যেভাবে বিমানে কমখরচে আমি আমেরিকা যাই এবং আমার মায়ের প্রথম আমেরিকা যাত্রা

Описание к видео যেভাবে বিমানে কমখরচে আমি আমেরিকা যাই এবং আমার মায়ের প্রথম আমেরিকা যাত্রা

যে বিমানে চড়ে (অপেক্ষাকৃত) কমখরচে আমেরিকা যেতে পারেন
যেভাবে বিমানে কমখরচে আমি আমেরিকা যাই এবং আমার মায়ের প্রথম আমেরিকা যাত্রা
কম খরচে যেই বিমানেিআমি আমেরিকা যাতায়াত করি || সেই বিমানে আমার মায়ের প্রথম আমেরিকা যাত্রা। প্রতি বছর আমেরিকাতে ৩ থেকে ৪ বার আসা যাওয়া হয় বাংলাদেশ থেকে। আসা যাওয়ার পথে সবরকম এয়ারলাইনসেই ভ্রমণ করেছি। কিন্তু বিমান ভাড়া বিভিন্ন সময়ে বিভিন্নরকমের হয়ে থাকে। আপনার পাশে যিনি বসে বিমান যাত্রা করেন, তার পরিশোধিত ভাড়া এবং আপনার ভাড়া একনয় যদিও আপনারা একই সুযোগ সুবিধা ভোগ করে আসছেন। সব বিমানের সুযোগ সুবিধাও একরকম নয়। অনেক বড় যাত্রা যেহেতু আমেরিকা ভ্রমন, তাই আরামের কথাটাও মাথায় রাখতে হয়। সবদিক বিবেচনা করে আরাম ও দামের কথা মাথায় রেখে, সব বিমানে ভ্রমণ শেষে আমি একটি দেশের বিমানকে শ্রেষ্ঠ মনে করছি ভ্রমণের জন্য যা আমি এই ভিডিওতে আলোচনা করেছি। এখাতে তার খোজ পাবেন।
তাছাড়া আমার আম্মা প্রথমবার আমেরিকায় যাতায়াত করছে এবার, তাকে নিয়েও কধা বলেছি। নতুন আমেরিকার পথে যাত্রা কেমন লাগলো তার। আশাকরি ভিডিওটি আপনাদের ভালো লাগবে।

Комментарии

Информация по комментариям в разработке