সমবায় ব্যাঙ্কের নির্বাচনে ছাপ্পার অভিযোগ তুলে অবরোধ বিরোধীদের।

Описание к видео সমবায় ব্যাঙ্কের নির্বাচনে ছাপ্পার অভিযোগ তুলে অবরোধ বিরোধীদের।

সমবায় ব্যাঙ্কের নির্বাচনে ছাপ্পার অভিযোগ তুলে অবরোধ বিরোধীদের।

দীর্ঘ ৪১ বছর বেশি অতিক্রান্ত হওয়ার পর হুগলীর বৈদ‍্যবাটি ও শেওড়াফুলি সমবায় ব‍্যাঙ্কের নির্বাচন হল ১ লা ডিসেম্বর রবিবার। বিভিন্ন বুথে ভোট গ্রহন পর্ব শুরু হয় এদিন সকাল থেকেই। একটু বেলা বাড়তেই প্রত‍্যেক বুথে শেয়ারহোল্ডার ভোটাররা নিজ ভোটাধিকার প্রয়োগের জন‍্য লম্বা লাইনে দাঁড়িয়ে স্বতস্ফুর্ত ভাবেই তাদের গনতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন।। বিভিন্ন বুথে নজরে আসে কড়া নিরাপত্তাব্যবস্থাও। সব জায়গাতেই মোটামুটি শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে। এই নির্বাচনে মোট আসন সংখ‍্যা ছিল ৪৪ টি। তার মধ‍্যে ৪১ টাই পেয়েছে শাসক দল। ২ টি বিরোধী দলের এবং একটি জাতীয় কংগ্রেস এর দখলে গেছে। শেষ বারের মত নির্বাচন হয়েছিল ১৯৮৯ সালে। সেই সময় বাম সমর্থিত ফরোয়ার্ড ব্লকের দখলে ছিলো । তারপর ৩৫ বছর পর এবার আবার নির্বাচন। ভোটের রেজাল্ট বের হওয়ার খুশির হাওয়া। শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে বলে শাসক দল দাবী করলেও বিজেপি ও বামফ্রন্টের দাবী শাসক দল বুথ দখলে নিয়ে নিজেদের মত ভোট করিয়েছে। এই ঘটনার প্রতিবাদে প্রায় তিন ঘন্টা জিটি রোড অবরোধ করে রাখে দুই দলের সমর্থকরা।
#Hooghly #boidyabati #sewrafully #samobai #Election2024 #glivenews

Комментарии

Информация по комментариям в разработке