কীর্তনীয়া : শ্রীগৌর কর্মকার, মহানাম সম্প্রদায়ের
প্রাচীন ধারার কীর্তনীয়া, কলকাতা, ভারত।
মূল অডিও সিডির প্রকাশক : মহানাম প্রচার
সমিতি, শ্রীশ্রী মহানাম অঙ্গন, রঘুনাথপুর,
কলকাতা, ভারত।
#_______শ্রী_শ্রী_চন্দ্রপাত
🙏শ্রী শ্রী চন্দ্রপাত🙏
শ্রীশ্রী প্রভু জগদ্বন্ধু সুন্দরের শ্রী হস্তের লিখিত গ্ৰন্থ । এই চন্দ্রপাতের যে কি দেবভাষা তা বুঝিবার উপায় নাই শুধু মন্ত্রের মতো নিত্য আবৃত করুন। মন্ত্রের মতো বহুব্যাপারে ইহার শক্তি অনেকে অনুভব করিয়াছেন। চন্দ্রপাত ভক্তের কণ্ঠাহার ইউক।।।।
"চন্দ্রপাতকে
কীর্তন কহে"।
.........শ্রী শ্রী প্রভু জগদ্বন্ধুসুন্দর।
ইমনকল্যাণ | সংকীর্তন ||
১| রাধাকৃষ্ণ ধামতৃষ্ণ প্রয়াস পাবন |
২| মহামহ শশ মৃগ ভক্তা বেশ বন ||
(বন ব’ধে গেল রে)
৩| দুষ্ট স্রষ্টা চন্দ্র কৃষ্টা ত্রিবাণ ধমন |
(চন্দ্রপাত হ’ল রে)
৪| প্রলয় লবন্দ ক্ষয় মোক্ষণ মন্ঠন ||
(পাপ পূর্ণ এল রে)
৫| দুর্জ্জয় ভভন ভয় ভামন ভমন |
(হায় হায় হায় রে)
৬| কীট কুহক পট ঐ বন্ধু পতন ||
(শেষ শেষ শেষ গো)
ইতি হরি পতন |
সর্ব্বরাগ | সংকীর্ত্তন ||
ঐ শ্রীগৌরাঙ্গ |
ভঙ্গ সাঙ্গ উপ অঙ্গ ক্ষক্ষণ ক্ষাঙ্গমা
১| দয়াময় ধনধয়, কীট কটাক্ষ রয় মা,
প্রলয় সংলয় হা ধধন ধাঙ্গমা |
২| ধ্বান্তি কান্তি শশ মৃগ, ক্ষাম ক্ষেম
ক্ষাক্ষৃগ মা,
দুর্দ্ধর্ষ রহস্য কয় পঙ্গু পঙ্গ পাঙ্গমা |
৩| হা হা উদ্ধারণ চন্দ্র, ছছণ ছাছণ ছন্দ্রমা,
কামণ্য আমন্য মণ অ আ ই ঈ আঙ্গমা |
৪| হা দাম হা নরোবীর, কীট কুহক স্থির মা,
বন্ধুক্ষয় ভাত ভয় খ খ খ খ খাঙ্গমা |
ইতি হরি পতন |
মহাকীর্ত্তন | প্রভু পতন | ইতি গান |
চল্লিশ রাগ | লোফা ||
১| হরিপুরুষ জগদ্বন্ধু মহাউদ্ধারণ |
চারিহস্ত চন্দ্রপুত্র হা কীটপতন | |
(প্রভু প্রভু প্রভু হে) (অনন্তানন্তময়)
গড়খেমটা |
২ | উদ্ধারণ উবেষ্টন শমন শয়ন |
রাই অশ্রু দামদশ্রু অনঙ্গ ভঙ্গন | |
(তুই ভঙ্গ দিলি রা) (প্রভুপাত মহাপাত)
দশকুশী |
৩ | চতুর্থ প্রহর পর, চবণ চেবন হর,
মহাকায় ধূলায় লুটায় |
(ধূলা ধূলা রে) (ধাম কাম ক্ষাম যাম)
দশকুশী |
৪ | পঞ্চ বাণ তিন বাণ, কীট কুহক সন্ধান,
স্রষ্টা রুষ্ট হা ভয় বিভায় ||
(ভয় ভয় ভয় রে) (বুঝি রে প্রলয় হয়)
গড়খেমটা | লঘু ত্রিপদী | |
চন্দ্রবালা এস, কুন্দ তুঙ্গ শেষ,
শ্রীললিতা শ্রীরাধিকা
নন্দ যশোমতী ধনিষ্ঠার প্রতি,
