মন জুড়ানো কুরআন তিলাওয়াত ২০২৪ - সূরা ইয়াসিন | সূরা আর রহমান | সূরা ওয়াকিয়া | সূরা আল মূলক

Описание к видео মন জুড়ানো কুরআন তিলাওয়াত ২০২৪ - সূরা ইয়াসিন | সূরা আর রহমান | সূরা ওয়াকিয়া | সূরা আল মূলক

মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যে ব্যক্তি সূরা ওয়াক্বিয়াহ(Surah Waqia) পাঠ করবে, সে কখনো ক্ষুধায় কষ্ট ভোগ করবে না।’

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “সূরা মূলক (Surah Mulk) আযাব রোধ করে এবং আযাব থেকে মুক্তি দেয়। যে এই সূরা পাঠ করে, তাকে এ সূরা কবরের আযাব থেকে রক্ষা করবে।”

রাসূল সা: বলেছেন, ‘সূরা ইয়াসিন (Surah Yasin) কুরআনের হৃৎপিণ্ড।’ এ হাদিসে আরো বলা হয়েছে, যে ব্যক্তি সূরা ইয়াসিন আল্লাহ ও পরকালের কল্যাণ লাভের জন্য পাঠ করবে তার মাগফিরাত হয়ে যায়। তোমরা তোমাদের মৃতদের জন্য এ সূরা তিলাওয়াত করো।

যে ব্যক্তি সূরা আর রহমান (Ar Rahman) নিয়মিত তেলাওয়াত করবে ,কিয়ামতের দিন তার চেহারা চাঁদের মতো উজ্জ্বল হবে।তার জন্য দোজখের সব দরজা বন্ধ করে দেয়া হবে। মহান আল্লাহ রব্বুল আলামিন তাকে বেহেশত নসীব করবেন।

Комментарии

Информация по комментариям в разработке