কলেজ জীবনে উঠে যে বিষয়গুলোর প্রতি খেয়াল রাখবে | HSC Batch Orientation | Fahad Sir |

Описание к видео কলেজ জীবনে উঠে যে বিষয়গুলোর প্রতি খেয়াল রাখবে | HSC Batch Orientation | Fahad Sir |

আগামীকাল থেকে তোমাদের মধ্যে যাদের কলেজে ক্লাস শুরু হচ্ছে, তোমরা প্রথম থেকেই একটু Serious হও, লাভবান হবে 👇

১. কলেজে / কোচিং এর ক্লাস গুলোতে Attentive থাকবা | Miss করার চেষ্টা করবানা |

২. ইন্টারের লেখাপড়ার পরিধি অনেক বেশি, সেক্ষেত্রে হাতে লিখে পড়ার অনুশীলন বেশি বেশি করবে |

৩. যেই কলেজে বা যে শিক্ষকের কাছেই তুমি পড়োনা কেন, উদ্দেশ্য এক্টাই থাকবে, যে concept টা তুমি পড়ছো, সেটা ক্লিয়ার হয়েছে কিনা |

৪. কাল থেকে শুরু করবো, এই কথাটাই আর বলবেনা |

৫. Depression জীবনে যদি চলেও আসে, তাকে সামনে নিয়েই চলতে হবে |

৬. কলেজে উঠেই বন্ধু নির্বাচনে ভুল করবেনা | অসৎ ও দূষিত সংগ এড়িয়ে চলার চেষ্টা করবে |

৭. দুই হাতের কোন আঙুলে "সিগারেট" যেন না উঠে, এখানে ভাব নেয়ার কিছু নাই |

৮. মনে যদি খুব কষ্ট থাকে তাহলে নামাজ পড়বা আর ক্বোরআন শরীফ তেলাওয়াত করবা |

৯. কলেজে উঠেই আড্ডাবাজী আর নতুন Friend Circle" বেড়ে যায়, তাই খেয়াল রেখো যেন সীমা লংঘন না হয় |

১০. নিজের স্বাস্থ্য ও মনের যত্ন নিবে |

Комментарии

Информация по комментариям в разработке