পৌর্ণমাসী প্রবোধিকা ||
বৃষভানু রায়, কৃত্তিকা কোথায়,
প্রেমমঞ্জুরি ধাত্রিকা |
দামাচ্যুত ডাক, সীতানাথ থাক,
একা ! একি ! দশাত্তীকা ! ||
ঠুংরী |
৬ | পঞ্চম বর্ষীয় শিশু উদ্ধারণে ভাসে |
তাপ ত্রাস পাত পাশ কীট পাশে আসে | |
(কীট কীট কীট রে) (হরিপাত করিলি রে)
ঠুংরী |
হা মধু মাধুক ধা ধা ছি বধ বিধান |
বন্ধুপাত অকস্মাৎ যম অগ্রে যান |
(যম যম যম মা) (হরিপাত ক’রো না)
ইতি হরিপাত | মহারাগ | সর্ব্বতাল ইতি |
লোফা |
১ | অ আ ই ঈ উ ঊ চন্দ্র চান্দ্র চন্দ্রা |
এক দুই তিন চারি অন্দ্র আন্দ্র অন্দ্রা | |
(অই অই অই গো) (দারুণ কীট সন্ধান)
গড়খেমটা |
২ | তেরহস্তি দুই অক্ষি এক নাসিকা |
অকৃতি আগমাগম অকা আকা ইকা ||
(তুই তুই তুই রে) (হরি পতন কারণ)
গড়খেমটা |
৩| কৃতি মাত্র হও, হরি হিতে রও
আত্মশুচি উদ্ধারণে |
এক তেক তত্র বতা অতা বক্র
এ রক্ষণ উচ্চারণে |
গয় রয় লয়, ভায় ভেয় ভয়,
ভতী ভীতি ভিভারনে |
অমঙ্গ মঙ্গঙ্গ, এ ব্যাঙ্গ রঙ্গঙ্গ,
গতি গীতি বিধায়ণে ||
দশকুশী |
৪| আল অল উল ঈল, ক্ষল ক্ষাল খল বীল,
আতঙ্গ অতঙ্গ অতী ঝিছি |
(ছি ছি ছি রা) (সাড়ে দশ ক্ষণ বন)
। দশকুশী |
৫| মহা প্রলয় কেবা , মহাউদ্ধারণ সেবা,
মহামহ তুই বুঝি ঝি ছি ||
(তুই ঝি ছি রা) (গতি নাই গতি পাও)
ঠুংরী |
৬| উপায় অপায় আয় আসমুদ্র নানা |
বিধায় নিধায় ধায় বতী ভতী নানা ||
(তুই কি কওছি) (পুরুষ পতন হ’লো)
ঠুংরী |
৭| আপন অপন পন পাণীয় ণাণা
ভাণীয় ভণীয় ভণ তানিয় নানা |
(না না না ব) (হরি নাই আয় যাই)
ঠুংরী |
৮| হায় হায় যায় যায় প্রলয় পায় |
তায় থায় দায় ধায় বন্ধু নাই যায় ||
(হরি হরি হরি কও) (মহানাম মহানাম)
মহামৃত্যু | মহাপ্রলয়ণ | ইতি
একান্ন রাগ | ইতি |
লোফা |
১| হে ত্রিকাল ক্ষল ব্যাল না উচ্চারণ |
দ্বিতীয় দমন অণ রে আত্ম নিধন ||
(ওরে মূঢ় রে রে) (আত্মঘাতি মহাপাত)
লোফা |
২| কান্দার মান্দার মার সাদন সদন |
আমণ অমণ ভণ পুরুষ পতন ||
(তুই শোধ হ’রে) (মহাঘাত মহাপাত)
দশকুশী |
৩| তাপ তাত মহামর, পরর পরম পর,
রে পতীত পাপ প্রপঞ্চণ |
(রে রে রে রে) (কি হ’ল কি হ’ল হ’ল)
দশকুশী |
৪| হরিনাম হে বিরাম, পরিণাম রে আনাম,
বন্ধুবধ দ্বিতীয় ঘাতন |
(ছি ছি ছি ছি) (দয়া নাই দয়া নাই)
ইতি মহামৃত্যু।
সমাপ্ত ।।
কথা---প্রভু জগদ্বন্ধু
কণ্ঠ-- গৌর কর্মকার
Информация по комментариям в разработке