Hello Gays
#globalemran #kafirunsurah #surah
Facebook : Emran Hossain
Instagram : / emran_hossain143
আমি সব সময় চেষ্টা করি যাতে ভালো কিছু করতে পারি। আমি সব সময় ওয়াজ আর ফানি ভিডিও বানাই থাকি। আপনাদের সহযোগীতা করলে আমি আরও সুন্দর ভিডিও বানাতে পারবো।
"সূরা আল কাফিরুন বাংলা উচ্চারণ অর্থ গুরুত্ব ও ফজিলত"
সূরা আল কাফিরুন (আরবি: سورة الكافرون) পবিত্র কুরআনের ১০৯ তম সূরা। সূরাটির আয়াত সংখ্যা ৬। সূরাটি মক্কায় অবতীর্ণ হয় তাই সূরাটি মাক্কী সূরার শ্রেণীভুক্ত। মুসলিম জীবনে এই সূরার তাৎপর্য অনেক কারণ এই সূরার মাধ্যমে আল্লাহ তায়ালার একত্ববাদ ও ইবাদাতের কথা উল্ল্যেখ করা হয়েছে।
আরবি উচ্চারণ:- বাংলা উচ্চারণ:-
----------------------- -----------------------
قُلْ يَٰٓأَيُّهَا ٱلْكَٰفِرُونَ - কুল ইয়াআইয়ুহাল কা-ফিরূন।
لَآ أَعْبُدُ مَا تَعْبُدُونَ - লাআ‘বুদুমা-তা‘বুদূন।
وَلَآ أَنتُمْ عَٰبِدُونَ مَآ أَعْبُدُ - ওয়ালাআনতুম ‘আ-বিদূনা মাআ‘বুদ।
وَلَآ أَنَا۠ عَابِدٌ مَّا عَبَدتُّمْ - ওয়ালাআনা ‘আ-বিদুম মা-‘আবাত্তুম,
وَلَآ أَنتُمْ عَٰبِدُونَ مَآ أَعْبُدُ - ওয়ালাআনতুম ‘আ-বিদূনা মাআ‘বুদ।
لَكُمْ دِينُكُمْ وَلِىَ دِينِ - লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন।
বাংলা অর্থ:- ইংলিশ অর্থ:-
----------------- -------------------
বলুন, হে কাফেরকূল, - Say: O ye that reject Faith!
আমি এবাদত করিনা, - I worship not that which ye worship,
তোমরা যারএবাদত কর।
এবং তোমরাও এবাদতকারী নও, - Nor will ye worship that which I worship.
যার এবাদত আমি করি।
এবং আমি এবাদতকারী নই, - And I will not worship that which ye have
যার এবাদত তোমরা কর। been wont to worship,
তোমরা এবাদতকারী নও, - Nor will ye worship that which I worship.
যার এবাদত আমি করি।
তোমাদের কর্ম ও কর্মফল তোমাদের - To you be your Way, and to me mine.
জন্যে এবং আমার কর্ম ও কর্মফল
আমার জন্যে।
সূরা আল কাফিরুনের শানে-নুজুল
সূরা কাফিরুন একটা ঘটনার প্রেক্ষিতে নাযিল হয়। ঘটনাটি হলো- রাসূলুল্লাহ্ (সাঃ)-কে ইসলাম প্রচার হইতে বিরত করিবার জন্য মক্কার কাফেরগণ তাদের সর্বোচ্চ চেষ্টা করিল কিন্তু কোনই ফল হইল না দেখিয়া তাহারা হযরত আব্বাস (রাঃ)-এর মারফত হযরত (সাঃ) এর নিকট আপােষ মীমাংসার ফর্মূলা হিসাবে এই প্রস্তাব পাঠাইল যে, হযরত মুহাম্মদ (সাঃ) যদি তাহাদের দেব-দেবীকে মান্য করেন, তবে তাহারা তাহার আল্লাহকে মান্য করিবে এবং তিনি যদি তাহাদের দেব-দেবীর মূর্তিসমূহের পূজা করেন, তবে তাহারাও তাঁহার আল্লাহর এবাদত করিবে । হযরত রাসূলুল্লাহ্ (সাঃ) অন্ততঃ এক বৎসরের জন্য হইলেও এই চুক্তিতে রাজী হউন, এই আগ্রহও তাহারা প্রকাশ করিল। তাহাদের এই হীন প্রস্তাবের উত্তরে আল্লাহ্ তায়ালা এই সূরা কাফিরুন নাজিল করিলেন। এই সূরা হইতে প্রমাণ হইল যে, মিথ্যার সহিত সত্যের কখনও আপােষ হইতে পারে না।-(তাফসীরে ইবনে কাসীর)
