। হাত থেকে বারবার কিছু পড়ে যায়। প্লেট-গ্লাস পড়ে ভেঙ্গে যাচ্ছে, প্রতিদিন হোঁচট খাচ্ছেন, ওয়াশরুমে গিয়ে পড়ে যাচ্ছেন ইত্যাদি।
🔴 স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাচ্ছে। আগে সবকিছু মনে রাখতে পারতেন। হঠাৎ করে কেমন যেন সব ভুলে যাচ্ছেন। রান্না করলে লবণ দিতে ভুলে যাচ্ছেন নিয়মিত, বাইরে বের হলে চাবি-টাকা নিতে ভুলে যাচ্ছেন ইত্যাদি।
🔴 শারীরিক সম্পর্কে অনীহা তৈরি হয়েছে। আগে স্বামী-স্ত্রী শারীরিক সম্পর্ক উপভোগ করলেও এখন একেবারে মন চায় না। উল্টো এই প্রসঙ্গ আসলে রাগ উঠে।
🔴 অনিয়মিত ঘুম হয়। রাতে ঠিকমতো ঘুম হয় না। অথবা এতো বেশি ঘুম হয় যে, উঠতেই ইচ্ছে করে না।
🔴 দীর্ঘদিন ধরে মাথা ব্যাথা, পেট ব্যাথা, ঘাড় ব্যাথা হচ্ছে। ওষুধ খাওয়া সত্ত্বেও কাজ হচ্ছে না।
🔴 খাইতে মন চায় না। দুর্গন্ধ লাগে। অথবা এতো বেশি খাওয়ার রুচি তৈরি হয়েছে, আগে কখনো এমন খেতে পারতেন না।
🔴 আপনি হঠাৎ করে রেগে যাচ্ছেন। মাঝেমধ্যে কোনো কারণ ছাড়াই আপনার এতো মন খারাপ থাকে, কান্না করতে ইচ্ছে করে। কখনো গালাগালি করতেন না, এখন কথায় কথায় গালি আসে, মেজাজ অধিকাংশ সময় খারাপ থাকে।
🔴 আযান শুনতে ইচ্ছে করে না কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে রাখেন। কুরআন তেলাওয়াত সহ্য করতে পারেন না।
🔴 অনিয়মিত মাসিক হচ্ছে। কখনো চল্লিশ, পঁয়তাল্লিশ দিন পরপর হচ্ছে, কখনো আবার পনেরো দিন পরপর হচ্ছে।
🔴 কারো প্রতি অসম্ভব ভালোবাসা তৈরি হয়েছে বা কারো প্রতি অসম্ভব ঘৃণা। অথচ এগুলোর পেছনে কোনো কারণ নেই।
🔴 বারবার গর্ভপাত হচ্ছে। ডাক্তার দেখানোর পর দেখা যায় সব রিপোর্ট ঠিক আছে। কিন্তু, বেবী কনসেভ হচ্ছে না অথবা গর্ভের সন্তান মারা যায়।
🔴 সবসসময় মনে হয় দুর্গন্ধ পাচ্ছেন। বা হঠাৎ মনে হয় নাকে দুর্গন্ধ লাগছে, কিন্তু আশেপাশের সবাই বলছে তাদের এমনটা হচ্ছে না।
🔴 হঠাৎ করে আপনি অস্বাভাবিক কাজ করা শুরু করেছেন। আগে আপনি হিসেব করে চলতেন, এবার কোনো কারণ ছাড়াই আপনি বেহিসেবী হয়ে উঠলেন। আগে ভিক্ষুক চাইলে ১০ টাকা দিতেন না। এখন ৫০০ টাকা, ১০০০ টাকা দেয়া শুরু করছেন। আগে দামাদামি করতেন, হঠাৎ করে দেখা গেলো বিক্রেতা যা বলছে, কিছু না বলে সেই দামেই কিনে ফেলছেন।
(অর্থাৎ খামখেয়ালি চলাফেরা শুরু করছে না)
🟩 এই লক্ষণগুলো এক বা একাধিক যদি আপনার সাথে মিলে যায়, তাহলে সেটা যাদুর প্রভাব হতে পারে। কোনো রোগের জন্য যেমন টেস্ট করাতে হয়, তেমনি এমনটা আপনার মধ্যে দেখা গেলে সেক্ষেত্রে অভিজ্ঞ রাক্বীর পরামর্শ নিতে হবে।
⚠️ তবে, এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে, এই লক্ষণ মিলে যাওয়া মানেই আপনাকে যাদু করা হয়নি। এগুলোর পেছনে স্বাভাবিক কারণও থাকতে পারে।
❌ জিন, যাদু, বদনজর এমন এক রোগ, যে রোগের চিকিৎসা ডাক্তাররা দিতে পারে না। এ ধরনের সমস্যা নিয়ে ডাক্তারদের কাছে গেলে , তারা রোগ খুঁজে না পেয়ে আক্রান্ত ব্যক্তিকে মানসিক সমস্যার রোগী মনে করে সেই অনুযায়ী ওষুধ দেয় এবং অনেক ঘুমের ওষুধ দিয়ে থাকে যা, ব্যক্তির জন্য পরবর্তীতে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।
✅ আপনার যেন এমনটা না হয়, সেজন্য বেশ কিছু প্রতিরোধ ব্যবস্থা আছে, অনেক আমল আছে। সেগুলো নিয়মিত করলে আশা করা যায় আপনার ওপর জিন, যাদুর প্রভাব পড়বে না; আর পড়লেও সেটা আপনাকে খুব বেশি ক্ষতি করতে পারবে না, ইন শা আল্লাহ।
🟥 জিন, যাদু, বদনজরে যে কেউ আক্রান্ত হতে পারে। বিশেষ করে আপনি যদি সফল, সুখী হন বা আপনার সম্ভাবনা থাকে।
🔴 অনেকের জীবনে বড় বড় ক্ষতি এসেছে এসবের ফলে।
এগুলো থেকে রক্ষা পেতে হলে জিন, যাদু, বদনজরের বাস্তবতা সম্পর্কে জানতে হবে।
📍 ⚠️জরুরী বার্তা:
মেসেনজারে বা হোয়াটসঅ্যাপে সুধু সালাম দিয়ে বসে থাকবেন না। নিজের সমস্যার মূল পয়েন্ট গুলো মেসেজে অথবা ভয়েজ করে বলবেন। প্রয়োজন ছাড়া অযথা কোন কথা/প্রশ্ন করবেন না। এতে আপনার সময় নষ্ট আমারও সময় নষ্ট হয়।
রুক্বইয়্যাহ চিকিৎসা ও পরামর্শ পেত যোগাযোগ করুন
whatsapp নাম্বার 01969-242731
Информация по комментариям в разработке