উত্তম সুচিত্রার প্রেমের আসল সত্যিটা দেখুন

Описание к видео উত্তম সুচিত্রার প্রেমের আসল সত্যিটা দেখুন

বাংলা তথা ভারতবর্ষের ইতিহাসে চলচিত্র জগতের শ্রেষ্ঠ জুটি উত্তম সুচিত্রা জুটি। কিভাবে তারা জুটি বাঁধলেন ,। দুজনের সাংসারিক জীবন কেমন ছিল?
কেন দুজনেরই সংসার ভেঙেছে ? কেন সুচিত্রা সেন চলে গেলেন পর্দার আড়ালে ? যানাব আরো অনেক প্রশ্নের উত্তর ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ।চ্যানেলটিকে দয়াকরে সাবস্ক্রাইব করে নিন।


উত্তম কুমার জন্মগ্রহণ করেন ৩ সেপ্টেম্বর ১৯২৬
প্রকৃত নাম অরুণকুমার চট্টোপাধ্যায় । প্রথম মুক্তি প্রাপ্ত চলচ্চিত্র ছিল দৃষ্টিদান। তবে বসু পরিবার ছবিতে তিনি সবার নজর কাড়েন। তারপর করলেন সাড়ে চুয়াত্তর। যেখানে তিনি সুচিত্রা সেনের সঙ্গে জুটি বাঁধলেন ।
এবার দেখে নেওয়া যাক সুচিত্রা সেনের শুরুটা।

সুচিত্রা সেন  জন্মগ্রহণ করেন ৬ এপ্রিল 1931
তার জন্মগত নাম ছিল রমা দাশগুপ্ত। প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি শেষ কোথায়। উত্তম কুমারের সঙ্গে জুটি সাড়ে চুয়াত্তরে।
#uttamsuchitra#uttamsuchitraromanticscine
সাড়ে চুয়াত্তর সিনেমা থেকে বাঙালি পেলো সর্বকালের সেরা রোমান্টিক জুটি ,উত্তম সুচিত্রা কে।
এই জুটি বাঙালি রিদয়ে ঝড় তুলে গেছে দীর্ঘ দুই দশক ধরে। ছবিটি বক্স-অফিসে অসম্ভব সাফল্য লাভ করে এবং সেই থেকে উত্তম সুচিত্রার যাত্রাপথ শুরু হয়। বাংলা চলচ্চিত্র জগতে এই জুটি আজও সর্বসেরা এবং এইরকম জনপ্রিয় জুটির কাছাকাছিও কেই পৌঁছতে পারে নি। প্রায় ২০ বছরের উপর এই জুটি বাংলা সিনেমা্প্রেমীদের আচ্ছন্ন করে রেখেছিল।
এবার আসা যাক দুজনে সাংসারিক জীবনে।
দুজনেই সিনেমা জগতে আসার আগেই বিয়ে করে নেন।
উত্তম কুমার বিয়ে করেন গৌরী দেবীকে। এবং সুচিত্রা সেন বিয়ে করেন ১৯৪৭ সালে বিশিষ্ট শিল্পপতি আদিনাথ সেনের পুত্র দিবানাথ সেনকে ।
দুজনেরই সংসার জীবনের পাশাপাশি চলছিল চলচিত্রে অভিনয় জীবন। একের পর এক সুপার হিট রোমান্টিক ছবি বাংলাকে উপহার দেয় উত্তম সুচিত্রা জুটি। দর্শক মহল সিনেমার উত্তম সুচিত্রার প্রেমে এতটাই বিভোর হয়ে যায় যে ,তারা ভেবেই নেয় যে তাদের দুজনে প্রেম সিনেমার পর্দার পেছনেও চলছে।বিভিন্ন গুজব ও ছড়ায় উত্তম সুচিত্রা জুটি কে নিয়ে।

কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ আলাদা। তারা দুজনেই ছিলেন অত্যন্ত প্রফেশনাল, অভিনয় শেষে যার যার সংসারে মনোনিবেশ করতেন। প্রথমে শশুর বাড়ী তরফ থেকে অভিনয়ে আপত্তি জানালেও পরে সুচিত্রা সেনের শশুর পারমিশন দিলে তবেই তিনি সিনেমা জগতে পা রাখেন।। সুচিত্রা সেন ছিলেন অত্যন্ত জেদি এবং মুডি মানুষ,আর এতটাই প্রফেশনাল যে ,একবার সত্যজিৎ রায় , ডেট চেয়েছিলেন একটি সিনেমার জন্য, এবং এই সময় অন্য শুটিং বন্ধ রাখার কথা বলেন। কিন্তু সুচিত্রা সেন ডিরেক্ট না বলে দেন , তিনি বলেন অন্যদের কথা দেওয়া হয়েগেছে , তাদের শুটিং বন্ধ থাকলে ক্ষতি হবে ,কাজেই সত্যজিৎ রায়কে না করেদেন।
তবে সুচিত্রা সেনের সংসার জীবন আতোটাও মধুর ছিলোনা। স্বামীর সঙ্গে আশান্তিও হয়েছে সিনেমা সংক্রান্ত বিষয়ে, আলাদা ও থেকেছেন কিছুদিন।
1969 সালে স্বামীর অকাল মৃত্যুর পরেও বেশ কিছু ছবিয়ে অভিনয় করেন সুচিত্রা সেন।

অপর দিকে গৌরী দেবীর সঙ্গে উত্তম কুমারের সংসারেও অশান্তি চলতেই থাকে । অবশেষে 1963 সালে বাড়িতে গৌরীদেবীর জন্মদিনের পার্টি চলা কালীন স্ত্রীর সঙ্গে মনোমালিন্য দেখাদিলে বাড়ি ছেড়ে গিয়ে ওঠেন মায়ের স্ট্রিটে অভিনেত্রী সুপ্রিয়া দেবীর বাড়িতে। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক চলছিল বেশ কিছুদিন ধরে ।উত্তম কুমার তার শেষ দিন পর্যন্ত সেখানেই কাটিয়েছেন।

কাজেই উত্তম সুচিত্রা জুটি বাঙালি হৃদয়ে প্রেমের ঝড় তুললেও তারা দুজনে কিন্তু কোনোদিনই প্রেমের সম্পর্কে জড়াননি।

Комментарии

Информация по комментариям в разработке