সূরা আল কাফিরুনের গুরুত্ব
এ সূরা শানে নুযুল থেকে বুঝা যায় এর গুরুত্ব অনেক। আল্লাহ এ সূরায় সব কাফিরদের বুঝিয়েছেন যে, যাদের ব্যাপারে আল্লাহ তা'আলা জানতেন তারা কাফের হয়েই মরবে। তাদের মৃত্যুও শিরক অবস্থায় হবে। এর গুরুত্ব বুঝে অনেক মুশরিক ইসলাম ধর্ম গ্রহণ করে এবং আল্লাহর একত্বতা স্বীকার করে। তাছাড়া এ সূরার অন্যতম একটি শিক্ষা হলো আল্লাহ ও তাঁর রাসূলের সাথে অন্য কারো শামিল করা শিরক। তাই এমন কিছু করা যাবে না যা শিরকের দিকে নিয়ে যায়।
এ সূরার গভীরে প্রবেশ করলে বুঝা যায়, কাফিররা যখন নবী (সাঃ)) কে শান্তি চুক্তির জন্য অনৈতিক প্রস্তাব দিল, তা ছিল সম্পূর্ণ তাওহীদের বিপরীত। এর উওরে রাসূল (সাঃ) বললেন, এটা কখনোই সম্ভব নয়, আমি তাওহীদের পথ পরিত্যাগ করে কখনোই শিওরকের পথ অবলম্বন করব না, যেমন তোমরা চাচ্ছ।
নবী (সাঃ) আরও বলেন, “মহান আল্লাহ যদি তোমাদের জন্য হিদায়াত না লিখে থাকেন তাহলে তোমরাও আল্লাহর হিদায়াত থেকে বঞ্চিত হবে। আর যদি তোমরা দ্বীন নিয়ে সন্তুষ্ট থাক, আর তা ছাড়তে রাজি না হও তাহলে আমিও নিজের দ্বীন নিয়ে সন্তুষ্ট, তা ছাড়ব কেন? সুতরাং এসব থেকে দেখা যায় সূরা আল কাফিরুনের গুরুত্ব অপরিসীম।।
সূরা আল কাফিরুনের ফজিলত
সূরা আল কাফিরুন তেলাওয়াতের অনেক ফজিলত রয়েছে। বিভিন্ন হাদিস দ্বারা এর প্রমাণ পাওয়া যায়। তাহলে আর দেরি না করে চলুন এ সম্পর্কে জেনে নেই –
জাবির (রাঃ) বলেন, “নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফের দুই রাকাত নামাজে ‘কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এবং কুল
হুয়াল্লাহু আহাদ’ পড়তেন।” [মুসলিম; ১২১৮]
তাছাড়া এক সাহাবী রাসূলুল্লাহ (সঃ)-এর কাছে আরয করলেন, আমাকে নিদ্রার পূর্বে পাঠ করার জন্যে কোন দো’আ বলে দিন। তিনি আমাকে সূরা কাফিরুন পাঠ করার আদেশ দেন এবং বলেন যে এটি শিরক থেকে মুক্তির দোয়া। [আবু দাউদ; ৫০৫৫, সুনান দারমি; ২/৪৫৯;।
অন্য এক হাদিসে বলা হয়েছে , “নবী (সাঃ)বলেছেন, ‘সুরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন’ কোরআনের এক চতুর্থাংশ।” [তিরমিযী; ২৮৯৩, ২৮৯৫]
অর্থাৎ সূরা কাফিরুন চার বার পাঠ করলে একবার কুরআন খতমের সওয়াব পাওয়া যাবে। (সুবহানআল্লাহ)।
Subscribers kore Pashe Thakben, in sha allah apndr jonno aro shundr video bananue try korbo.apndr ke ki rokom video lagbe sobai plz commnt kore amk janaben, ami sei vabe apndr jonno kore dibe sei video.No more channel ,my one channe.sobai pashe thakben .
Allah Hafeez
Информация по комментариям в разработке