সহস্রধারা ঝর্ণা । Sohosrodhara Waterfall | Places to visit in sitakunda mirsharai | Chittagong | EP5

Описание к видео সহস্রধারা ঝর্ণা । Sohosrodhara Waterfall | Places to visit in sitakunda mirsharai | Chittagong | EP5

সহস্রধারা ঝর্ণা । Sohosrodhara Waterfall | Places to visit in sitakunda mirsharai | Chittagong | EP5
ভ্রমন বিষয়ক যেকোনো তথ্য জানতে আমাদের ওয়েব সাইট ভিজিট করুন -
সহস্রধারা - ২ ঝর্ণা মোটামুটি পরিচিত এবং সীতাকুণ্ডের সহজতম ট্রেইল, এই ট্রেইলে চমৎকার সহস্রধারা লেক, ওয়াটার ডেম, পুরানো মন্দির এবং সহস্রধারা ২ ঝর্ণা আছে। সহস্রধারা ২ ঝর্ণায় জেতে হলে ছোট দারোগারহাট বাজার থেকে সিএনজিতে উঠতে হবে সিএনজিতে আপনাকে মাটির রাস্তা পর্যন্ত নামিয়ে দিবে ভাড়া নিবে ২০ টাকা । তার পর মাটির রাস্তা ধরে হাঁটতে থাকলে প্রথমে পড়ে সহস্রধারা লেক । লেকের একদম পাশেই বুদবুদকুণ্ড আর পুরানো মন্দির। সহস্রধারা লেকের ডান পাশে ওয়াটার ডেম পাবেন । এবং বামপাশের পথ ধরে এগুলে নৌকা পাবেন , নৌকা যোগে সহস্রধারা- ২ ঝর্ণায় যেতে ভাড়া নিবে জন প্রতি ৪০ টাকা । এই ট্রেইলে সহস্রধারা ছাড়াও আরো ২-৩ টি ঝর্ণা আছে , সবকিছু দেখে ফিরতে ১/২ (আধা) দিন সময় লাগবে ।

যেভাবে যাবেনঃ ঢাকা থেকে চট্টগ্রামগামী যে কোন বাসে সহস্রধারা ২ ঝর্ণায় জেতে হলে ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে ছোট দারোগারহাট বাস স্ট্যান্ড নামতে হবে ভাড়া নিবে ৪৮০ টাকা। কম ভাড়ায় যেতে চাইলে ঢাকা থেকে ফেনির বাসে উঠতে পারেন , ঢাকা থেকে ফেনি পর্যন্ত বাস ভাড়া ২৭০ টাকা । আর ফেনি থেকে চট্টগ্রাম গামী লোকাল বাসে ছোট দারোগার হাঁট পর্যন্ত যেতে বাস ভাড়া নিবে ৫০-৬০ টাকা ।

ট্রেনে যেতে চাইলে সরাসরি ঢাকা থেকে মেইল ট্রেনে সীতাকুণ্ডে যেতে পারেন , ভাড়া নিবে ১২০ টাকা তার পর সীতাকুণ্ড বাস স্ট্যান্ড হতে লেগুনা/ সিএনজি যোগে ছোট দারোগার হাট যেতে ভাঁড়া নিবে মাত্র ৩০ টাকা । যেহেতু মেইল ট্রেনে সিট পাওয়া যায় না তাই আরামের কথা চিন্তা করলে রাতের তূরনা নিশিতা ট্রেনে করে ফেনি নামতে পারেন । ঢাকা টু ফেনি ভাড়া নিবে ২৬৫-৬০৪ টাকা । ফেনি রেলওয়ে স্টেসন থেকে ৫০ টাকা রিক্সা ভাড়া দিয়ে যাবেন মহিপাল বাস স্ট্যান্ডে , আর মহিপাল থেকে ছোট দারোগার হাঁট যেতে বাস ভাড়া ৫০-৬০ টাকা নিবে ।

যদি আপনি চট্টগ্রাম শহর থেকে আসেন, চট্টগ্রাম শহরের অলংকার মোড় থেকে ফেনি গামী বাসে ছোট দারোগার হাঁট আসতে পারবেন । বাস স্টেসন ভেদে ভাড়া নিবে জন প্রতি ৫০-৮০ টাকা করে ।

ছোট দারোগারহাট বাস স্ট্যান্ড থেকে সিএনজিতে উঠতে হবে সিএনজিতে আপনাকে ঝর্নার জিরির কাছাকাছি মাটির রাস্তা পর্যন্ত নামিয়ে দিবে ভাড়া নিবে ২০ টাকা । সেখান থেকে প্রায় ৪৫ মিনিট হাঁটলে পাবেন সহস্রধারা ২ ঝর্ণা


#Sitakunda
#Sohosrodhara
#Waterfall

Комментарии

Информация по комментариям в разработке