মাত্র ৯০ টাকা থেকে ৩৫০ টাকায় কিনুন জিও টব এবং ড্রাম

Описание к видео মাত্র ৯০ টাকা থেকে ৩৫০ টাকায় কিনুন জিও টব এবং ড্রাম

আপনার ছাদে ব্যবহার করা জিও ব্যাগ গুলোকি ওয়াটার প্রুফ? এটা ব্যবহারের ফলে আপনার ছাদ ডেমেজ হয়ে যাচ্ছেনাতো? বাংলাদেশে এই প্রথম আমরাই নিয়ে এসেছি water proof জিও ব্যাগ যেটার নির্দিষ্ট যায়গা দিয়ে পানি পড়বে আর আপনার ছাদ ডেমেজ হবে না।
জিও কাপড় পানির সংস্পর্শে আসলে ভিজে যায় টবের নিচের মাটি যেহেতু সব সময় কিছুটা ভেজা থাকে তাই জিও কাপড়ও ভিজে যায় এর ফলে আপনার ছাদ ডেমেজ হয়ে যায় আমরা উন্নত মানের প্লাস্টিক ব্যবহার করে টবের তলা ওয়াটার প্রুফ করে দেই আর স্টিলের আইলট লাগিয়ে ফুটো করে দেই যার ফলে পানি নির্দিষ্ট জায়গা দিয়ে বের হয়ে যায় তাই পানি জমে গাছ মরে যায় না এবং আপনার ছাদও ডেমেজ হয় না।
প্লাস্টিক অথবা টিনের ড্রামের বিকল্প হিসেবে জিও ব্যাগ কেনো ব্যবহার করবেন কারন
১. জিও ব্যাগ এ অসংখ্য ছিদ্র থাকায় বায়ু চলাচল স্বাভাবিক থাকে যার কারণে শিকড়ের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ।

২.এটি পরিবেশ বান্ধব হওয়াতে পরিবেশ এর ক্ষতি করে না ।

৩. বায়ু সঞ্চালনের কারণে পানি বের হয়ে যায় এবং এডিস মশা জন্মাতে পারে না ।

৪. গাছের গোড়া পঁচা রোগ হয় না।

৫.মাটির আর্দ্রতা ধরে রাখে যার কারণে পানি সেচ ও সার কম লাগে ।

৬.জিও বেগ গুলো উন্নতমানের জিও টেক্সটাইল দিয়ে তৈরি তাই ১০-১৫ বছর অনায়েশে ব্যাবহার করতে পারবেন আর দাম সবার নাগালের মধ্যেই
৭.ব্যাগের দুই পাশে হাতল ব্যবহার করা হয়েছে,যা টেনে ছেঁড়া একেবারেই অসম্ভব। শুধুমাত্র কাটা ছাড়া এর হাতল ছিঁড়বে না।
জিও ব্যাগের দাম

উচ্চতা ১০ ইঞ্চি রাউন্ড ৩০ ইঞ্চি ৩ গ্যালন ৯০ টাকা

উচ্চতা ১২ ইঞ্চি রাউন্ড ৩৬ ইঞ্চি ৭ গ্যালন ১২০ টাকা

উচ্চতা ১৫ ইঞ্চি রাউন্ড ৫২ ইঞ্চি ১২ গ্যালন ১৮০ টাকা

উচ্চতা ২০ ইঞ্চি রাউন্ড ৬৬ ইঞ্চি ৩০ গ্যালন ২৮০ টাকা

উচ্চতা ২০ ইঞ্চি রাউন্ড ৮০ ইঞ্চি ৪০ গ্যালন ৩৫০ টাকা

তো দেরি না করে এখুনি অর্ডার করুন
আমরা ঢাকা সহো পরো বাংলাদেশে হোমডেলিভারি দিয়ে থাকি
ঢাকাতে ডেলিভারি চার্জ ৬০ টাকা ঢাকার বাইরে ১৫০ টাকা যেটা বিকাশে অগ্রিম পে করতে হবে।

Комментарии

Информация по комментариям в разработке