জানলে অবাক হবেন যে কারনে গায়ক নোবেলকে তালাক দিলেন স্ত্রী সালসাবিল | bangla_news_today| nobel

Описание к видео জানলে অবাক হবেন যে কারনে গায়ক নোবেলকে তালাক দিলেন স্ত্রী সালসাবিল | bangla_news_today| nobel

জানলে অবাক হবেন যে কারনে গায়ক নোবেলকে তালাক দিলেন স্ত্রী সালসাবিল | bangla_news_today



ভারতের জি বাংলার ‘সারেগামাপা’ রিয়েলিটি শোর মাধ্যমে পরিচিতি পেয়েছেন বাংলাদেশের মাইনুল আহসান নোবেল। বিভিন্ন সময় উদ্ভট মন্তব্যের জেরে অসংখ্য মানুষের অপছন্দের পাত্র হয়ে উঠেছেন তিনি। তবে তিনি শুধু বাইরে নয়, নিজের ঘরেও খানিকটা অপছন্দের বটে! তার বিরুদ্ধে স্ত্রীকে ব্ল্যাকমেইল করার অভিযোগও শোনা যায়।
২০১৯ সালের ১৫ নভেম্বর গায়ক নোবেলকে ভালোবেসে বিয়ে করেছিলেন সালসাবিল মাহমুদ। কিন্তু বিভিন্ন কারণে তাদের দাম্পত্য জীবন সুখের হয়ে উঠেনি।



পারিবারিক জীবনে বনিবনা না হওয়ায় সমালোচিত গায়ক মাঈনুল আহসান নোবেলকে তালাক নোটিশ পাঠিয়েছেন তার স্ত্রী সালসাবিল।গত ১১ সেপ্টেম্বর নোবেলকে তালাক নোটিশ পাঠিয়েছেন তিনি। বুধবার (৬ অক্টোবর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই।

এ প্রসঙ্গে সালসাবিল বলেন, ‘নোবেলের সঙ্গে কিছুতেই সংসার করা সম্ভব হচ্ছে না। তাই তাকে ডিভোর্স লেটার পাঠিয়েছি। এখন যদি সে সিগনেচার করে দেয় তাহলে ডিভোর্স হয়ে যাবে। আর সিগনেচার না করলে তিনমাস পর অটোমেটিক ডিভোর্স কার্যকর হবে।’

সালসাবিল আরও বলেন, সে মাদকাসক্ত এবং বিভিন্ন নারীতে আসক্ত। বিভিন্ন সময় আমাকে নির্যাতন করেছে নোবেল। সে একজন মানসিক রোগী। এসব কারণে ওর সাথে সংসার করা সম্ভব না। তাই ডিভোর্স লেটার (তালাক নোটিশ) পাঠিয়েছি।

#bangla_news
#bangla_news_today
#bangladeshi_news
#bangladeshnews
#lastst_bangla_news
#sm_bd_news
#tofayel_ahmed
#বাংলা_খবর
#nobel

Комментарии

Информация по комментариям в разработке