শুভ জন্মদিন কিশোর আলো । Happy Birthday Kishor Alo | কিআ | Kishor Alo Chittagong

Описание к видео শুভ জন্মদিন কিশোর আলো । Happy Birthday Kishor Alo | কিআ | Kishor Alo Chittagong

কিশোর আলোর ৪র্থ তম জন্মদিন উপলক্ষে কিশোর আলোর জন্য চট্টগ্রামের কিআ বাহিনীর পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং প্রাণঢালা অভিনন্দন।
কিশোর আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রথমবারের মতো চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে কিআনন্দ উৎসব। ১৩ অক্টোবর ২০১৭ চট্টগ্রামের নাসিরাবাদ সরকারি উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত হবে এই উৎসব। দেশের নানা অঙ্গণের জনপ্রিয় তারকা ও গুণী ব্যক্তিত্বদের সঙ্গে আড্ডা, গান, আলাপচারিতা তো থাকছেই, সেই সঙ্গে থাকছে আকর্ষণীয় গেম, খেলাধূলা, স্টল, জাদু প্রদর্শনী, কনসার্টসহ নানা আয়োজন।

অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত। তুমি আসছ তো?

#কিআনন্দচট্টগ্রাম #KiAnondoChittagong

Комментарии

Информация по комментариям в разработке