ভোটের প্রচারণায় ব্যস্ত চলচ্চিত্র নির্মাতারা । Bijoy TV

Описание к видео ভোটের প্রচারণায় ব্যস্ত চলচ্চিত্র নির্মাতারা । Bijoy TV

#পরিচালক_সমিতি_নির্বাচন

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন বা বিএফডিসিতে বাজছে নির্বাচনী ডামাডোল। ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে চলচ্চিত্র পরিচালক সমিতির ২০২৫-২৬ মেয়াদের নির্বাচন। সেই নির্বাচন নিয়ে ব্যস্তমুখর চলচ্চিত্র নির্মাতারা।
দুই বছর মেয়াদী এই নির্বাচনে এবার অংশ নিচ্ছে দুটি প্যানেল। একটি প্যানেলের সভাপতি ও মহাসচিব পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন নির্মাতা শাহীন সুমন ও শাহীন কবির টুটুল। অন্য আরেকটি প্যানেলে রয়েছেন নির্মাতা মুশফিকুর রহমান গুলজার ও সাফিউদ্দীন সাফি।
নির্বাচনে বিজয়ী হলে নতুন কিছু প্রজেক্ট নিয়ে কাজ করবেন বলে জানিয়েছেন গুলজার-সাফি প্যানেলের মহাসচিব প্রার্থী সাফিউদ্দীন সাফি। সঙ্গে নির্মাতাদের কাছে ভোট চেয়েছেন তিনি।

তবে কেউ কেউ নির্বাচনে উৎসবমুখর পরিবেশ নেই বলে মন্তব্য করেছেন। ভোট দিতে পরিচালকরা আসবেন কিনা, সেটা নিয়েও চিন্তিত অনেকে।
শাহিন সুমন-শাহীন কবির টুটুল প্যানেলে নির্বাচনে অংশ নেওয়া তরুণ নির্মাতা বন্ধন বিশ্বাস বলেন, ‘আমি প্রথমবার নির্বাচনে অংশ নিচ্ছি। কিন্তু আগের মতো নির্বাচনে কোনো উৎসবের আমেজ নেই। দেশের পরিস্থিতি নিয়েই সবাই চিন্তিত। এর মধ্যে কতটা উৎসবমুখরভাবে সবাই ভোট দিতে আসবেন, বুঝতে পারছি না।
এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন আবদুল লতিফ বাচ্চু, সহকারী নির্বাচন কমিশনার এ জে রানা ও বি এইচ নিশান।
এরইমধ্যে ২০২৩-২৪ মেয়াদের নির্বাচিত কাজী হায়াৎ-শাহীন সুমন কমিটির মেয়াদ শেষ হয়েছে। ফলে জোড়ালভাবে নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে।

copyright © A BIJOY TV Production-2024

সঙ্গে থাকুন বিজয় টিভির
Website: http://bijoy.tv/
Facebook:   / bijoytvlimited  
Youtube:    / bijoytvofficial  

Комментарии

Информация по комментариям в разработке