ভেঙে ফেলা হয়েছে রাজশাহীর একমাত্র মাজার শরীফ, শাহ মখদুম রুপোশ মাজার!! কিন্তু কেন ?????
শাহ মখদুম রূপোশ (১২১৬-১৩১৩ খ্রিষ্টাব্দ) বাংলার সুফী সাধক এবং ধর্ম-প্রচারকদের মধ্যে অন্যতম। তিনি ত্রয়োদশ শতাব্দীর শেষার্ধে এবং চতুর্দশ শতাব্দীর শুরুতে বাংলাদেশ তথা রাজশাহী অঞ্চলে ইসলাম প্রচার করেছিলেন।তার অনুপম ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে শত শত মানুষ ইসলাম ধর্মে দীক্ষা গ্রহণ করেন। মূলত শাহ মখদুমের মাধ্যমেই বরেন্দ্র এবং গৌড় অঞ্চলে ইসলাম ধর্ম বিস্তার লাভ করে। বর্তমানে এসব অঞ্চল মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল। শাহ মখদুমের প্রকৃত নাম আব্দুল কুদ্দুস।ধর্ম এবং জ্ঞান সাধনায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করার জন্য বিভিন্ন সময়ে তার নামের সাথে “শাহ”, “মখদুম”, “রূপোশ” ইত্যাদি উপাধি যুক্ত হয়। তিনি শাহ মখদুম রূপোশ নামেই বেশী বিখ্যাত। মৃত্যুর পর তাকে তার বলে দেওয়া স্থানে সমাহিত করা হয়। তার কবর বর্তমান রাজশাহী শহরের দরগাপাড়ায় অবস্থিত, যার দক্ষিণে প্রমত্তা পদ্মা নদী এবং পূর্বে রাজশাহী কলেজ অবস্থিত। প্রতি বছর হিজরী সনের রজব মাসের ২৭ তারিখ এখানে মৃত্যুবার্ষিকী তথা উরশ পালন করা হয়। দেশ-বিদেশ থেকে শাহ মখদুমের হাজার হাজার ভক্ত অনুসারী সেদিন তার মাজার জিয়ারতে আসেন।হযরত শাহ মখদুম রূপোশ হযরত আলী এর বংশধর ছিলেন। বড়পীর হযরত আব্দুর কাদির জিলানী তার আপন দাদা। রাজশাহী তখন মহাকালগড় নামে পরিচিত ছিলো। মহাকালগড় শাসন করতেন তৎকালীন সামন্তরাজ কাপলিক তন্ত্রে বিশ্বাসী দুই ভাই। তাদের একজনের নাম হলো আংশুদেও খেজ্জুর চান্দভন্ডীও বর্মভোজ এবং অপর ভাই হলেন আংশুদেও খেজ্জুর চান্দখড়্গ গুজ্জভোজ। সেই সময় রাজশাহী বা মহাকালগড় অঞ্চলে নরবলী দেওয়ার প্রচলন ছিলো। শাহ মখদুম রূপোশ রাজশাহী অঞ্চলে প্রায় ৪৪ বছর অবস্থান করেন। এই সময় দেওরাজদের সাথে শাহ মখদুমের তিন বার যুদ্ধ সংঘটিত হয়। শাহ মখদুম জয়লাভ করেন। এই যুদ্ধের মাধ্যমে রাজশাহী অঞ্চলে ইসলামের ভিত্তি মজবুত হয়ে যায়। শাহ মখদুমের কুমির কথিত আছে, শাহ মখদুম কুমিরের পিঠে চড়ে নদী পার হতেন। তার অতিপ্রাকৃত শক্তিতে শুধু কুমির নয়, বনের বাঘও বশ্যতা স্বীকার করতো বলে জনশ্রুতি আছে। বর্তমানে শাহ মখদুমের কবরের পাশে সেই কুমিরকে সমাহিত করা হয়। কুমিরটির কবর এখনো আছে। শাহ মখদুমের কুমিরের কবর। তিনি এই কুমিরের পিঠে চড়ে নদী পার হতেন। মৃত্যু রাজশাহী অঞ্চলে ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পর তিনি সারাদিন ধ্যান আর ইবাদতে মশগুল থাকতেন। কথা বলতেন কম। কুরআন পড়তেন বেশি। একদিন তিনি উপলব্ধি করেন যে তার মৃত্যু আসন্ন। তারপর তিনি তার ভক্তদের বিভিন্ন অঞ্চল থেকে মহাকালগড়ে ডেকে পাঠান। সবাইকে নসিহত বানী দান করে একসাথে জোহরের নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি তার