কীভাবে সহজে ইংরেজি বই পড়া শুরু করবো! 🔥

Описание к видео কীভাবে সহজে ইংরেজি বই পড়া শুরু করবো! 🔥

কীভাবে সহজে ইংরেজি বই পড়া শুরু করবো!

১. ইংরেজিকে মোটেও ভয় পাওয়া যাবে না। এক্ষেত্রে মাইন্ডসেটটাই চেঞ্জ করতে হবে। আপনি চাইলেই ইংরেজি বই পড়া শুরু করতে পারবেন এটা বিশ্বাস করা জরুরি!

২. আপনার পছন্দের টপিকের সহজ ছোট ছোট ইংরেজি বই খুঁজে বের করুন।

৩. ইংরেজি বই পড়তে যেয়ে কোনো শব্দের অর্থ বুঝতে না পারলেও খুব বেশি সমস্যা নেই। তবুও পড়তে থাকুন। একসময় আস্তে আস্তে অর্থগুলো বুঝতে পারবেন
ভুলেও পড়া থামানো যাবে না। একেবারে বেশি সমস্যা হলে, তখনই ডিকশনারি খুলে বসুন।

৪. ইংরেজি বইগুলো হাইলাইটার দিয়ে দাগিয়ে দাগিয়ে পড়তে পারেন। ছোট ছোট বই দিয়ে শুরু করুন যাতে সহজেই বইগুলো শেষ করতে পারেন। এটা আপনার ইংরেজি বই পড়ার ক্ষেত্রে কনফিডেন্স অনেক বাড়িয়ে দিবে।

৫. একদিনে ২০০-৩০০ পৃষ্ঠা পড়ে বই শেষ করে ফেলার চেয়ে, প্রতিদিন অন্তত ১০ মিনিট বা ১০ পৃষ্ঠা বই পড়ার অভ্যাস করুন। বই পড়াটাকে অভ্যাসে পরিণত করুন।

৬. বই পড়ার পাশাপাশি ইংরেজি পডকাস্ট শোনা, নিউজ শোনা বা ভিডিও দেখার অভ্যাস করুন।

আমার ফেসবুক পেইজের লিংক-
  / asadudjoy  

Комментарии

Информация по комментариям в разработке