যোগ্য শিষ্যদের এলাকা ভাগ করে দিয়ে ইসলাম প্রচারের দায়িত্ব প্রদান করেন। আসরের নামাজের পর আবার সবাইকে ডেকে বর্তমান তার কবরের স্থান দেখিয়ে দিয়ে বলেন যে তার মৃত্যুর পর সেখানে যেন তাকে দাফন করা হয়। নিজের লাঠি দিয়ে সে স্থানে দাগ কেটে চিহ্নও দিয়ে দিলেন। মাগরিবের নামাজ পড়ে তিনি হুজরাখানায় ঢুকে সাদা চাদর দিয়ে আপাদমস্তক ঢেকে ঘুমিয়ে পড়েন। এরপর হুজরা থেকে আর বের হচ্ছেন না দেখে শিষ্যরা হুজরার ভেতরে গিয়ে দেখেন উপমহাদেশের শ্রেষ্ঠ সাধক শাহ মখদুম রূপোশ ইহলীলা সাঙ্গ করে পরপারে পাড়ি জমিয়েছেন।হিজরী ৭১৩ সালের রজব মাসের ২৭ তারিখ, অর্থাৎ ১৩১৩ খ্রিষ্টাব্দ তিনি মৃত্যুবরণ করেন। মাজার এবং উরশ প্রতিবছর রজব মাসের ২৭ তারিখ শাহ মখদুম রূপোশের মাজারে ওরস পালন করা হয়। স্বীকৃতি শাহ মখদুমের নামে রাজশাহী মহানগরীতে একটি থানার নামকরণ করা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য একটি হল আছে তার নামে। রাজশাহীর বিমান বন্দরের নাম শাহ মখদুম বিমান বন্দর রাখা হয়েছে। এছাড়াও তার নামে শহরে একটি মেডিকেল কলেজ ও একটি উচ্চ মাধ্যমিক কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে। রাজশাহীসহ আশেপাশের এলাকায় বহু দোকান, যানবাহন, শপিং মল, রাস্তা, ভবন ইত্যাদির নাম শাহ মখদুমের নামে রাখা হয়। তাছাড়া রাজধানী ঢাকার উত্তরায় বৃহৎ সড়ক তার নামে নামকরণ করা হয়েছে যা শাহ মখদুম এভিনিউ নামে পরিচিত।
#শাহ_মখদুম_মাজার
#রাজশাহী
পীর আউলিয়াদের আস্তানা
পির আউলিয়াদের মাজার
পির আউলিয়াদের জীবনী
ধর্মীয় এবং দর্শনীয় স্থান
মাজার শরীফ
পীর আউলিয়াদের কারামত
পীর আউলিয়াদের আধ্যাত্মিক জীবনী
দর্শনীয় স্থান
শাহ মখদুম
শাহ মখদুম মাজার
shah makhdum ruposh
#শাহ_মখদুম_রূপোশ #মাজার_শরীফ
#শাহ মখদুম রূপোশ এর মাজার শরীফ
#শাহ মখদুম মাজার রাজশাহী
#হযরত মখদুম শাহ মাজার
#শাহ মখদুম এর মাজার শরীফ
#শাহজাদপুর শাহ মখদুম মাজার
#হযরত মখদুম শাহদৌলার মাজার ও প্রাচীন মসজিদ
#হযরত শাহ মখদুম রহঃ এর মাজার
#মাজার শাহ মখদুম ওয়াজ
kw:-
শাহ মখদুম, শাহ মখদুম মাজার, মখদুম শাহ, শাহ মখদুম মসজিদ, শাহ মখদুম ওয়াজ, রাজশাহী শাহ মখদুম, শাহ মখদুম এর জীবনী, শাহ মখদুম মেডিকেল, শাহ মখদুম হলের রাবি, মখদুম শাহ (রহঃ), শাহ মখদুম রুপোশ রহঃ, হযরত শাহ মখদুম (রহঃ), হযরত মখদুম শাহ মাজার, শাহ মখদুম এর মাজার শরীফ, শাহ মখদুম দরগা রাজশাহী, শাহ মখদুম মাজার রাজশাহী, রাজশাহী শাহ মখদুম মাজার, মুখদুম শাহ, হযরত শাহ মখদুম রহঃ এর মাজার, শাহজাদপুর শাহ মখদুম মাজার, শাহ মখদুম রূপোশ এর মাজার শরীফ, রাজশাহী শাহ মখদুম বিমানবন্দর, হজরত শাহ মখদুম রূপোষের রহ দরগা, মখদুম শাহদৌলা
হযরত মখদুম শাহদৌলার মাজার
শাহ মখদুম দরগা রাজশাহী
হযরত মখদুম শাহদৌলার মাজার -শাহ মখদুম শাহজাদপুর
হযরত মখদুম শাহদৌলা রহ: এর মাজার
শাহ মখদুম এর জীবনী
Информация по комментариям в разработке